স্বৈরাচারের বিচার ও সংস্কার অপরিহার্য কোনভাবেই নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি করা যাবে না –ইসলামী আন্দোলন বাংলাদেশ

- Update Time : ১১:০৭:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
- / ৯৭ Time View
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, টেকসই সুষ্ঠু রাজনৈতিক বন্দোবস্ত নিশ্চিত করতে সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে কোন প্রশ্ন নাই। ২৪ এর রক্ষমাখা আন্দোলনের প্রধান দাবীই সংস্কার। একই সাথে পতিত স্বৈরাচারের বিচার হাজারো মানুষের রক্তের ঋণ পরিশোধের বিষয় হয়ে দাড়িয়েছে। স্বৈরাচারের বিচার হতেই হবে। কিন্তু সংস্কার ও বিচারকে কেন্দ্র করে নির্বাচনহীন অন্তর্বতী সময়কে দীর্ঘায়িত করার কোন প্রচেষ্টাও গ্রহণযোগ্য না। স্বাধীন সার্বভৌম একটি দেশে একযুগের অধিক সময়ে জনগণের নির্বাচিত সরকার নাই; বিষয়টাই অকল্পনীয়। ফলে স্বৈরাচারের পতনের পরেও কোন অবস্থাতেই নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরির সুযোগ নাই।
বুধবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কার্যালয়ে মাহে রমজানের ইফতার মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা লোকমান হোসাইন জাফরী, হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারূফ, মাওলানা এবিএম জাকারিয়া।
ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদ বলেন, সংস্কার, স্বৈরাচারের বিচার এবং অবাধ নিরপেক্ষ নির্বাচন; এই বিষয়গুলো সমান গুরুত্বের এবং একই সাথে বাস্তবায়নে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। সেখানে কোনভাবেই নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি করা যাবে না। এতে করে অন্তবর্তী সরকারের সদিচ্ছার ওপরে জনমনে প্রশ্ন তৈরি হবে।(সংবাদ বিজ্ঞপ্তি)
Its like you read my mind! You appear to know so much about this, like you wrote the book in it or something. I think that you can do with a few pics to drive the message home a bit, but other than that, this is wonderful blog. An excellent read. I’ll definitely be back.