০৩:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজাপুরে স্কুল ছাত্রীদের ইভটিজিং এর প্রতিবাদ করায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

Reporter Name
- Update Time : ০১:২৩:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
- / ৪৭ Time View
আমিনুল ইসলাম,ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুর সদর ইউনিয়নের বারবাকপুর গ্রামের কিশোর গ্যাংয়ের দাঙ্গা, হাঙ্গামা এবং থানায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার নারিকেল বাড়িয়া গ্রামের বাসিন্দা মোঃ সাওন।রোববার সকালে রাজাপুর সাংবাদিক ক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে সাওন অভিযোগ করেন, “গত ৪ মে বারবাকপুর গ্রামের বাবুল হাওলাদারের ছেলে তরিকুল ইসলামসহ কয়েকজন মিলে বাড়ির সামনে বসে তিনজন এসএসসি পরীক্ষার্থীকে (ছাত্রী) উত্ত্যক্ত করে এবং টানাহেঁচড়া করে। এ সময় আমার ছোট ভাই সৈকত বাঁধা দিলে তাকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয় এবং অকথ্য ভাষায় গালাগাল করা হয়।”
তিনি আরও বলেন, “এ ঘটনায় অভিযুক্তদের বাবা বাবুল হাওলাদারকে জানানো হলে তিনি কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো ক্ষুব্ধ হন। এ ছাড়া কয়েক বছর আগে ও গত রমজানে বাবুল হাওলাদারের পরকীয়ার ঘটনা এলাকাবাসীর হাতে ধরা পড়ে, যেটির জের ধরেই আমাদের পরিবারের ওপর বারবার নানা অভিযোগ দিয়ে হয়রানি করা হচ্ছে।
সাওন জানান, “গত ১২ জুন সন্ধ্যায় তরিকুল ও তার নেতৃত্বাধীন ৭-৮ জনের কিশোর গ্যাং তার ছোট ভাইয়ের ওপর অতর্কিত হামলা চালায় এবং তার মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে আমরা বিচার চাইতে গেলে তরিকুল, তার বাবা বাবুল হাওলাদার ও তাদের সমর্থক ৫০-৬০ জন পুরুষ-মহিলা তাদের পরিবারের ওপর চড়াও হন। এসব বিষয়ে রাজাপুর থানায় অভিযোগ জানাতে গেলেও তাদের বাধা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, তারা নিজেরাই তাদের ঘর ও দোকান ভেঙে আমাদের পরিবারের ৬ সদস্যের নামে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করে। পরদিন রাজাপুর থানায় তারা অভিযোগ করতে গেলে ফের হামলার হুমকি দেওয়া হয়। তরিকুলের চাচাতো ভাই নুরুল ইসলাম সুমন দেশীয় অস্ত্র, লাঠি, রড ও রামদা নিয়ে বাড়ির সামনে অপেক্ষা করে হুমকি দেয়।
সাওন বলেন, “আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই রাজাপুর থানার প্রশাসন এবং দেশের সম্মানিত সাংবাদিকদের প্রতি অনুরোধ, সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়া হোক এবং এই চক্রের হাত থেকে আমারা যাতে রক্ষা পেতে পারি সে জন্য সংশ্লিষ্ট সকলের সুদৃষ্টি কামনা করেছেন।
Tag :