০১:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাচোলে দুর্নীতি বিরোধী দিবস পালিত
Reporter Name
- Update Time : ০৫:১৮:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
- / ১১ Time View

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ)উপজেলা সংবাদদাতা:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
গত মঙ্গলবার ৯ ডিসেম্বর সকাল সাড়ে ৯ টায়, আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল, ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত এই সভায় কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল আওয়াল সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানী সরদার।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানী সরদার দুর্নীতি প্রতিরোধে তারুণ্যের ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, আগামীর সুন্দর ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তরুণদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা অপরিহার্য।
আজকের এই প্রতিপাদ্য আমাদের সেই বার্তাই দিচ্ছে যে, তারুণ্যের একতাই পারে শুদ্ধতার ভিত্তি গড়তে।” তিনি আরও বলেন, সকল নাগরিকের সম্মিলিত প্রচেষ্টায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব।
সভাপতির বক্তব্যে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নুরুল আওয়াল আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, দুর্নীতি একটি সমাজের মূল ভিত্তি নষ্ট করে দেয়। এই দিনে আমাদের শপথ নিতে হবে যে, আমরা ব্যক্তিগত ও সামাজিক জীবনে সব ধরনের দুর্নীতিকে না বলব। দুর্নীতি প্রতিরোধে কমিটি সর্বদা কাজ করে যাবে।

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিজেদের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন এবং বিভিন্ন সুপারিশ পেশ করেন।
আলোচনা সভার আগে দিবসটি উপলক্ষে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা দুর্নীতি বিরোধী বিভিন্ন ব্যানার ও ফেস্টুন বহন করেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, ওসি আছলাম আলী, উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম, মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন, মুন্সী হযরত আলী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ও কমিটির সহ-সভাপতি সাদিকুল ইসলাম ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা দুর্নীতি বিরোধী প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।
Tag :



















