১২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝালকাঠির রাজাপুর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত
ঝালকাঠি প্রতিনিধি
- Update Time : ০৩:১১:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
- / ৫৯ Time View

আমিনুল ইসলাম ,ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের শপথ অনুষ্ঠান আজ উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

অদ্য ২০ সেপ্টেম্বর’২৫ শনিবার দুপুর ১২ টায় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে বদিউজ্জামান পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব মোঃ নাছিম উদ্দিন আকন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই ফুলের শুভেচ্ছা দিয়ে অতিথিদের স্বাগত জানানো হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান সংগঠনের নির্বাচনকালীন দায়িত্ব থাকা প্রধান নির্বাচন কমিশনার রাজাপুর সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শামসুল আলম বাবুল গাজী। এছাড়াও বক্তব্য রাখেন নির্বাচন কমিশনের সদস্য

এ্যাড. শহিদুল্লাহ জমাদ্দার, সাংবাদিক মাইনুল হক লিপু, মাসুদ হাওলাদার, বরিশাল জেলা কমিটির সভাপতি আলম খান, নবনির্বাচিত সভাপতি মোঃ দুলাল গাজী,সাধারণ সম্পাদক মোঃ আজিজুল খলিফা ও হানিফ গাজী প্রমুখ। শপথ বাক্য পাঠ শেষে প্রধান অতিথিসহ উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যদের ফুলের শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে সংগঠনের সকল সদস্য, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।

Tag :





























