০৩:৪১ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নরসিংদীর শিবপুর সহ সারা দেশে নতুন র্কৌশলে সিগারেট কোম্পানির বিজ্ঞাপন
Reporter Name
- Update Time : ০৩:৩১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
- / ২০৩ Time View

আবুনাঈম রিপন: স্টাফ রিপোর্টার: নরসিংদী জেলার শিবপুর পুরানদিয়া বাস স্ট্যান্ডে ১ইং জুলাই শুক্রবার, একটি কনফেকশনারী দোকানের খুঁটিতে হলুদ ও নীল রঙ করে সিগারেটের বিজ্ঞাপন দিয়েছে সিগারেট কোম্পানি। উপজেলা স্যানেটারী ইন্সেপেক্টার ও কতৃত্বপ্রাপ্ত কর্মকর্তা, মো: নুরুল ইসলাম এই প্রতিবেদককে জানান, দোকানদারকে অবগত করি যে, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন, ২০০৫ ও সংশোধিত ২০১৩ এর ৫(৪) ধারায় বিজ্ঞাপন অপরাধের শাস্তি ৩ মাসের জেল ও এক লক্ষ টাকা জরিমানা। দ্বিতীয়বার অপরাধে শাস্তি দ্বিগুণ। বিজ্ঞাপনের এ রং কালো করার জন্য নির্দেশ দেই। দোকানদার জানান, কোম্পানির লোক তাকে বলে আমরা রঙ করেছি কিন্তু কিছু লেখি নাই।

এটা বিজ্ঞাপন নয়, এতে কোন সমস্যা নেই। এভাবে কোম্পানির বিজ্ঞাপন প্রতিনিধিরা বিভিন্নভাবে দোকানদারকে ভুল বুঝিয়ে যাচ্ছে। অনেক সময় বিভিন্ন দোকানদারকে বলে আমরা বিজ্ঞাপন দিবই। যদি আপনাদের জরিমানা করে তাহলে রিসিট রেখে দিবেন পরবর্তীতে টাকা ফেরত দিবো। আবার বলে আমরা তো সরকারকে অনেক ট্যাক্স দেই, সরকার চলে আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে। ইত্যাদি। দোকানদাররা বলেন,আপনারা আমাদেরকে না বলে কোম্পানিকে বলতে পারেন না। এরকম নানাবিধ প্রশ্নের সম্মুখীন হতে হয় আমাদেরকে প্রতিনিয়ত মাঠে কাজ করতে গিয়ে। কোম্পানি জেনে শুনেই এ সকল অপরাধ মূলক কাজ করছে। মাঠের কাজে প্রতিদিন এ ধরনের নানাবিধ চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। আর এ চ্যালেঞ্জ কে মোকাবিলা করেই জনস্বার্থে কাজ করে যাচ্ছে স্বাস্থ্য বিভাগের স্যানিটারী ইন্সপেক্টররা। এ ব্যাপারে প্রশাসন ও এনটিসিসির মহাপরিচালক এর দৃষ্টি আকর্ষণ করছি, বাংলাদেশে বিদ্যমান সকল টোবাকো কোম্পানির একটি পূর্ণ ঠিকানাসহ তালিকা সকল উপজেলা ও জেলায় পাঠানো হোক। যাতে উপজেলা ও জেলা থেকে আইন অমান্যকারী কোম্পানিকে সহজে নোটিশ করা যায়। পরপর দুবার নোটিশ করার পর তৃতীয়বার যদি অপরাধ করে, তাহলে চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে নিয়মিত মামলা রযু করা যাবে। এ ভাবে সমগ্র দেশ থেকে মামলা করলে, কোম্পানিগুলো দিশেহারা হয়ে যাবে। এবং নিয়মতান্ত্রিকভাবে কাজ করবে। মাঠে পর্যায়ে কোম্পানির সঠিক ঠিকানা পাওয়া যায় না। যার ফলে কোম্পানিকে নোটিশ করা যায় না।
Tag :

























