রায়পুরায় সম্পত্তি বিরোধের জেরে বাড়িঘরে হামলা, লুটপাট ও গাছ কর্তনের অভিযোগ

- Update Time : ০৮:১৭:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
- / ৯০ Time View
রোমান পথিক, রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বাড়িঘর ভাংচুর, মারধর ও ফলজ-বনজ গাছ কর্তনের অভিযোগ উঠেছে আক্তার মিয়াসহ তার ভাইদের বিরুদ্ধে। এ ঘটনায় রায়পুরা থানায় ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী আব্দুল কাদির। ঘটনাটি ঘটেছে উপজেলার অলিপুরা ইউনিয়নের জাহাঙ্গীরনগর এলাকায়।
অভিযোগ সূত্রে জানা যায়, বাদী আব্দুল কাদির বৃহস্পতিবার ১৯ জুন দুপুরে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে আমাকে হত্যা করার উদ্দেশ্যে মাথায় আঘাত করেন আক্তার, মুক্তারদের ভাইয়েরা। আমি কোনোরকম মাথা সড়িয়ে নিলে তারা কয়েকজন মিলে আমাকে এলোপাতাড়ি মারধর শুরু করেন।আমি গুরুতর আহত হয়ে রায়পুরা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। আমার বাড়ি-ঘর ভাংচুর সহ আমার ঘরে থাকা প্রায় আড়াই ভরি স্বর্ণ ও বেশ কয়েকটি গাছ কর্তন করে রেখে গেছে। এতে আমার প্রায় ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ভুক্তভোগীর নাতনি জানায়,আমাদের বাড়িতে কোনো ছেলে মানুষ নাই। আক্তার, মুক্তারদের ভাইয়েরা কয়েকদিন পর পর আমাদের হুমকি দেয়। আজকে আমাদের বাড়ি-ঘর ভাংচুর করে, আমাদের বেশ কয়েকটি ফলজ ও বনজ গাছ কেটে ফেলেছে। আমাদের বাসা থেকে টাকা-পয়সা, স্বর্ণসহ প্রায় ৩ লক্ষ টাকা নিয়ে গেছে। আমার দাদুকে এলোপাতাড়ি মারধর করেছে। তিনি এখন রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে।
এ বিষয়ে জানতে চাইলে রায়পুরা থানার এ এস আই সফিউল্লাহ সাংবাদিকদের বলেন, এ বিষয়ে থানায় একটি অভিযোগ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।