রায়পুরায় বি আর ডি বির ব্যবস্থাপনা কমিটির অর্ন্তবর্তীকালীন সভাপতির দায়িত্ব ভার গ্রহণ

- Update Time : ১২:৫৭:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
- / ১৯১ Time View
ফেসবুক: https://www.facebook.com/BangladeshNezameislamparty
ইউটিউব:www.youtube.com/@bangladeshnezameislamparty
রায়পুরা প্রতিনিধি :নরসিংদীর রায়পুরায বি আর ডি বির ব্যবস্থাপনার কমিটির
অন্তর্বর্তী কালীন সময়ের জন্য সভাপতি হিসেবে দায়িত্ব ভার গ্রহণ
করলেন হানিফ উদ্দিন মোল্রা সবুজ।
আজ উপজেলা নির্বাহী
কর্মকর্তা মো মাসুদ রানা এ দায়িত্ব ভার বুঝিযে দেন। পরে বি
আর ডিবির কার্যলয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান বিভিন্ন শ্রেণী
পেশার মানুষ। এ সময় উপস্থিত ছিলেন কমিটির সদস্য মইনুল ইসলাম,
রাজিব মোল্রা, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো মুছা, উপজেলা
সাবেক কলেজ ছাত্রদলের সভাপতি মাহবুব, কষক দলের নেতা টিপু
মোল্রা , উপজেলা ছাত্রদল নেতা সামছুর রহমান জয়,বি আর ডিবির
সাবেক পরিচালক বায়জিদ মেম্বার,কলেজ শাখার ছাত্র নেতা জোনাক
আহম্মেদসহ অনেকে। এ ছাড়াও উপস্থিত ছিলেন জাতীয়
বীরমুক্তিযোদ্ধাসন্তান কমান্ডের সাধারন সম্পাদক সুজন খান।
Very good https://is.gd/N1ikS2