ইসলামী দল
ইসলামী দল গুলো একত্রিত না হলে ভোট বক্স কয়েকটি হয়ে যাবে

- Update Time : ১২:২৩:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
- / ১৪৮ Time View
নিবন্ধিত ইসলামী দল মোট ১২টি।অনিবন্ধিত প্রায় ২০টি ইসলামী দল গুলো নিজ নিজ কর্মসূচী নিয়ে কাজ করে যাচ্ছে। ২৩ এপ্রিল ২৫ইং FB তে নিউজে দেখলাম ৪টি নিবন্ধিত সমমনা দলের মতবিনিময় বৈঠক হয়েছে।ইসলামী গণজাগরণে এবং নির্বাচনে বিজয়ের পথে অগ্রসর হওয়ায় একটি মহৎ উদ্যোগ। আমরা তাদের বৈঠককে ধন্যবাদ জানাই।
কিন্তুু কথা হলো নিবন্ধিত বাকি ৮টি দলকে বাহিরে রেখে ইসলামি ভোটের একটি ভেলেট বক্স হয় কি ভাবে।গনিতিক হিসেবে চার দলের ১ বাস্ক আর বাকি ৮ দলের ৮ ভেলেট বক্স। সর্বমোট ইসলামী ৯ টি ভোট বক্স হয়।বাকি নেজামে ইসলাম, খেলাফতে রাব্বানী, খেলাফতে রাশেদা, খেলাফতে ইসলামী সহ অনিবন্ধিত দল গুলো নিবন্ধিত দল সমূহের সাথে যুক্ত হবেন।চার দলিয় সমমনা ইসলামি দলের উচিৎ হবে
নিবন্ধিত বাকি ছয় দলের সাথে আলাপ করে সর্বসম্মতিক্রমে যাতে আসলেও ইসলামি ভোটের সব দলের এক ভোট বক্স হয়। নতুবা বাকি ছয় দল আলাপ করে একত্রিত হলে ইসলামী নিবন্ধিত ছয় দল এবং চার দলের দুইটি ভোট বক্স হয়ে যাবে।সকল ইসলামী রাজনৈতিক দলগুলো এই বিষয়ে ফিকির করা একান্ত প্রয়োজন।
Awesome https://lc.cx/xjXBQT