০৫:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

পঞ্চগড়ে আইনজীবীদের বিক্ষোভ মিছিল ফিলিস্তিন গন হত‍্যার বিরুদ্ধে

পঞ্চগড় প্রতিনিধি,মোখলেছুর রহমান চৌধুরী :
  • Update Time : ০৪:০২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
  • / ১৮১ Time View

পঞ্চগড় ব‍্যূরো চীফ,মোখলেছুর রহমান চৌধুরী :ফিলিস্তিনের গাজা উপত‍্যকায় ইসরায়েলের চলমান হামলার বিরুদ্ধে পঞ্চগড়ে আইনজীবীদের ব‍্যানারে বিক্ষোভ মিছিল অনূষ্ঠিত হয়েছে।গত বৃহস্পতিবার (১০ এপ্রিল )দুপুরে পঞ্চগড় আদালত চত্বর থেকে জেলা আইনজীবী সমিতির ব‍্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা শহর চৌরঙ্গী মোড়ের শেরে -ই বাংলা পার্কের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ অংশ নেয়।এতে বক্তব‍্য রাখেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি)আদম সূফি,গভর্ন ম‍্যান্ট প্লিডার জিপি আঃবারী,আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ‍্যাডঃনজরুল ইসলাম,জাতীয়বাদী আইনজীবী ফোরামের সভাপতি মির্জা নাজমূল ইসলাম কাজল,এ‍্যাডঃআকবর হোসেন প্রমূখ।বক্তারা বলেন শুধু ফিলিস্তিনি নয় বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানদের উপর বর্বর হামলা হচ্ছে।ভারতে মসজিদ ভাংচুর হচ্ছে।ফিলিস্তিনে আলআকসা বোমা বিস্ফোরন করা হচ্ছে।বিশ্ব মুসলমানদের প্রথম কিবলার উপর নব ফেরাউন ইসরায়েলের হাত পড়েছে।দূঃখের বিষয় সমগ্র পৃথিবীতে ২০০ কৌটি মুসলমান থাকতে মাত্র ৮০,০০০০০( আশি লক্ষ) ইহুদির কাছে দূর্বল।কোন প্রতিবাদ করছিনা বরং আল্লাহর নিকট আবাবিলের প্রার্থনা করছি।এটা বিশ্ব মুসলমানদের জন‍্য লজ্জাজনক করুন ইতিহাস।বিশ্ব নবী আল্লাহর হুকমে 88 টি যুদ্ধ হকের পক্ষে, বাতিলের বিরুদ্ধে করেছে।পৃথিবীর সমগ্র মুসলমান ঐক্য বদ্ধ হয়ে কুরআন হাদিস অনুযায়ী বিশ্ব মুসলিম উম্মাহর উপর ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ হয়ে গিয়েছে।বিশ্ব মুসলিম মিল্লাহ্ তাকবীর দিয়ে ইমানী যুদ্ধে নামলে 80 লক্ষ ইহুদী পালানোর জায়গা টুকু খুজে পাবেনা।দূঃখের বিষয় ইরান একাই প্রদিবাদের জন‍্য প্রস্তুুত বাকী ইসলামী রাষ্ট্র গুলো চুপচাপ কিন্তুু কেন কিয়ামতের বিচার দিবসে সকল মুসলিম উম্মাকে পঙ্খানু হিসেব দিতে হইবে।বর্তমানে ফিলিস্তিন ও গাজার উপর যে বর্বোরচিত হামলা চালানো হচ্ছে তা অনতিবিলম্বে বন্ধ করতে হবে।অন‍্যথায় সারাবিশ্বের সকল মুসলমান ফিলিস্তিনিতে পরিনত হবে।তারা আরো বলেন,পৃথিবীর জন্ম থেকে আজ পর্যন্ত কোন অত‍্যাচারী শাসক পৃথিবীতে টিকে থাকতে পারেনী।ইসরাইলের ইহুদীরাও ভূ-পৃষ্টে টিকে থাকতে পারবেনা।তবে আমাদের বাংলাদেশ সহ সমগ্র মুসলিম রাস্ট্রে ইসরায়েলের সকল পন‍্য সম্পূর্নরুপে বর্জন করতে হবে।সকল ব‍্যাবসায়ীদের ইসরাইলি পন‍্য বিক্রি না করার বিশেষ অনুরোধ করেন বক্তারা।এসময় আমাদের মধ‍্যে উপস্থিত ছিলেন,জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সহ সভাপতি এ‍্যাডঃআঃহান্নান,আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ইয়াছিনুল হক দুলাল,এ‍্যাডঃআনোয়ারা বেগম,সহকারী পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আল মামুন,এ‍্যাডঃমেহেদী হাসান মিলন,এ‍্যাডঃহাফিজুর রহমান,এ‍্যাডঃমূরাদ,এ‍্যাডঃমনোয়ার,এ‍্যাডঃহাবীব আলামীন ফেরদৌস ও ব‍্যারিষ্টার হীমু প্রমুখ।

Tag :

Please Share This Post in Your Social Media

One thought on “পঞ্চগড়ে আইনজীবীদের বিক্ষোভ মিছিল ফিলিস্তিন গন হত‍্যার বিরুদ্ধে

  1. Great items from you, man. I have bear in mind your stuff previous to and you’re just too wonderful. I actually like what you have acquired right here, really like what you are saying and the best way through which you assert it. You make it entertaining and you still take care of to stay it smart. I can’t wait to learn far more from you. That is really a terrific web site.

Your email address will not be published. Required fields are marked *

thedailysarkar@gmail.com

About Author Information

পঞ্চগড়ে আইনজীবীদের বিক্ষোভ মিছিল ফিলিস্তিন গন হত‍্যার বিরুদ্ধে

Update Time : ০৪:০২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫

পঞ্চগড় ব‍্যূরো চীফ,মোখলেছুর রহমান চৌধুরী :ফিলিস্তিনের গাজা উপত‍্যকায় ইসরায়েলের চলমান হামলার বিরুদ্ধে পঞ্চগড়ে আইনজীবীদের ব‍্যানারে বিক্ষোভ মিছিল অনূষ্ঠিত হয়েছে।গত বৃহস্পতিবার (১০ এপ্রিল )দুপুরে পঞ্চগড় আদালত চত্বর থেকে জেলা আইনজীবী সমিতির ব‍্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা শহর চৌরঙ্গী মোড়ের শেরে -ই বাংলা পার্কের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ অংশ নেয়।এতে বক্তব‍্য রাখেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি)আদম সূফি,গভর্ন ম‍্যান্ট প্লিডার জিপি আঃবারী,আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ‍্যাডঃনজরুল ইসলাম,জাতীয়বাদী আইনজীবী ফোরামের সভাপতি মির্জা নাজমূল ইসলাম কাজল,এ‍্যাডঃআকবর হোসেন প্রমূখ।বক্তারা বলেন শুধু ফিলিস্তিনি নয় বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানদের উপর বর্বর হামলা হচ্ছে।ভারতে মসজিদ ভাংচুর হচ্ছে।ফিলিস্তিনে আলআকসা বোমা বিস্ফোরন করা হচ্ছে।বিশ্ব মুসলমানদের প্রথম কিবলার উপর নব ফেরাউন ইসরায়েলের হাত পড়েছে।দূঃখের বিষয় সমগ্র পৃথিবীতে ২০০ কৌটি মুসলমান থাকতে মাত্র ৮০,০০০০০( আশি লক্ষ) ইহুদির কাছে দূর্বল।কোন প্রতিবাদ করছিনা বরং আল্লাহর নিকট আবাবিলের প্রার্থনা করছি।এটা বিশ্ব মুসলমানদের জন‍্য লজ্জাজনক করুন ইতিহাস।বিশ্ব নবী আল্লাহর হুকমে 88 টি যুদ্ধ হকের পক্ষে, বাতিলের বিরুদ্ধে করেছে।পৃথিবীর সমগ্র মুসলমান ঐক্য বদ্ধ হয়ে কুরআন হাদিস অনুযায়ী বিশ্ব মুসলিম উম্মাহর উপর ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ হয়ে গিয়েছে।বিশ্ব মুসলিম মিল্লাহ্ তাকবীর দিয়ে ইমানী যুদ্ধে নামলে 80 লক্ষ ইহুদী পালানোর জায়গা টুকু খুজে পাবেনা।দূঃখের বিষয় ইরান একাই প্রদিবাদের জন‍্য প্রস্তুুত বাকী ইসলামী রাষ্ট্র গুলো চুপচাপ কিন্তুু কেন কিয়ামতের বিচার দিবসে সকল মুসলিম উম্মাকে পঙ্খানু হিসেব দিতে হইবে।বর্তমানে ফিলিস্তিন ও গাজার উপর যে বর্বোরচিত হামলা চালানো হচ্ছে তা অনতিবিলম্বে বন্ধ করতে হবে।অন‍্যথায় সারাবিশ্বের সকল মুসলমান ফিলিস্তিনিতে পরিনত হবে।তারা আরো বলেন,পৃথিবীর জন্ম থেকে আজ পর্যন্ত কোন অত‍্যাচারী শাসক পৃথিবীতে টিকে থাকতে পারেনী।ইসরাইলের ইহুদীরাও ভূ-পৃষ্টে টিকে থাকতে পারবেনা।তবে আমাদের বাংলাদেশ সহ সমগ্র মুসলিম রাস্ট্রে ইসরায়েলের সকল পন‍্য সম্পূর্নরুপে বর্জন করতে হবে।সকল ব‍্যাবসায়ীদের ইসরাইলি পন‍্য বিক্রি না করার বিশেষ অনুরোধ করেন বক্তারা।এসময় আমাদের মধ‍্যে উপস্থিত ছিলেন,জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সহ সভাপতি এ‍্যাডঃআঃহান্নান,আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ইয়াছিনুল হক দুলাল,এ‍্যাডঃআনোয়ারা বেগম,সহকারী পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আল মামুন,এ‍্যাডঃমেহেদী হাসান মিলন,এ‍্যাডঃহাফিজুর রহমান,এ‍্যাডঃমূরাদ,এ‍্যাডঃমনোয়ার,এ‍্যাডঃহাবীব আলামীন ফেরদৌস ও ব‍্যারিষ্টার হীমু প্রমুখ।