সাংবাদিকদের বেতন ৩০ হাজারের নিচে নামলে পত্রিকা বন্ধঃপ্রেসসচিব শফিকুল আলম

- Update Time : ০৫:১১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
- / ১৪৯ Time View
সিনিয়র ক্রাইম রিপোর্টার বাংলাদেশ ,ব্যূরো চীফ পঞ্চগড়ঃমোখলেছুর রহমান চৌধূরী:প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন,বাংলাদেশে সত্যিকার অর্থে শেখ হাসিনার আমলে কোন মিডিয়া ফ্রিডম ছিলনা।আপনাদের (উপস্থিত সাংবাদিক )হাত দিয়েই এই হাসিনাকে আমরা পুশ ব্যাক করেছি।বাংলাদেশে অকুতোভয় সাংবাদিক থাকলে সেটা হলো মাল্টিমিডিয়া সাংবাদিক এবং ফটো সাংবাদিক।এই আন্দোলনে তাদের অবদান স্বরনীয় হয়ে থাকবে।গত বুধবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধূরী হলে মাল্টিমিডিয়া রিপোটার্স আ্যাসোসিয়েশনে’র উদ্যােগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।শফিকুল আলম বলেন,আমরা চাই প্রত্যেক সাংবাদিক যেন ভালো বেতন পান।মিনিমাম যাতে একটা ফ্লোর থাকে দেশের সব সাংবাদিকদের জন্য একটা ফ্লোর বেতন থাকতে হবে।একটা মিনিমাম বেসিক থাকতে হবে।এটা 30 হাজার বা 40 হাজার ই হোক।এর নিচে নামা যাবেনা।এর নিচে যে দেবে সে পত্রিকা বন্ধ করে দেওয়া হবে।প্রধান উপদেষ্টার এই প্রেস সচিব বলেন,আমাদের খারাপ জার্নালিজম করার দরকার নেই।যারা খেটে সাংবাদিকতা করবেন তাদের ইন্টেলেকচুয়াল প্রোপার্টির রাইট দিতে হবে।তিনি বলেন,জার্নালিজম বাংলাদেশের ক্ষেত্রে একটা ব্লাড স্যাকিং ইন্ডাস্ট্রি হয়ে গেছে।সাংবাদিকদের রক্ত কিভাবে চুশে খাওয়া যায় সেটা করা হচ্ছে।বছরের পর বছর চাকুরী করে কোন বেতন দেওয়া হয়না।সাংবাদিকদের বেতন বাড়ানোর জন্য নতুন করে একটা মুভম্যান্ট করা উচিৎ।এসময় আলোচনা সভায় এনসিপির জৌষ্ঠ যুগ্ন মূখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ,ঢাকা ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম,বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিক কায়েম সহ আরো অনেক নেতারা উপস্থিত ছিলেন ।
I used to be recommended this blog through my cousin. I am now not certain whether or not this publish is written by means of him as nobody else recognize such targeted approximately my difficulty. You are wonderful! Thanks!