০৫:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

রাজশাহী জেলায় তানোরে বরেন্দ্র গভীর নলকূপে উৎকোচ বাবদ অতিরিক্ত নগদ অর্থ না দিলে মিলছে না সেচ

Reporter Name
  • Update Time : ১২:০০:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
  • / ১৭১ Time View

বিশেষ প্রতিনিধি, মোঃ নাসিরউদ্দিন: রাজশাহী বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের তানোর বরেন্দ্র উন্নয়ন বহুমুখী উন্নয়ন কতৃক গুড়ইল কৃষ্ণপুরর মৌজার জেল: ৭৯ ও দাগ নং: ৩৮৬ এ স্থাপিত গভীর নলকূপ এর অপারেটর আরিফুল ইসলামের বিরুদ্ধে চলতি আউশ ও বোরো চাষ মৌসুমে নিয়মিত সেচ না দেওয়ার অভিযোগ উঠেছে।

ওই গভীর নলকূপ স্কিমের কৃষক, আব্দুল্লাহ আল কাফি, রাকিব হসেন, আব্দুর রাজ্জাক, শফিকুল ইসলাম, রুহুল কাজী ও কাওছার আলী” গভীর নলকূপের অপারেটর আরিফুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ করে বলেন; ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমল থেকে ৩ নং পাচনদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি আরিফুল ইসলাম, টাকার প্রভাব খাটিয়ে গভীর নলকূপের অপারেটর নিয়োগ পেয়ে, প্রায় ৩শত বিঘা জমিতে সেচ দেয়ার লক্ষ্যে, বিঘা প্রতি ৫শত টাকা করে খরচ নিয়েছে। যাহার পরিমান প্রায় দেড় লক্ষ্য টাকা।

কৃষকগণ আরও অভিযোগ করে বলেন, প্রত্যেক কৃষক নিজ, নিজ সেচ কার্ড রিচার্জ করে জমিতে সেচ

নিচ্ছেন। কিন্তু অপারেটর; আরিফুল ইসলাম মোটা অংকের আর্থিক উৎকোচ নিয়ে কোনো সিরিয়াল মাইন্টেন না করে তার পছন্দের কৃষকদের জমিতে সেচ দিচ্ছেন।
খরচ বাবদ বিঘা প্রতি ৫শত টাকা দেওয়ার পরেও যে সকল কৃষক উৎকোচ বাবদ অতিরিক্ত নগদ অর্থ দিতে চাচ্ছে না, তাদের জমিতে সেচ না দেওয়ার কারণে জমি শুকিয়ে ফসল/ ধান মরে যাচ্ছে।

ক্ষতিগ্রস্ত কৃষকরা তানোর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন এবং নিয়মিত সেচ নিশ্চিত করে, চলতি আউশ ও বোরো মৌসুমীর চাষাবাদ সফল করার জন্য অনুরোধ জানিয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

2 thoughts on “রাজশাহী জেলায় তানোরে বরেন্দ্র গভীর নলকূপে উৎকোচ বাবদ অতিরিক্ত নগদ অর্থ না দিলে মিলছে না সেচ

Your email address will not be published. Required fields are marked *

thedailysarkar@gmail.com

About Author Information

রাজশাহী জেলায় তানোরে বরেন্দ্র গভীর নলকূপে উৎকোচ বাবদ অতিরিক্ত নগদ অর্থ না দিলে মিলছে না সেচ

Update Time : ১২:০০:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

বিশেষ প্রতিনিধি, মোঃ নাসিরউদ্দিন: রাজশাহী বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের তানোর বরেন্দ্র উন্নয়ন বহুমুখী উন্নয়ন কতৃক গুড়ইল কৃষ্ণপুরর মৌজার জেল: ৭৯ ও দাগ নং: ৩৮৬ এ স্থাপিত গভীর নলকূপ এর অপারেটর আরিফুল ইসলামের বিরুদ্ধে চলতি আউশ ও বোরো চাষ মৌসুমে নিয়মিত সেচ না দেওয়ার অভিযোগ উঠেছে।

ওই গভীর নলকূপ স্কিমের কৃষক, আব্দুল্লাহ আল কাফি, রাকিব হসেন, আব্দুর রাজ্জাক, শফিকুল ইসলাম, রুহুল কাজী ও কাওছার আলী” গভীর নলকূপের অপারেটর আরিফুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ করে বলেন; ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমল থেকে ৩ নং পাচনদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি আরিফুল ইসলাম, টাকার প্রভাব খাটিয়ে গভীর নলকূপের অপারেটর নিয়োগ পেয়ে, প্রায় ৩শত বিঘা জমিতে সেচ দেয়ার লক্ষ্যে, বিঘা প্রতি ৫শত টাকা করে খরচ নিয়েছে। যাহার পরিমান প্রায় দেড় লক্ষ্য টাকা।

কৃষকগণ আরও অভিযোগ করে বলেন, প্রত্যেক কৃষক নিজ, নিজ সেচ কার্ড রিচার্জ করে জমিতে সেচ

নিচ্ছেন। কিন্তু অপারেটর; আরিফুল ইসলাম মোটা অংকের আর্থিক উৎকোচ নিয়ে কোনো সিরিয়াল মাইন্টেন না করে তার পছন্দের কৃষকদের জমিতে সেচ দিচ্ছেন।
খরচ বাবদ বিঘা প্রতি ৫শত টাকা দেওয়ার পরেও যে সকল কৃষক উৎকোচ বাবদ অতিরিক্ত নগদ অর্থ দিতে চাচ্ছে না, তাদের জমিতে সেচ না দেওয়ার কারণে জমি শুকিয়ে ফসল/ ধান মরে যাচ্ছে।

ক্ষতিগ্রস্ত কৃষকরা তানোর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন এবং নিয়মিত সেচ নিশ্চিত করে, চলতি আউশ ও বোরো মৌসুমীর চাষাবাদ সফল করার জন্য অনুরোধ জানিয়েছেন।