০৫:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
বাংলাদেশের জাতীয় পতাকা

পঞ্চগড়ের জিরো পয়েন্ট বাংলা বান্ধায় সবচেয়ে উঁচুতে উড়বে বাংলাদেশের জাতীয় পতাকা

পঞ্চগড় জেলা প্রতিনিধি ,মোখলেছুর রহমান চৌধুরী
  • Update Time : ০৫:০৭:০১ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • / ২৩৯ Time View

পঞ্চগড় জেলা প্রতিনিধি,মোখলেছুর রহমান চৌধুরী: বাংলাদেশের সবচেয়ে উঁচুতে উড়বে বাংলাদেশের লাল সবুজের জাতীয় পতাকা।পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার উত্তর প্রান্ত সিমান্ত বর্ডার বাংলা বান্ধায়।আজ শনিবার (19 এপ্রিল)দুপুরে এই পতাকার ফ্লাগ স্ট‍্যান্ড নির্মান কাজের শুভ উদ্ভোধন করেছেন পঞ্চগড়ের এক মাত্র ভরসা সম্মানীত জেলা প্রশাসক মোঃসাবেত আলী মহোদ্বয়।স্থলবন্দর কার্যালয় ও ভারতীয় সীমান্ত রেখার মধ‍্যখানে ফ্লাগটি নির্মাণ হচ্ছে।দিনের 12 ঘন্টা উড়বে এই পতাকা উড়ানোর জন‍্য প্রযুক্তি ব‍্যাবহার করা হবে।এসময় বিশেষ উপস্থিত ছিলেন অত্র তেতুলিয়া উপজেলার নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু,জেলা জায়াতে ইসলামী আমির অধ‍্যাপক মাওলানা ইকবাল হোসাইন,উপজেলা বিএনপির সদস‍্য সচীব রেজাউল করীম,শাহীন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ বাংলা বান্ধা স্থল বন্দরের কর্মকর্তা কর্মচারীও গনমাধ‍্যম এবং স্থানীয় গনমান‍্য ব‍্যাক্তি বর্গ।প্রধান অথিতির

বক্তব‍্যে ডিসি বলেন,বাংলাদেশের প্রবেশদ্বার বাংলাবান্ধা জিরোপয়েন্টের অপর প্রান্তে,ভারতে উচু স্ট‍্যান্ডে তাদের পতাকা সার্বক্ষণিক উড়তে থাকে।যেহেতু আমাদের এখানে কোন উঁচু ফ্লাগ স্ট‍্যান্ড নেই,তাই আমরা এ উদ‍্যেগ নিয়েছি,বিশেষ করে দীর্ঘদিন ধরে তরুনদের একটি দ্বাবী ছিল।

ভারতের মত আমাদের বাংলাদেশের শেষ প্রান্তেও যেন একটি উঁচু ফ্লাগ স্ট‍্যান্ড জরুরী স্থাপন করে বাংলাদেশেও জাতীয় পতাকা উড়ানো হয়।তাই বর্তমান তরুন প্রজন্মের প্রানের দ্বাবী ছিল ভারতের মত আমাদের বাংলাদেশ প্রান্তেও যেন একটি উঁচু পতাকা স্ট‍্যান্ড স্থাপন করে জাতীয় পতাকা উড়ানো হয়।তাই জেলা প্রশাসক সাবেত আলী মহোদ্বয় অত‍্যান্ত দক্ষতার সাথে নিজের নির্বাহী ক্ষমতায় তরুনদের প্রানের দ্বাবী বাস্তবায়নে প্রকল্পটি নিয়ে আর্কিটেকচারের মাধ‍্যমে ফ্লাগস্টানটির উচ্চতা হবে প্রায় 140 ফুট যা সমগ্র বাংলাদেশের মধ‍্যে সবচেয়ে উঁচু ফ্লাগস্ট‍্যান্ড এ স্টান্ডে প্রযুক্তির সহযোগিতায় 24 ঘন্টা পতাকটি উড়ব।আমরা পঞ্চগড় বাসী আশা করছি 20 দিনের মধ‍্যে সমস্ত কাজ সম্পর্ন হবে।পতাকা স্ট‍্যান্ট টি স্থাপন করায় প্রান ভরে খুশি হয়েছেন সমগ্র পঞ্চগড় বাসী।

Tag :

Please Share This Post in Your Social Media

Your email address will not be published. Required fields are marked *

thedailysarkar@gmail.com

About Author Information

বাংলাদেশের জাতীয় পতাকা

পঞ্চগড়ের জিরো পয়েন্ট বাংলা বান্ধায় সবচেয়ে উঁচুতে উড়বে বাংলাদেশের জাতীয় পতাকা

Update Time : ০৫:০৭:০১ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

পঞ্চগড় জেলা প্রতিনিধি,মোখলেছুর রহমান চৌধুরী: বাংলাদেশের সবচেয়ে উঁচুতে উড়বে বাংলাদেশের লাল সবুজের জাতীয় পতাকা।পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার উত্তর প্রান্ত সিমান্ত বর্ডার বাংলা বান্ধায়।আজ শনিবার (19 এপ্রিল)দুপুরে এই পতাকার ফ্লাগ স্ট‍্যান্ড নির্মান কাজের শুভ উদ্ভোধন করেছেন পঞ্চগড়ের এক মাত্র ভরসা সম্মানীত জেলা প্রশাসক মোঃসাবেত আলী মহোদ্বয়।স্থলবন্দর কার্যালয় ও ভারতীয় সীমান্ত রেখার মধ‍্যখানে ফ্লাগটি নির্মাণ হচ্ছে।দিনের 12 ঘন্টা উড়বে এই পতাকা উড়ানোর জন‍্য প্রযুক্তি ব‍্যাবহার করা হবে।এসময় বিশেষ উপস্থিত ছিলেন অত্র তেতুলিয়া উপজেলার নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু,জেলা জায়াতে ইসলামী আমির অধ‍্যাপক মাওলানা ইকবাল হোসাইন,উপজেলা বিএনপির সদস‍্য সচীব রেজাউল করীম,শাহীন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ বাংলা বান্ধা স্থল বন্দরের কর্মকর্তা কর্মচারীও গনমাধ‍্যম এবং স্থানীয় গনমান‍্য ব‍্যাক্তি বর্গ।প্রধান অথিতির

বক্তব‍্যে ডিসি বলেন,বাংলাদেশের প্রবেশদ্বার বাংলাবান্ধা জিরোপয়েন্টের অপর প্রান্তে,ভারতে উচু স্ট‍্যান্ডে তাদের পতাকা সার্বক্ষণিক উড়তে থাকে।যেহেতু আমাদের এখানে কোন উঁচু ফ্লাগ স্ট‍্যান্ড নেই,তাই আমরা এ উদ‍্যেগ নিয়েছি,বিশেষ করে দীর্ঘদিন ধরে তরুনদের একটি দ্বাবী ছিল।

ভারতের মত আমাদের বাংলাদেশের শেষ প্রান্তেও যেন একটি উঁচু ফ্লাগ স্ট‍্যান্ড জরুরী স্থাপন করে বাংলাদেশেও জাতীয় পতাকা উড়ানো হয়।তাই বর্তমান তরুন প্রজন্মের প্রানের দ্বাবী ছিল ভারতের মত আমাদের বাংলাদেশ প্রান্তেও যেন একটি উঁচু পতাকা স্ট‍্যান্ড স্থাপন করে জাতীয় পতাকা উড়ানো হয়।তাই জেলা প্রশাসক সাবেত আলী মহোদ্বয় অত‍্যান্ত দক্ষতার সাথে নিজের নির্বাহী ক্ষমতায় তরুনদের প্রানের দ্বাবী বাস্তবায়নে প্রকল্পটি নিয়ে আর্কিটেকচারের মাধ‍্যমে ফ্লাগস্টানটির উচ্চতা হবে প্রায় 140 ফুট যা সমগ্র বাংলাদেশের মধ‍্যে সবচেয়ে উঁচু ফ্লাগস্ট‍্যান্ড এ স্টান্ডে প্রযুক্তির সহযোগিতায় 24 ঘন্টা পতাকটি উড়ব।আমরা পঞ্চগড় বাসী আশা করছি 20 দিনের মধ‍্যে সমস্ত কাজ সম্পর্ন হবে।পতাকা স্ট‍্যান্ট টি স্থাপন করায় প্রান ভরে খুশি হয়েছেন সমগ্র পঞ্চগড় বাসী।