০১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

নরসিংদী মাধবদীতে ৬০ কেজি গাঁজাসহ পিকআপ ভ্যান জব্দ, গ্রেপ্তার ১

Reporter Name
  • Update Time : ০১:১৯:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • / ৯১ Time View
রেজাউল করিম, জেলা প্রতিনিধি নরসিংদী: মাধবদী (নরসিংদী), ১০ জুলাই ২০২৫: নরসিংদীর মাধবদী থানা পুলিশ এক সাঁড়াশি মাদকবিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজাসহ একটি পিকআপ ভ্যান জব্দ করেছে। বৃহস্পতিবার (১০ জুলাই) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে গাঁজা পাচারের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাধবদী থানার একটি চৌকস আভিযানিক দল বৃহস্পতিবার ভোর ৪টা ৩০ মিনিটে মাধবদী থানাধীন খনমর্দী সাকিনস্থ বায়তুল আমান জামে মসজিদের পশ্চিম পাশে পাকা রাস্তার উপর অভিযান চালায়। এ সময় একটি সন্দেহজনক নীল-হলুদ রঙের ১.৫ টনি পিকআপ ভ্যান (রেজিঃ নং-ঢাকা মেট্রো-ন-১৬-৯৮৪৭) থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে পিকআপ ভ্যানের বডির নিচে একটি গোপন চেম্বারের ভেতর অভিনব কায়দায় লুকানো অবস্থায় মোট ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে গাঁজা পাচারের অভিযোগে গাড়ির চালককে গ্রেপ্তার করে পুলিশ। তবে তার পরিচয় এখনও জানা যায়নি।
মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে এই অভিযানে অংশ নেন এসআই মোহাম্মদ আল আমিন, এসআই মোঃ জসিম উদ্দিন এবং এএসআই মোঃ সাজ্জাদ হোসেন।
মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Tag :

Please Share This Post in Your Social Media

Your email address will not be published. Required fields are marked *

thedailysarkar@gmail.com

About Author Information

নরসিংদী মাধবদীতে ৬০ কেজি গাঁজাসহ পিকআপ ভ্যান জব্দ, গ্রেপ্তার ১

Update Time : ০১:১৯:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
রেজাউল করিম, জেলা প্রতিনিধি নরসিংদী: মাধবদী (নরসিংদী), ১০ জুলাই ২০২৫: নরসিংদীর মাধবদী থানা পুলিশ এক সাঁড়াশি মাদকবিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজাসহ একটি পিকআপ ভ্যান জব্দ করেছে। বৃহস্পতিবার (১০ জুলাই) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে গাঁজা পাচারের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাধবদী থানার একটি চৌকস আভিযানিক দল বৃহস্পতিবার ভোর ৪টা ৩০ মিনিটে মাধবদী থানাধীন খনমর্দী সাকিনস্থ বায়তুল আমান জামে মসজিদের পশ্চিম পাশে পাকা রাস্তার উপর অভিযান চালায়। এ সময় একটি সন্দেহজনক নীল-হলুদ রঙের ১.৫ টনি পিকআপ ভ্যান (রেজিঃ নং-ঢাকা মেট্রো-ন-১৬-৯৮৪৭) থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে পিকআপ ভ্যানের বডির নিচে একটি গোপন চেম্বারের ভেতর অভিনব কায়দায় লুকানো অবস্থায় মোট ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে গাঁজা পাচারের অভিযোগে গাড়ির চালককে গ্রেপ্তার করে পুলিশ। তবে তার পরিচয় এখনও জানা যায়নি।
মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে এই অভিযানে অংশ নেন এসআই মোহাম্মদ আল আমিন, এসআই মোঃ জসিম উদ্দিন এবং এএসআই মোঃ সাজ্জাদ হোসেন।
মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।