০৫:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নরসিংদী ডায়াবেটিস সমিতির ৩০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রেজাউল করিম
- Update Time : ০৩:৫৮:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
- / ১৩২ Time View
রেজাউল করিম, জেলা প্রতিনিধি নরসিংদী:নরসিংদী ডায়াবেটিস সমিতির ৩০তম বার্ষিক সাধারণ সভা ১২ এপ্রিল ২০২৫, শনিবারসকাল ১০:৩০ মিনিটে নরসিংদী ডায়াবেটিস হাসপাতাল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে উৎসবমুখর পরিবেশে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, যিনি একইসাথে সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান এবং সিভিল সার্জন ডাঃ সৈয়দ মোঃ আমিরুল হক। সভা সঞ্চালনা করেন মোঃ নুরুল আমিন, সাধারণ সম্পাদক, নরসিংদী ডায়াবেটিস সমিতি।
সভায় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল মাস্টার (সিনিয়র যুগ্ম আহ্বায়ক, নরসিংদী জেলা বিএনপি), মনজুর এলাহী (সদস্য সচিব, নরসিংদী জেলা বিএনপি), যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ, আমিনুল হক বাচ্চু, কবিরুল ইসলাম বাবুল, আবু ছালে চৌধুরী, ফারুক উদ্দিন ভূঁইয়া সহ সমিতির আজীবন সদস্য, দাতা সদস্য ও সর্বস্তরের সদস্যবৃন্দ।
সাধারণ সম্পাদক মোঃ নুরুল আমিন সমিতির বাৎসরিক বাজেট ও অডিট প্রতিবেদন উপস্থাপন করেন, যা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।অনুষ্ঠানটি এক আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।
Tag :
http://atora.ru/blogs/interesnye-statyi/foo-fighters-energiya-roka-i-dukh-nezavisimosti1.php
That is the suitable blog for anybody who desires to search out out about this topic. You notice a lot its virtually exhausting to argue with you (not that I truly would need…HaHa). You definitely put a new spin on a topic thats been written about for years. Great stuff, just nice!