দুলালপুর মোড়ে মোবাইল কোর্ট পরিচালনা
নরসিংদী জেলার শিবপুর উপজেলার দুলালপুর মোড় ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইনে মোবাইল কোর্ট পরিচালনা

- Update Time : ০২:৪৯:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
- / ২৬৮ Time View
ফেসবুক: https://www.facebook.com/BangladeshNezameislamparty
ইউটিউব:www.youtube.com/@bangladeshnezameislamparty
আবুনাঈমরিপন : নরসিংদী জেলার শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়ন এর দুলালপুর মোড়ে ২৮ইং এপ্রিল সোমবার.দুপুরে মো: আব্দুর রহিম সহকারি কমিশনার ভূমি ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, শিবপুর, নরসিংদী এর নেতৃত্বে শিবপুর দুলালপুর মোড় (চৌরাস্তা) বাজারে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন-২০০৫ ও সংশোধিত-২০১৩ এর উপর মোবাইল কোর্ট পরিচালিত হয়। কোর্ট পরিচালনাকালে মো: রনি (৩৮) পিতা মৃত রুহুল আমিন গ্রাম দুলালপুর এর
কনফেকশনারী দোকানে ধুমপানের বিজ্ঞাপন প্রদর্শিত অবস্থায় পান যাহা ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন ২০০৫ ও সংশোধিত-২০১৩ ৫(৪) ধারার পরিপন্থি কাজ বিধায় উক্ত আইনের ৫(৪) ধারার অপরাধে কোর্ট তাকে ৩০০ টাকা অর্থ দন্ডে দন্ডিত করেন এবং দন্ডের জরিমানা তাৎক্ষণিক আদায় করা হয়। উক্ত কোর্টে প্রসিকিউটিং অফিসার ছিলেন মো: নুরুল ইসলাম, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তা, ধুমপান আইন বাস্তবায়ন, শিবপুর, নরসিংদী অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবপুর মডেল থানার পুলিশ প্রশাসন ও বেঞ্চ সহকারি, উপজেলা ভূমি অফিস শিবপুর, নরসিংদী। প্রশাসনিক সূত্রে জানা যায়, এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
Awesome https://is.gd/N1ikS2