১১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নরসিংদীর পলাশে চোর সন্দেহে একজনকে পেটানোকে ঘিরে দুই গ্রুপের সংঘর্ষে দুই যুবক নিহত

Reporter Name
- Update Time : ০৩:৫২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
- / ১৯৭ Time View
https://youtu.be/pj4bRW_6jy0?t=2
নরসিংদী সংবাদদাতা :নরসিংদীর পলাশে চোর সন্দেহে একজনকে পেটানোকে ঘিরে দুই গ্রুপের সংঘর্ষে দুই যুবক নিহত
হয়েছেন। নিহতরা হলেন উপজেলার করতেতৈল গ্রামের আশ্রাফ উদ্দিনের ছেলে সাকিব মিয়া (২০) ও একই এলাকার রাকিব মিয়া (২৬)।
সোমবার (৪ মার্চ) দিবাগত রাত ১০টার দিকে পলাশের ভাগদী এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ভাগদী এলাকায় সোমবার সকালে চোর সন্দেহে করতেতৈল এলাকার হিমেল নামে এক যুবককে পেটায় স্থানীয় একটি মহল। তার সূত্র ধরেই সন্ধ্যার পর করতেতৈল গ্রামের একটি পক্ষ এবং বাগদী গ্রামের আরেকটি পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
এ সময় করতেতৈল গ্রামের সাকিবকে গুরুতর আহত অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে এবং একই গ্রুপের রাকিব নামে আরেক যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। নিহতদের শরীর ধারালো অস্ত্রের আঘাত ছিল বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান। ঘটনার ছায়া তদন্ত চলছে। তদন্ত শেষে বলা যাবে, আসলে কী নিয়ে সংঘর্ষ হয়েছে।
Tag :