দুই মাসের শিশু রেখে গৃহবধুর আত্মহত্যা

- Update Time : ০৪:৪৬:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
- / ১৪২ Time View
Sonali Shop – online shop in Bangladesh
এস এম রফিক , স্টাফ রিপোর্টার সাভার :আছিয়া বেগম (২১) নামে গৃহবধূর মৃত্যুর হয়েছে। পরিবারের পক্ষ থেকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে সভার মডেল থানার পুলিশ মৃতার স্বামী মিলন কে আটক করেছেন।
বৃহস্পতিবার ১১টার দিকে স্বজনরা গৃহবধূ আছিয়া কে অচেতন অবস্থায় শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। আছিয়া এবং মিলন যে বাড়িতে থাকতেন সেই বাড়িটি বাড়া কূত সাভার বিরুলিয়া মোস্তাপাড়া ফুল মার্কেট শারজাহানের বাড়ি বলে পরিচিত মৃত্যু আছিয়া বেগমের (২) মাসে শিশু আছে কে বা কারা।
এই শিশুটি দায়িত্ব নিবে তা এখন নিশ্চয়তা হয় নাই বলে জানিয়েছেন এই এলাকায় বাসি তবে দীর্ঘদিন যাবত আছিয়া বেগম কে শারীরিক মানসিকভাবে নির্যাতন করতে বলে জানিয়েছেন এলাকাবাসী এবং কি মিলনের ভাগ্নি নিজে। পুলিশ কে জানান এই বিষয়ে তৎক্ষণিক ঘাতক মিলকে পুলিশ আটক করে সাভার মডেল থানার একটি অভিযোগ দায়ের করে তার বিরুদ্ধে এই বিষয়ে ওসি মোহাম্মদ জুয়েল মিয়া মূত আছিয়া বাবাকে শান্তনা দেয় এবং সুস্থ বিচারের আশ্বাস দেন তিনি মতূ আছিয়া দেশের বাড়ি দাং পাকুরতিয়া পোস্ট অফিস ঝুনঝুনিয়া থানা টুংগীপাড়া জেলা গোপালগঞ্জ ।