০২:০৬ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝালকাঠির রাজাপুরে জাকের পার্টির র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
Reporter Name
- Update Time : ০৪:০১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
- / ৮২ Time View

আমিনুল ইসলাম ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে জাকের পার্টির উদ্যোগে শুক্রবার বিকেলে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৯ নভেম্বর রাজধানীর সরোওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য মহাসমাবেশ সফল করতে সারাদেশে দাওয়াতী জনসভা ও প্রচার কার্যক্রমের অংশ হিসেবে শুক্রবার বিকেলে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি রাজাপুর পাইলট স্কুল চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা বলেন, মাননীয় চেয়ারম্যান ও সিনিয়র ভাইস চেয়ারম্যান মহোদয়ের নির্দেশে আগামী ২৯ নভেম্বর রাজধানীর সরোওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য মহাসমাবেশ সফল করতে সারাদেশে দাওয়াতী জনসভা ও প্রচার কার্যক্রম চলমান রয়েছে। এর অংশ হিসেবে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় আজকের এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা আরও বলেন, জাকের পার্টির আদর্শ মানুষের অন্তরে ভালোবাসা, ঐক্য ও শান্তির বার্তা ছড়িয়ে দিচ্ছে। দেশের উন্নয়ন ও ধর্মীয় মূল্যবোধ সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের মিশন প্রধান ঝালকাঠি জেলা জাকের পার্টির সভাপতি আলহাজ্ব মাওলানা আবু বকর সিদ্দিক। প্রধান বক্তা ছিলেন ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর-নলছিটি) আসনের মিশন প্রধান জাকের পার্টির বরিশাল বিভাগীয় সাধারণ সম্পাদক মোঃ ফারুক আহমেদ। রাজাপুর উপজেলা জাকের পার্টির সভাপতি

মোঃ মাইদুল ইসলাম মনিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী মিশন প্রধান মোঃ জাকির হোসেন, মোঃ মারুফ হাসান মাসুম, মোঃ কামরুল হাওলাদার প্রমুখ। সমাবেশে খলিলুর রহমান নয়ন, এস.এম জালাল উদ্দিন, দুলাল খলিফা, নাসির হাওলাদার, সৈকত হোসেন, শহিদ খান, নান্না হাওলাদার, মিলন তালুকদার, মামুন কাজী, নাঈম খান, কে.এম সুমন, আব্দুস সাত্তার, তোফাজ্জল হোসেন, মেহেদি হাসান, মিলন খান, শাহারিয়া সীমান্ত, লুৎফর রহমানসহ বিভাগ, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Tag :





























