চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুতায়িত হয়ে মা-মেয়ের নিহত

- Update Time : ১২:৫৭:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
- / ৩৪ Time View
মোঃ জালাল উদ্দীন,চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিদ্যুতায়িত হয়ে মা ও মেয়ে নিহত হয়েছে। বুধবার ভোরে নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের দক্ষিনপাড়ায় এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নেজামপুর দক্ষিনপাড়ার আলমগীরের স্ত্রী হাওয়া বেগম (৪২) ও মেয়ে আয়েশা খাতুন (২০)।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, আলমগীরের বাড়িতে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দেওয়া ছিলো। ভোর সাড়ে ৫টার দিকে ওই অটোরিকশায় থাকা একটি ব্যাগ নিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে পড়েন হওয়া বেগম, তাকে পড়ে যেতে দেখে বাঁচাতে গিয়ে তার মেয়ে আয়েশা বেগমও বিদ্যুতায়িত হয়ে পড়েন। ঘটনাস্থলেই তারা নিহত হয়।
পরে পরিবারের স্বজনরা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌচ্ছে মরদেহ উদ্ধার ও প্রয়োজনীয় আইনী পদক্ষেপ নিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
মোহাঃ জালাল উদ্দীন
চাঁপাইনবাবগঞ্জ
=============================================================================
শিবগঞ্জে ১০০ টাকার ‘অচল নোট’ নিয়ে দ্বন্দ্বে প্রাণ গেলো মুদি দোকানির
মোঃ জালাল উদ্দীন,চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১০০ টাকা নিয়ে বাগবিতণ্ডায় জড়িয়ে বাবুল হোসেন (৫৫) নামে এক মুদি দোকানি খুন হয়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ৯টার দিকে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত বাবুল হোসেন শিবগঞ্জ পৌর এলাকার জালমাছমারি মহল্লার মৃত ইলিয়াস উদ্দিনের ছেলে। তিনি ইসরাইল মোড় এলাকায় মুদি ব্যবসা করেন। বাবুলের ভাই নজরুল ইসলাম বলেন, ২১ আগস্ট সকাল ৮টার দিকে বাবুল হোসেনের দোকান থেকে বিকাশে টাকা উত্তোলন করে নিয়ে যান পৌর এলাকার বড় চক এলাকার গুমানের ছেলে আসাদুল। পরে বেলা সাড়ে ১১টার দিকে একটি ১০০ টাকার নোট নষ্ট বলে ফেরত দিতে আসেন আসাদুল। এসময় তাদের দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে ১৫-২০ জন সন্ত্রাসী ডেকে বাবুল হোসের ওপর হামলা করেন আসাদুল। এতে গুরুতর আহত হন বাবুল হোসেন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। মঙ্গলবার রাত ৯টার দিকে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ১০০ টাকার জন্য আমার ভাইয়ের প্রাণটায় চলে গেলো। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, আইনি প্রক্রিয়া চলমান রয়েছে