০৪:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চরফ্যাসনে সাংবাদিক নির্যাতনের প্রাদূর্ভাব বেড়েছে।

মোঃ আবুল কাশেম, জেলা প্রতিনিধি,
- Update Time : ১২:২২:২২ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
- / ১৮৫ Time View
মোঃ আবুল কাশেম, জেলা প্রতিনিধি, দৈনিক সরকার : ভোলার চরফ্যাসনের সাংবাদিকদের উপর সন্ত্রাসী, দুষ্কৃতিকারী, চাখুগুমাধস ও এপিজিপির হামলার জন্য হামলাকারীরা সাংবাদিক নামক এক ধরনের ব্যক্তির কাছ থেকেই উস্কানী ও প্ররোচনা পায়। আবার হামলা ও নির্যাতনকারীরা সাংবাদিকদেরকেই গালিগালাজ করে। এজন্য জাতির বিবেক ও রাষ্ট্রের তৃতীয় ভিত্তি সাংবাদিকদের উপর নিন্দনীয় হামলা-নির্যাতন ও গালিগালাজ এড়াতে চরফ্যাসনের সাংবাদিকদেরকেই আগে দায়িত্বশীল হতে হবে। দায়িত্বশীল সাংবাদিকতার দ্বারা কোন সাংবাদিকতাই গবাদি, ঘৃনিত, উদাসীন, বলদীয়, নিন্দনীয়, নেতিবাচক, অসন্মানজনক, অপমানজনক, কু-সমালোচক, প্রতিহিংসাপরায়ন, পরশ্রীকাতরাতাযুক্ত ও কর্তব্যজ্ঞানবিচ্ছিন্নতামূলক সাংবাদিকতা হতে পারে না। তবে কোন সাংবাদিকতাই আইনহীন সাংবাদিকতা হওয়া উচিত নয়। আইনহীন সাংবাদিকতার কারনে সাংবাদিক ঐক্য বিনষ্ট হয়। চরফ্যাসনে ঘটে যাওয়া এ যাবত কালের সাংবাদিক নির্যাতনগুলোকে পর্যবেক্ষণ করে দেখা গেছে যে, বিনষ্ট ঐক্যের ভিতর দিয়েই চরফ্যাসনে কারো না কারোর দ্বারা সাংবাদিকের উপর বহিরাগত নির্যাতন প্রবেশ করেছে। নিজেদের মধ্যে শক্রতায়- সাংবাদিকরা নৃশংস হামলা মামলার শিকার হয়— এমন ক্ষেত্রে চরফ্যাসনের পুলিশ কি ভূমিকা নিতে পারে? চরফ্যাসনের অনেক সাংবাদিক নির্যাতনের ঘটনায় পুলিশ ও প্রশাসন নীরব থেকে মজা পেয়েছে। মজা পাওয়ার পেছনের যুক্তি হলো সাংবাদিক অনেক সময় প্রশাসন ও পুলিশের বিপক্ষে লিখেছে। সেই প্রশাসন ও পুলিশ সাংবাদিকের ঐ লেখাকে মেনে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সৎ সাহস রাখে না। তাই যখন কোন না কোন অন্যায়ের দ্বারা সাংবাদিক আক্রান্ত হয় তখন পুলিশ ও প্রশাসন নীরব থেকে মজা গ্রহণ করে। এতে চরফ্যাসন উপজেলা সাংবাদিক নির্যাতনের অভয়ারণ্যে পরিনত হয়েছে। সাংবাদিকের উপর হামলা ও নির্যাতন যেমনভাবে নিন্দনীয় ঠিক তেমনভাবেই কোন সাংবাদিকতাই গবাদি, ঘৃনিত, উদাসীন, বলদীয়, নিন্দনীয়, নেতিবাচক, অসন্মানজনক, অপমানজনক, কু-সমালোচক, প্রতিহিংসাপরায়ন, পরশ্রীকাতরাতাযুক্ত ও কর্তব্যজ্ঞানবিচ্ছিন্নতামূলক সাংবাদিকতার বিশেষণ হতে পারে না। চরফ্যাসন উপজেলায় এমন কোন মাটি নেই যেখানে সাংবাদিক প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে নির্যাতনের মুখে পারে নাই। তাই চরফ্যাসনে ঐক্যবদ্ধ জ্ঞান, উন্নত বিদ্যা নির্ভর সাংবাদিকতা দিয়ে যে কোন সাংবাদিক দূর্যোগকে মোকাবেলা করা উচিত। তাতে চরফ্যাসনের সাংবাদিক নির্যাতন বন্ধ হতে পারে।
Tag :
I will immediately grab your rss feed as I can not in finding your e-mail subscription hyperlink or newsletter service. Do you have any? Kindly let me realize so that I may subscribe. Thanks.