কক্সবাজারে গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে দুই দিনব্যাপী ট্যুরিজম এন্ড ফিল্ম ফ্যাস্টিভ্যাল অনুষ্ঠিত
- Update Time : ১২:০৯:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
- / ৩৭৭ Time View
ফেসবুক: https://www.facebook.com/BangladeshNezameislamparty
ইউটিউব:www.youtube.com/@bangladeshnezameislamparty
গত ২ ও ৩ মে কক্সবাজার কলাতলি ওস্তাদ জাহাঙ্গীর রিসোর্ট মিলনায়তনে গ্লোবাল এভিয়েশন অ্যান্ড টুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন এর উদ্যোগে পর্যটন শিল্পের উন্নয়নে মিডিয়ার ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও দুই দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে “ট্যুরিজম অ্যান্ড ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি, বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক মোঃ লুৎফর রহমান কাজল। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব জামিউর রহমান লেমন, কিংবদন্তী চিত্র নায়িকা রোজিনা, ওয়ার্ল্ড ট্রাভেলার্স ক্লাবের প্রেসিডেন্ট তৌহিদা সুলতানা রুনু, ফিল্ম স্টার ক্লাব এর চেয়ারম্যান চিত্রনায়ক ওস্তাদ জাহাঙ্গীর আলম, কক্সবাজার হোটেল রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খান,কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স এসোসিয়েশন এর সভাপতি
https://www.facebook.com/obaidul1991
এম এ মোতালেব শরীফ, চিত্রনায়িকা মাসুকা নাসরিন রাকা, ইউএস-বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার মোঃ কামরুল ইসলাম, বিমান বাংলাদেশ এয়ার লাইনস এর ডিজিএম (পিআরডি এন্ড লিগ্যাল এ্যাফেয়ার্স) আল মাসুদ খান। স্বাগত বক্তব্য রাখেন গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মজনু, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফিজ রহমান, সঞ্চালনা করবেন সাংবাদিক ও মানবাধিকার ব্যক্তিত্ব মোঃ মঞ্জুর হোসেন ঈসা। সভাপতিত্ব করবেন গ্লোবাল এভিয়েশন অ্যান্ড টুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন এর মহাসচিব সালাম মাহমুদ। ফ্যাস্টিভ্যালের শুরুতে বাংলাদেশের প্রথম পর্যটনভিত্তিক চলচ্চিত্র জামিউর রহমান লেমন পরিচালিত ‘ভিজিট বাংলাদেশ’ চলচ্চিত্র প্রদর্শিত হয়। ফ্যাস্টিভ্যালের দ্বিতীয় দিন লড়াকু, সুন্দরি মিস বাংলাদেশ, মাস্টার সামুরাই, ফুলের মত বউ, চাঁদের আলোসহ বেশ কিছু চলচ্চিত্র প্রদর্শন করা হয়।(প্রেস বিজ্ঞপ্তি )


























https://shorturl.fm/A5ni8
https://shorturl.fm/N6nl1
https://shorturl.fm/oYjg5
https://shorturl.fm/FIJkD
https://shorturl.fm/9fnIC
https://shorturl.fm/XIZGD