০৯:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

উত্তরায় স্কুলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত ; রাষ্ট্রীয় শোক ঘোষণা

Reporter Name
  • Update Time : ১১:৩৩:০৮ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • / ৯৫ Time View

সরকার ডেস্ক: ঢাকার উত্তরার দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে, আহত ও দগ্ধ হয়েছে শতাধিক, যাদের বেশিরভাগই শিশু শিক্ষার্থী। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। সোমবার দুপুরে স্কুল চলাকালে বিমানটি বিধ্বস্ত হয়।

রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আগামীকাল মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।

সরাসরি কভারেজ

  • ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২০ জন নিহত এবং প্রায় দেড়শ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৭ জনই শিশু বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বাস্থ্য মন্ত্রণালয়) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। বিমানটির পাইলটও মারা গেছেন।
  • নিহতদের মধ্যে সাত জনের মরদেহ শনাক্ত করা যায়নি। তাদের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করা হবে বলে জানিয়েছে সরকার।
  • বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এদিন দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
  • আহতদের মধ্যে বর্তমানে ৮৮ জন হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাদের মধ্যে ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ডা. রহমান।
  • স্কুলের শিক্ষার্থীদের মধ্যে এখনও অনেকের খোঁজ পায়নি পরিবার। সন্তানের ছবি হাতে হাসপাতাল থেকে হাসপাতালে ছুটছেন স্বজনরা।
  • শনাক্ত হলে মৃতদেহ অতিসত্বর পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
  • উড্ডয়নের পর প্রশিক্ষণ বিমানটি যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয় বলে দাবি করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
  • প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনাটি কীভাবে ঘটলো, সরকার সেটি খতিয়ে দেখবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বিমান বাহিনীর পক্ষ থেকে ইতোমধ্যে একটি “উচ্চ পর্যায়ের” তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।
  • ভারতের উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতির কাছে পাঠানো পদত্যাগ পত্রে তিনি লিখেছেন, স্বাস্থ্যগত কারণে ও চিকিৎসকদের পরামর্শে তিনি পদত্যাগ করছেন।
  • জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে ঘিরে গোপালগঞ্জের নিহত তিন জনের মরদেহ আদালতের নির্দেশে ময়না তদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. আবু সাঈদ।

  1. নিহতদের মধ্যে ১৭ জনই শিশু: ডা. সায়েদুর রহমান

    উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের মধ্যে ১৭ জনই শিশু বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বাস্থ্য মন্ত্রণালয়) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

    এর মধ্যে সাত জনের মরদেহ শনাক্ত করা যায়নি। তাদের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা লাগবে বলেও জানিয়েছেন তিনি।

    সোমবার রাত সাড়ে আটটার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ব্রিফিং করেন ডা. রহমান।

    আহতদের মধ্যে বর্তমানে ৮৮ জন হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাদের মধ্যে ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান ডা. রহমান।

  2. ভারতের উপ-রাষ্ট্রপতির পদত্যাগ

    ভারতের উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতির কাছে পাঠানো পদত্যাগ পত্রে তিনি লিখেছেন, স্বাস্থ্যগত কারণে ও চিকিৎসকদের পরামর্শে তিনি পদত্যাগ করছেন।

    ২০২২ সালের সাতই অগাস্ট ভারতের উপ-রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রার্থী জগদীপ ধনখড়। এর আগে তিনি একসময় পশ্চিমবঙ্গের গর্ভনর হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন।

    গত মার্চ মাসে হৃদরোগ জনিত কারণে অসুস্থ হয়ে দিল্লির হাসপাতালে ভর্তি হয়েছিলেন মি. খনখড়।

    জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বার্ন ইনস্টিটিউটে আহতে দেখতে যান।
    ছবির ক্যাপশান,জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বার্ন ইনস্টিটিউটে আহতদের দেখতে যান। সে সময় সেখানে তার সঙ্গে দলটির নেতা-কর্মীদের বড় ধরনের ভিড় তৈরি হয়।

    ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আহতদের বেশিরভাগের অবস্থা ‘ক্রিটিক্যাল’ বা গুরুতর বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক মো. নাসিরউদ্দিন।

    তবে কয়েকজন উপদেষ্টা ও রাজনীতিকরা পরিদর্শনে গেলে হাসপাতালটির ভেতরে-বাইরে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।

    আজ দুপুরের পর আহতদের হাসপাতালে ভর্তি করার পর থেকে সরকারের কয়েকজন উপদেষ্টা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতারা একের পর এক হাসপাতালটিতে চিকিৎসাধীন আহতদের দেখতে যান।

    তাদের প্রটোকল এবং তাদের সঙ্গে থাকা লোকজনের ভিড়ে হাসপাতালের ভেতরে- বাইরে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়।

    সে সময় সেখানে উপস্থিত অনেককে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।

    এছাড়া আহতদের স্বজন ও উৎসুকদের ভিড় সামলাতেও হিমশিম খেতে হয় হাসপাতালটির নিরাপত্তা কর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।

    বার্ন ইউনিটের জরুরি বিভাগে আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত ৫১ জন ভর্তি হয়েছেন।

    গুরুতর আহতদের অনেকের জন্য রক্তের প্রয়োজন হচ্ছে। রক্ত দানের জন্য স্বেচ্ছ্বাসেবী অনেক সংগঠন রক্ত দানের জন্য আহ্বান জানাচ্ছে।

    তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে যে, এ মুহূর্তে রক্তের প্রয়োজন নেই। তবে যারা রক্ত দিতে ইচ্ছুক, তাদের নিবন্ধন করার আহ্বান জানানো হয়েছে। রক্তের প্রয়োজন হলে তাদের সাথে যোগাযোগ করা হবে।

    সন্তানদের ছবি নিয়ে অনেকে হাসপাতালে হাসপাতালে ঘুরছেন

    ছবির উৎস,Getty Images

    ছবির ক্যাপশান,সন্তানদের ছবি নিয়ে অনেকে হাসপাতালে হাসপাতালে ঘুরছেন

    উত্তরা আধুনিক মেডিকেল হাসপাতাল থেকে বিবিসির সাংবাদিক মুকিমুল আহসান জানাচ্ছেন, সেখানে এখনো অসংখ্য মানুষ ভিড় করে আছেন। তাদের মধ্যে অনেকে এসেছে আহতদের সাথে আর অনেকে এখনো স্বজনদের খুঁজছেন।

    এই স্বজনদের অনেকে তাদের সন্তানদের ছবি নিয়ে হাসপাতালে হাসপাতালে ঘুরছেন। এই হাসপাতালেও তারা স্বজনকে খুঁজতে এসেছিলেন।

    প্রাথমিকভাবে এই হাসপাতালে ৬০ জন ভর্তি হয়েছিলেন। পরবর্তীতে তাদের অনেকে অন্যান্য হাসপাতালে চলে গেছেন। এখনো ২৩ জন ভর্তি রয়েছেন।

    কিছুক্ষণ পরপরেই সেখানে রোগীদের স্বজনরা আসছেন, ছোটাছুটি করছেন।

    আহতদের জন্য রক্তের প্রয়োজন হলে অনেকে স্বেচ্ছায় রক্ত দিতে হাসপাতালে এসেছেন।

    মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার পর অনেকেই স্বেচ্ছাসেবাী হিসাবে উদ্ধার কাজে অংশ নিয়েছিলেন। তারা বিবিসিকে জানিয়েছেন, ওই স্কুল থেকে আহতদের উদ্ধার করে শুরুতেই এই আধুনিক হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তাদের বেশিরভাগের শরীরের নানা অংশ পুড়ে গিয়েছে।

    একজন চিকিৎসক বিবিসিকে জানিয়েছেন, আহত বা দগ্ধ অবস্থায় যাদের আনা হয়েছে, তাদের বেশিরভাগের বয়স ছিল ১০ থেকে ১৮ বছরের মধ্যে। অর্থাৎ তারা প্রায় সকলেই ওই স্কুলের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী। তাদের কেউ কেউ চিকিৎসা নিয়ে চলে গেছে, কাউকে কাউকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

    বিধ্বস্ত হওয়ার পর ছিন্নভিন্ন হওয়া প্রশিক্ষণ বিমানের অংশবিশেষ

    ছবির উৎস,BBC/Himel

    ছবির ক্যাপশান,বিধ্বস্ত হওয়ার পর ছিন্নভিন্ন হওয়া প্রশিক্ষণ বিমানটির অংশবিশেষ

    বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা অবসরপ্রাপ্ত এয়ার কমোডর ইসফাক ইলাহী চৌধুরী জানান, বিধ্বস্ত হওয়া বিমানটি এফ-৭ ফাইটার প্লেনের ট্রেনিং ভার্সন হতে পারে।

    এটি চীনের তৈরি।

    বাংলাদেশ এই এফ সেভেনের বিভিন্ন ভার্সন প্রায় তিন দশক ধরে ব্যবহার করে আসছে।

    বিধ্বস্ত হওয়া বিমানটি সুপারসনিক গতির বলে জানান মি. চৌধুরী।

    প্রশিক্ষণ বিমানের ধ্বংসাবশেষ
  3. শনাক্ত হলে মৃতদেহ অতিসত্বর পরিবারের কাছে হস্তান্তর

    উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের মধ্যে যাদের পরিচয় শনাক্ত করা যাবে, তাদের মৃতদেহ দ্রুত পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

    প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

    সেখানে বলা হয়েছে, যাদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যাবে না, তাদের মৃতদেহ ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করে পরবর্তীতে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

  4. উড্ডয়নের পরে যুদ্ধবিমানটি যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়: আইএসপিআর

    বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান আকস্মিক বিধ্বস্তের ঘটনায় একটি বিবৃতি দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর।

    সেখানে বলা হয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে আজ সোমবার বেলা ০১ টা ০৬ মিনিটে ঢাকার কুর্মিটোলার বিমান বাহিনী ঘাঁটি এ কে খন্দকার থেকে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। এ বিষয়ে তদন্তের পরে বিস্তারিত জানানো হবে।

    আইএসপিআর বলছে, দুর্ঘটনা মোকাবেলায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে উক্ত বিমানের বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ তৌকির ইসলাম বিমানটিকে ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাবার সর্বাত্মক চেষ্টা করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল এবং কলেজ এর দোতালা একটি ভবনে অনাকাঙ্খিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে।

    এই আকস্মিক দুর্ঘটনায় বৈমানিকসহ ১৯ জন নিহত এবং ১৬৪ জন আহত হয়েছেন।

    উক্ত অনাকাঙ্খিত দুর্ঘটনায় বাংলাদেশ বিমান বাহিনী গভীরভাবে মর্মাহত এবং হতাহতদের সর্বাত্মক চিকিৎসাসহ সার্বিক সহযোগিতায় তৎপর রয়েছে।

    সেনাবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, র‍্যাব এবং ফায়ার সার্ভিস দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে এবং পরিস্থিতি উত্তরণের সর্বাত্মক চেষ্টা করছে ।

    দুর্ঘটনার কারণ উদঘাটনের জন্য ইতোমধ্যে বিমান বাহিনীর একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

    উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয় যুদ্ধবিমানটি

    ছবির উৎস,Reuters

    ছবির ক্যাপশান,উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয় যুদ্ধবিমানটি
  5. বিধ্বস্ত বিমানের পাইলট নিহত

    উত্তরায় বিধ্বস্ত বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

    এ নিয়ে ওই ঘটনায় ১৯ জনের মৃত্যুর তথ্য জানালো আইএসপিআর। এর আগে ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও ১৯ জন নিহত হওয়ার তথ্য জানানো হয়েছিল।

    আইএসপিআরের তথ্য অনুযায়ী, ওই ঘটনায় আহত হয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৬৪ জন চিকিৎসা নিয়েছে। এখনো অন্তত ৮৪ জন হাসপাতালে ভর্তি রয়েছে, যাদের বেশিরভাগই শিশু শিক্ষার্থী

  6. নিখোঁজ স্কুল শিক্ষার্থীদের বিষয়ে জরুরি যোগাযোগের নাম্বার

    নিখোঁজ স্কুল শিক্ষার্থীদের বিষয়ে জরুরি যোগাযোগের নাম্বার সমূহ:

    ১। মিলিটারি রেস্কিউ ব্রিগেড 01769024202

    সিএমএইচ বার্ন ইউনিট 01769016019

    সিএমএইচ ইমার্জেন্সি 01769013311

    ২। মাইলস্টোন স্কুল Admin Officer 01814774132‬ Vice Principal 01771111766

    ৩। ন্যাশনাল ইমার্জেন্সি নাম্বার 999

    বাংলাদেশ পুলিশের ইমার্জেন্সি সেল থেকে বার্ন ইউনিটগুলোর সাথে সংযোগ করে দিবে।

    প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এসব তথ্য জানানো হয়েছে।

  7. বিধ্বস্ত বিমানের ছবি

    ঢাকার উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনাস্থল থেকে বেশ কিছু ছবি তুলতে পেরেছে বিবিসি বাংলা। সেসব ছবিতে বিধ্বস্ত বিমান ও সেখানকার উদ্ধারকাজের চিত্র দেখা যাচ্ছে:

    ছবিগুলো তুলেছেন বিবিসি বাংলার সাংবাদিক মুকিমুল আহসান।

    বিধ্বস্ত বিমানের ছবি

    ছবির উৎস,BBC/Himel

    ছবির ক্যাপশান,বিধ্বস্ত হওয়ার পর ছিন্নভিন্ন হওয়া প্রশিক্ষণ বিমানের অংশবিশেষ

    বিধ্বস্ত হওয়ার পর ছিন্নভিন্ন হওয়া প্রশিক্ষণ বিমানের অংশবিশেষ

    ছবির উৎস,BBC/Himel

  8. কোন হাসপাতালে কতজন ভর্তি আছে

    বিমান বিধ্বস্তের ঘটনায় ঢাকার কোন হাসপাতালে কতজনকে আহত অবস্থায় ভর্তি করা হয়েছে অথবা মৃতদেহ রয়েছে, তার একটি তালিকা দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর।

    সেই তালিকা অনুযায়ী, কুয়েত মৈত্রী হাসপাতালে আহত আট জন, বার্ন ইন্সটিটিউটে আহত ৭০ জন, সিএমএইচে আহত ১৪ জন, উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল এন্ড কার্ডিয়াক সেন্টারে ১১ জন, উত্তরা আধুনিক হাসপাতালে আহত ৬০ জন, উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে আহত এক জন- সর্বমোট ১৬৪ জন আহত অবস্থায় ভর্তি রয়েছে।

    এছাড়া বার্ন ইন্সটিটিউটে দুই জনের মরদেহ, সিএমএইচে ১১ জনের মৃতদেহ, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দুই জনের, লুবনা জেনারেল হাসপাতালে দুই জনের, উত্তরা আধুনিক হাসপাতালে এক জনের- মোট ১৮ জনের মৃতদেহ রয়েছে।

    আইএসপিআর এই সংখ্যা ১৮ জন বলে জানালেও ফায়ার সার্ভিস ১৯ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে।

    উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ২০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

    সোমবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

    এ ঘটনায় আহত অর্ধ-শতাধিক ব্যক্তিকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

    ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট এখনও উদ্ধার ত

  9. বিমান বিধ্বস্তের ঘটনা খতিয়ে দেখা হবে: আইন উপদেষ্টা

    উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনাটি কীভাবে ঘটলো, সরকার সেটি খতিয়ে দেখবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

    সোমবার বিকেলে আহতদের দেখতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে তিনি একথা বলেন।

    “এ ঘটনা আমরা খুবই শোকাহত। সরকার ইতোমধ্যেই মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। একইসঙ্গে, বিমান বিধ্বস্তের ঘটনাটি কীভাবে ঘটলো, সেটিও খতিয়ে দেখা হবে,” সাংবাদিকদের বলেন অধ্যাপক নজরুল।

    প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান।

    এছাড়া আরও প্রায় দেড়শো জন আহত হয়েছেন, যাদের বেশিরভাগই শিশু শিক্ষার্থী। তাদের মধ্যে দগ্ধ ৭০ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন দেওয়া হচ্ছে

    ব্রেকিং,বিমান বিধ্বস্তের ঘটনায় অন্তত ১৬ জনের মৃত্যু, আহত শতাধিক

    উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ওই ঘটনায় অন্তত দেড়শো জন আহত হয়েছে, যাদের বেশিরভাগই শিশু শিক্ষার্থী। আহতদের মধ্যে দগ্ধ ৭০ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

    সোমবার দুপুরে ঢাকার বার্ন ইন্সটিটিউটে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। এই সময় আইন উপদেষ্টা আসিফ নজরুলসহ অন্তর্বতী সরকারের আরো কয়েকজন উপদেষ্টা তার সাথে ছিলেন।

    তিনি বলেন, ”এই ঘটনাতে একশো থেকে দেড়শোজন অগ্নিদগ্ধ হয়েছেন। প্রাথমিকভাবে ওই অঞ্চলের বেশ কিছু হাসপাতাল ও সিএমএইচে তাদের নিয়ে যাওয়া হয়েছিল। এই মুহূর্তে ছয়টি হাসপাতালে ৭০ জনের বেশি আহত, প্রধানত শিক্ষার্থী ভর্তি আছে।”

    এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা হুমকির মুখে বলে তিনি জানান।

    এছাড়া বিভিন্ন হাসপাতালে মৃত অবস্থায় আনা এবং ভর্তির পর মিলে ”সর্বমোট ১৬ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে” বলে তিনি জানান।

    তিনি জানান, আহত শিক্ষার্থীদের বেশিরভাগই দগ্ধ অবস্থায় হাসপাতালে এসেছে। তাদের বার্ন ইন্সটিটিউট, কুর্মিটোলা হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল ও উত্তরার আধুনিক হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে।

  10. ‘আগুন ধরা প্লেনটা আমার চোখের সামনেই বিল্ডিংয়ে আঘাত করছে’ বিবিসিকে বললেন প্রত্যক্ষদর্শী

    ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় সেখানকার একজন শিক্ষার্থী বিবিসি বাংলাকে জানিয়েছেন যে, তার চোখের সামনেই বিমানটি স্কুল ভবনে আঘাত করে।

    “আমাদের একটা পরীক্ষা ছিল। পরীক্ষা দিয়ে বের হয়ে দাঁড়ায়ে ছিলাম। তখন আগুন ধরা প্লেনটা আমার চোখের সামনেই বিল্ডিংয়ে আঘাত করছে,” বলছিলেন মাইলস্টোন স্কুলের দশম শ্রেণির প্রত্যক্ষদর্শী এক ছাত্র।

    ওই ঘটনায় তার এক বন্ধু নিহত হয়েছে বলেও দাবি করেছেন তিনি।

    “আমার একটা বেস্ট ফ্রেন্ড, যে পরীক্ষার হলে একসঙ্গে ছিল, আমার চোখের সামনে মারা গেছে,” বিবিসি বাংলাকে তিনি বলেন।

    স্কুল ছুটির মুহূর্তে প্রশিক্ষণ বিমানটি ক্যাম্পাসে বিধ্বস্ত হয় বলে জানিয়েছেন সেখানকার শিক্ষক-শিক্ষার্থীরা। ফলে হতাহতদের মধ্যে বেশ কয়েক জন অভিভাবকরাও রয়েছেন বলে জানা যাচ্ছে।

    “স্কুল গেটের ভেতরে অনেকগুলো গার্ডিয়ান দাঁড়ায়ে ছিলো, আর ছোটরা বের হচ্ছিলো ছুটির টাইমে। তখন গার্ডিয়ানদের সহ প্লেনটা নিয়ে গেছে,” বলেন ঘটনার এই প্রত্যক্ষদর্শী।

  11. মঙ্গলবার বাংলাদেশে জাতীয় শোক ঘোষণা

    মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।

    এদিন দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে

  12. বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ অন্তত ২৫ জনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি

    উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের মধ্যে অন্তত ২৫ জনকে ঢাকা মেডিকেল কলেজের পার্শ্ববর্তী জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এই সংখ্যা বাড়ছে।

    আহতদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

    উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অন্তত একজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। তবে হতাহতদের বিষয়ে সঠিক পরিসংখ্যান পাওয়া যায়নি।

    সোমবার দুপুরে বাংলাদেশের বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বিধ্বস্ত হয়।

    আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার দুপুর একটা ছয় মিনিটে বিমানটি উড্ডয়ন করে। ওড়ার বেশ কিছুক্ষণ পর সেটি নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে।

    এ ঘটনায় ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট উদ্ধার কাজ করছে।

  13. উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় অন্তত একজনের মৃত্যু, বহু আহত

    উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অন্তত একজনের মৃত্যু হয়েছে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

    এই ঘটনায় বহু মানুষ আহত হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। এখনো উদ্ধার কার্যক্রম চলায় আহতদের সঠিক সংখ্যা জানা যায়নি।

    সোমবার দুপুরে বাংলাদেশের বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বিধ্বস্ত হয়।

    ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও সেখানে উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছেন।

    বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ।

Tag :

Please Share This Post in Your Social Media

Your email address will not be published. Required fields are marked *

thedailysarkar@gmail.com

About Author Information

উত্তরায় স্কুলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত ; রাষ্ট্রীয় শোক ঘোষণা

Update Time : ১১:৩৩:০৮ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

সরকার ডেস্ক: ঢাকার উত্তরার দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে, আহত ও দগ্ধ হয়েছে শতাধিক, যাদের বেশিরভাগই শিশু শিক্ষার্থী। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। সোমবার দুপুরে স্কুল চলাকালে বিমানটি বিধ্বস্ত হয়।

রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আগামীকাল মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।

সরাসরি কভারেজ

  • ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২০ জন নিহত এবং প্রায় দেড়শ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৭ জনই শিশু বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বাস্থ্য মন্ত্রণালয়) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। বিমানটির পাইলটও মারা গেছেন।
  • নিহতদের মধ্যে সাত জনের মরদেহ শনাক্ত করা যায়নি। তাদের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করা হবে বলে জানিয়েছে সরকার।
  • বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এদিন দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
  • আহতদের মধ্যে বর্তমানে ৮৮ জন হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাদের মধ্যে ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ডা. রহমান।
  • স্কুলের শিক্ষার্থীদের মধ্যে এখনও অনেকের খোঁজ পায়নি পরিবার। সন্তানের ছবি হাতে হাসপাতাল থেকে হাসপাতালে ছুটছেন স্বজনরা।
  • শনাক্ত হলে মৃতদেহ অতিসত্বর পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
  • উড্ডয়নের পর প্রশিক্ষণ বিমানটি যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয় বলে দাবি করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
  • প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনাটি কীভাবে ঘটলো, সরকার সেটি খতিয়ে দেখবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বিমান বাহিনীর পক্ষ থেকে ইতোমধ্যে একটি “উচ্চ পর্যায়ের” তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।
  • ভারতের উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতির কাছে পাঠানো পদত্যাগ পত্রে তিনি লিখেছেন, স্বাস্থ্যগত কারণে ও চিকিৎসকদের পরামর্শে তিনি পদত্যাগ করছেন।
  • জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে ঘিরে গোপালগঞ্জের নিহত তিন জনের মরদেহ আদালতের নির্দেশে ময়না তদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. আবু সাঈদ।

  1. নিহতদের মধ্যে ১৭ জনই শিশু: ডা. সায়েদুর রহমান

    উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের মধ্যে ১৭ জনই শিশু বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বাস্থ্য মন্ত্রণালয়) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

    এর মধ্যে সাত জনের মরদেহ শনাক্ত করা যায়নি। তাদের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা লাগবে বলেও জানিয়েছেন তিনি।

    সোমবার রাত সাড়ে আটটার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ব্রিফিং করেন ডা. রহমান।

    আহতদের মধ্যে বর্তমানে ৮৮ জন হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাদের মধ্যে ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান ডা. রহমান।

  2. ভারতের উপ-রাষ্ট্রপতির পদত্যাগ

    ভারতের উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতির কাছে পাঠানো পদত্যাগ পত্রে তিনি লিখেছেন, স্বাস্থ্যগত কারণে ও চিকিৎসকদের পরামর্শে তিনি পদত্যাগ করছেন।

    ২০২২ সালের সাতই অগাস্ট ভারতের উপ-রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রার্থী জগদীপ ধনখড়। এর আগে তিনি একসময় পশ্চিমবঙ্গের গর্ভনর হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন।

    গত মার্চ মাসে হৃদরোগ জনিত কারণে অসুস্থ হয়ে দিল্লির হাসপাতালে ভর্তি হয়েছিলেন মি. খনখড়।

    জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বার্ন ইনস্টিটিউটে আহতে দেখতে যান।
    ছবির ক্যাপশান,জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বার্ন ইনস্টিটিউটে আহতদের দেখতে যান। সে সময় সেখানে তার সঙ্গে দলটির নেতা-কর্মীদের বড় ধরনের ভিড় তৈরি হয়।

    ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আহতদের বেশিরভাগের অবস্থা ‘ক্রিটিক্যাল’ বা গুরুতর বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক মো. নাসিরউদ্দিন।

    তবে কয়েকজন উপদেষ্টা ও রাজনীতিকরা পরিদর্শনে গেলে হাসপাতালটির ভেতরে-বাইরে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।

    আজ দুপুরের পর আহতদের হাসপাতালে ভর্তি করার পর থেকে সরকারের কয়েকজন উপদেষ্টা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতারা একের পর এক হাসপাতালটিতে চিকিৎসাধীন আহতদের দেখতে যান।

    তাদের প্রটোকল এবং তাদের সঙ্গে থাকা লোকজনের ভিড়ে হাসপাতালের ভেতরে- বাইরে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়।

    সে সময় সেখানে উপস্থিত অনেককে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।

    এছাড়া আহতদের স্বজন ও উৎসুকদের ভিড় সামলাতেও হিমশিম খেতে হয় হাসপাতালটির নিরাপত্তা কর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।

    বার্ন ইউনিটের জরুরি বিভাগে আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত ৫১ জন ভর্তি হয়েছেন।

    গুরুতর আহতদের অনেকের জন্য রক্তের প্রয়োজন হচ্ছে। রক্ত দানের জন্য স্বেচ্ছ্বাসেবী অনেক সংগঠন রক্ত দানের জন্য আহ্বান জানাচ্ছে।

    তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে যে, এ মুহূর্তে রক্তের প্রয়োজন নেই। তবে যারা রক্ত দিতে ইচ্ছুক, তাদের নিবন্ধন করার আহ্বান জানানো হয়েছে। রক্তের প্রয়োজন হলে তাদের সাথে যোগাযোগ করা হবে।

    সন্তানদের ছবি নিয়ে অনেকে হাসপাতালে হাসপাতালে ঘুরছেন

    ছবির উৎস,Getty Images

    ছবির ক্যাপশান,সন্তানদের ছবি নিয়ে অনেকে হাসপাতালে হাসপাতালে ঘুরছেন

    উত্তরা আধুনিক মেডিকেল হাসপাতাল থেকে বিবিসির সাংবাদিক মুকিমুল আহসান জানাচ্ছেন, সেখানে এখনো অসংখ্য মানুষ ভিড় করে আছেন। তাদের মধ্যে অনেকে এসেছে আহতদের সাথে আর অনেকে এখনো স্বজনদের খুঁজছেন।

    এই স্বজনদের অনেকে তাদের সন্তানদের ছবি নিয়ে হাসপাতালে হাসপাতালে ঘুরছেন। এই হাসপাতালেও তারা স্বজনকে খুঁজতে এসেছিলেন।

    প্রাথমিকভাবে এই হাসপাতালে ৬০ জন ভর্তি হয়েছিলেন। পরবর্তীতে তাদের অনেকে অন্যান্য হাসপাতালে চলে গেছেন। এখনো ২৩ জন ভর্তি রয়েছেন।

    কিছুক্ষণ পরপরেই সেখানে রোগীদের স্বজনরা আসছেন, ছোটাছুটি করছেন।

    আহতদের জন্য রক্তের প্রয়োজন হলে অনেকে স্বেচ্ছায় রক্ত দিতে হাসপাতালে এসেছেন।

    মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার পর অনেকেই স্বেচ্ছাসেবাী হিসাবে উদ্ধার কাজে অংশ নিয়েছিলেন। তারা বিবিসিকে জানিয়েছেন, ওই স্কুল থেকে আহতদের উদ্ধার করে শুরুতেই এই আধুনিক হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তাদের বেশিরভাগের শরীরের নানা অংশ পুড়ে গিয়েছে।

    একজন চিকিৎসক বিবিসিকে জানিয়েছেন, আহত বা দগ্ধ অবস্থায় যাদের আনা হয়েছে, তাদের বেশিরভাগের বয়স ছিল ১০ থেকে ১৮ বছরের মধ্যে। অর্থাৎ তারা প্রায় সকলেই ওই স্কুলের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী। তাদের কেউ কেউ চিকিৎসা নিয়ে চলে গেছে, কাউকে কাউকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

    বিধ্বস্ত হওয়ার পর ছিন্নভিন্ন হওয়া প্রশিক্ষণ বিমানের অংশবিশেষ

    ছবির উৎস,BBC/Himel

    ছবির ক্যাপশান,বিধ্বস্ত হওয়ার পর ছিন্নভিন্ন হওয়া প্রশিক্ষণ বিমানটির অংশবিশেষ

    বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা অবসরপ্রাপ্ত এয়ার কমোডর ইসফাক ইলাহী চৌধুরী জানান, বিধ্বস্ত হওয়া বিমানটি এফ-৭ ফাইটার প্লেনের ট্রেনিং ভার্সন হতে পারে।

    এটি চীনের তৈরি।

    বাংলাদেশ এই এফ সেভেনের বিভিন্ন ভার্সন প্রায় তিন দশক ধরে ব্যবহার করে আসছে।

    বিধ্বস্ত হওয়া বিমানটি সুপারসনিক গতির বলে জানান মি. চৌধুরী।

    প্রশিক্ষণ বিমানের ধ্বংসাবশেষ
  3. শনাক্ত হলে মৃতদেহ অতিসত্বর পরিবারের কাছে হস্তান্তর

    উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের মধ্যে যাদের পরিচয় শনাক্ত করা যাবে, তাদের মৃতদেহ দ্রুত পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

    প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

    সেখানে বলা হয়েছে, যাদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যাবে না, তাদের মৃতদেহ ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করে পরবর্তীতে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

  4. উড্ডয়নের পরে যুদ্ধবিমানটি যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়: আইএসপিআর

    বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান আকস্মিক বিধ্বস্তের ঘটনায় একটি বিবৃতি দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর।

    সেখানে বলা হয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে আজ সোমবার বেলা ০১ টা ০৬ মিনিটে ঢাকার কুর্মিটোলার বিমান বাহিনী ঘাঁটি এ কে খন্দকার থেকে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। এ বিষয়ে তদন্তের পরে বিস্তারিত জানানো হবে।

    আইএসপিআর বলছে, দুর্ঘটনা মোকাবেলায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে উক্ত বিমানের বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ তৌকির ইসলাম বিমানটিকে ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাবার সর্বাত্মক চেষ্টা করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল এবং কলেজ এর দোতালা একটি ভবনে অনাকাঙ্খিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে।

    এই আকস্মিক দুর্ঘটনায় বৈমানিকসহ ১৯ জন নিহত এবং ১৬৪ জন আহত হয়েছেন।

    উক্ত অনাকাঙ্খিত দুর্ঘটনায় বাংলাদেশ বিমান বাহিনী গভীরভাবে মর্মাহত এবং হতাহতদের সর্বাত্মক চিকিৎসাসহ সার্বিক সহযোগিতায় তৎপর রয়েছে।

    সেনাবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, র‍্যাব এবং ফায়ার সার্ভিস দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে এবং পরিস্থিতি উত্তরণের সর্বাত্মক চেষ্টা করছে ।

    দুর্ঘটনার কারণ উদঘাটনের জন্য ইতোমধ্যে বিমান বাহিনীর একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

    উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয় যুদ্ধবিমানটি

    ছবির উৎস,Reuters

    ছবির ক্যাপশান,উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয় যুদ্ধবিমানটি
  5. বিধ্বস্ত বিমানের পাইলট নিহত

    উত্তরায় বিধ্বস্ত বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

    এ নিয়ে ওই ঘটনায় ১৯ জনের মৃত্যুর তথ্য জানালো আইএসপিআর। এর আগে ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও ১৯ জন নিহত হওয়ার তথ্য জানানো হয়েছিল।

    আইএসপিআরের তথ্য অনুযায়ী, ওই ঘটনায় আহত হয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৬৪ জন চিকিৎসা নিয়েছে। এখনো অন্তত ৮৪ জন হাসপাতালে ভর্তি রয়েছে, যাদের বেশিরভাগই শিশু শিক্ষার্থী

  6. নিখোঁজ স্কুল শিক্ষার্থীদের বিষয়ে জরুরি যোগাযোগের নাম্বার

    নিখোঁজ স্কুল শিক্ষার্থীদের বিষয়ে জরুরি যোগাযোগের নাম্বার সমূহ:

    ১। মিলিটারি রেস্কিউ ব্রিগেড 01769024202

    সিএমএইচ বার্ন ইউনিট 01769016019

    সিএমএইচ ইমার্জেন্সি 01769013311

    ২। মাইলস্টোন স্কুল Admin Officer 01814774132‬ Vice Principal 01771111766

    ৩। ন্যাশনাল ইমার্জেন্সি নাম্বার 999

    বাংলাদেশ পুলিশের ইমার্জেন্সি সেল থেকে বার্ন ইউনিটগুলোর সাথে সংযোগ করে দিবে।

    প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এসব তথ্য জানানো হয়েছে।

  7. বিধ্বস্ত বিমানের ছবি

    ঢাকার উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনাস্থল থেকে বেশ কিছু ছবি তুলতে পেরেছে বিবিসি বাংলা। সেসব ছবিতে বিধ্বস্ত বিমান ও সেখানকার উদ্ধারকাজের চিত্র দেখা যাচ্ছে:

    ছবিগুলো তুলেছেন বিবিসি বাংলার সাংবাদিক মুকিমুল আহসান।

    বিধ্বস্ত বিমানের ছবি

    ছবির উৎস,BBC/Himel

    ছবির ক্যাপশান,বিধ্বস্ত হওয়ার পর ছিন্নভিন্ন হওয়া প্রশিক্ষণ বিমানের অংশবিশেষ

    বিধ্বস্ত হওয়ার পর ছিন্নভিন্ন হওয়া প্রশিক্ষণ বিমানের অংশবিশেষ

    ছবির উৎস,BBC/Himel

  8. কোন হাসপাতালে কতজন ভর্তি আছে

    বিমান বিধ্বস্তের ঘটনায় ঢাকার কোন হাসপাতালে কতজনকে আহত অবস্থায় ভর্তি করা হয়েছে অথবা মৃতদেহ রয়েছে, তার একটি তালিকা দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর।

    সেই তালিকা অনুযায়ী, কুয়েত মৈত্রী হাসপাতালে আহত আট জন, বার্ন ইন্সটিটিউটে আহত ৭০ জন, সিএমএইচে আহত ১৪ জন, উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল এন্ড কার্ডিয়াক সেন্টারে ১১ জন, উত্তরা আধুনিক হাসপাতালে আহত ৬০ জন, উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে আহত এক জন- সর্বমোট ১৬৪ জন আহত অবস্থায় ভর্তি রয়েছে।

    এছাড়া বার্ন ইন্সটিটিউটে দুই জনের মরদেহ, সিএমএইচে ১১ জনের মৃতদেহ, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দুই জনের, লুবনা জেনারেল হাসপাতালে দুই জনের, উত্তরা আধুনিক হাসপাতালে এক জনের- মোট ১৮ জনের মৃতদেহ রয়েছে।

    আইএসপিআর এই সংখ্যা ১৮ জন বলে জানালেও ফায়ার সার্ভিস ১৯ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে।

    উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ২০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

    সোমবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

    এ ঘটনায় আহত অর্ধ-শতাধিক ব্যক্তিকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

    ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট এখনও উদ্ধার ত

  9. বিমান বিধ্বস্তের ঘটনা খতিয়ে দেখা হবে: আইন উপদেষ্টা

    উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনাটি কীভাবে ঘটলো, সরকার সেটি খতিয়ে দেখবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

    সোমবার বিকেলে আহতদের দেখতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে তিনি একথা বলেন।

    “এ ঘটনা আমরা খুবই শোকাহত। সরকার ইতোমধ্যেই মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। একইসঙ্গে, বিমান বিধ্বস্তের ঘটনাটি কীভাবে ঘটলো, সেটিও খতিয়ে দেখা হবে,” সাংবাদিকদের বলেন অধ্যাপক নজরুল।

    প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান।

    এছাড়া আরও প্রায় দেড়শো জন আহত হয়েছেন, যাদের বেশিরভাগই শিশু শিক্ষার্থী। তাদের মধ্যে দগ্ধ ৭০ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন দেওয়া হচ্ছে

    ব্রেকিং,বিমান বিধ্বস্তের ঘটনায় অন্তত ১৬ জনের মৃত্যু, আহত শতাধিক

    উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ওই ঘটনায় অন্তত দেড়শো জন আহত হয়েছে, যাদের বেশিরভাগই শিশু শিক্ষার্থী। আহতদের মধ্যে দগ্ধ ৭০ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

    সোমবার দুপুরে ঢাকার বার্ন ইন্সটিটিউটে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। এই সময় আইন উপদেষ্টা আসিফ নজরুলসহ অন্তর্বতী সরকারের আরো কয়েকজন উপদেষ্টা তার সাথে ছিলেন।

    তিনি বলেন, ”এই ঘটনাতে একশো থেকে দেড়শোজন অগ্নিদগ্ধ হয়েছেন। প্রাথমিকভাবে ওই অঞ্চলের বেশ কিছু হাসপাতাল ও সিএমএইচে তাদের নিয়ে যাওয়া হয়েছিল। এই মুহূর্তে ছয়টি হাসপাতালে ৭০ জনের বেশি আহত, প্রধানত শিক্ষার্থী ভর্তি আছে।”

    এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা হুমকির মুখে বলে তিনি জানান।

    এছাড়া বিভিন্ন হাসপাতালে মৃত অবস্থায় আনা এবং ভর্তির পর মিলে ”সর্বমোট ১৬ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে” বলে তিনি জানান।

    তিনি জানান, আহত শিক্ষার্থীদের বেশিরভাগই দগ্ধ অবস্থায় হাসপাতালে এসেছে। তাদের বার্ন ইন্সটিটিউট, কুর্মিটোলা হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল ও উত্তরার আধুনিক হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে।

  10. ‘আগুন ধরা প্লেনটা আমার চোখের সামনেই বিল্ডিংয়ে আঘাত করছে’ বিবিসিকে বললেন প্রত্যক্ষদর্শী

    ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় সেখানকার একজন শিক্ষার্থী বিবিসি বাংলাকে জানিয়েছেন যে, তার চোখের সামনেই বিমানটি স্কুল ভবনে আঘাত করে।

    “আমাদের একটা পরীক্ষা ছিল। পরীক্ষা দিয়ে বের হয়ে দাঁড়ায়ে ছিলাম। তখন আগুন ধরা প্লেনটা আমার চোখের সামনেই বিল্ডিংয়ে আঘাত করছে,” বলছিলেন মাইলস্টোন স্কুলের দশম শ্রেণির প্রত্যক্ষদর্শী এক ছাত্র।

    ওই ঘটনায় তার এক বন্ধু নিহত হয়েছে বলেও দাবি করেছেন তিনি।

    “আমার একটা বেস্ট ফ্রেন্ড, যে পরীক্ষার হলে একসঙ্গে ছিল, আমার চোখের সামনে মারা গেছে,” বিবিসি বাংলাকে তিনি বলেন।

    স্কুল ছুটির মুহূর্তে প্রশিক্ষণ বিমানটি ক্যাম্পাসে বিধ্বস্ত হয় বলে জানিয়েছেন সেখানকার শিক্ষক-শিক্ষার্থীরা। ফলে হতাহতদের মধ্যে বেশ কয়েক জন অভিভাবকরাও রয়েছেন বলে জানা যাচ্ছে।

    “স্কুল গেটের ভেতরে অনেকগুলো গার্ডিয়ান দাঁড়ায়ে ছিলো, আর ছোটরা বের হচ্ছিলো ছুটির টাইমে। তখন গার্ডিয়ানদের সহ প্লেনটা নিয়ে গেছে,” বলেন ঘটনার এই প্রত্যক্ষদর্শী।

  11. মঙ্গলবার বাংলাদেশে জাতীয় শোক ঘোষণা

    মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।

    এদিন দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে

  12. বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ অন্তত ২৫ জনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি

    উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের মধ্যে অন্তত ২৫ জনকে ঢাকা মেডিকেল কলেজের পার্শ্ববর্তী জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এই সংখ্যা বাড়ছে।

    আহতদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

    উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অন্তত একজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। তবে হতাহতদের বিষয়ে সঠিক পরিসংখ্যান পাওয়া যায়নি।

    সোমবার দুপুরে বাংলাদেশের বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বিধ্বস্ত হয়।

    আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার দুপুর একটা ছয় মিনিটে বিমানটি উড্ডয়ন করে। ওড়ার বেশ কিছুক্ষণ পর সেটি নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে।

    এ ঘটনায় ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট উদ্ধার কাজ করছে।

  13. উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় অন্তত একজনের মৃত্যু, বহু আহত

    উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অন্তত একজনের মৃত্যু হয়েছে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

    এই ঘটনায় বহু মানুষ আহত হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। এখনো উদ্ধার কার্যক্রম চলায় আহতদের সঠিক সংখ্যা জানা যায়নি।

    সোমবার দুপুরে বাংলাদেশের বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বিধ্বস্ত হয়।

    ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও সেখানে উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছেন।

    বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ।