নারী অধিকার সংস্কার কমিশনের সুপারিশ
নারী অধিকার সংস্কার কমিশনের সুপারিশে তরুণ আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি ও উদ্বেগ

- Update Time : ০৪:৫২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
- / ১৬৬ Time View
সম্প্রতি অন্তর্বর্তী সরকার গঠিত নারী অধিকার বিষয়ক সংস্কার কমিশন তাদের সুপারিশমালা প্রধান উপদেষ্টার নিকট হস্তান্তর করেছে। প্রধান উপদেষ্টার সামাজিক মাধ্যম ও প্রেস উইংয়ের মাধ্যমে কমিশনের সুপারিশমালা ইতিমধ্যেই জনগণের সামানে প্রকাশিত হয়েছে।
প্রাকাশিত সুপারিশমালার বেশকিছু প্রস্তাবনা এই দেশের সংখ্যাগরিষ্ঠ নারীসমাজের ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা বোধ এবং সামাজিক ও পারিবারিক সংস্কৃতির সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। যা দেশের সকল ধর্ম ও মতের নারী সমাজ ও আপামর জনসাধারণের মাঝে উদ্বেগ তৈরী করেছে।
পাশাপাশি গঠিত নারী অধিকার কমিশনে সকল মত ও পথের নারীদের প্রতিনিধিত্ব নিশ্চিত না হওয়ার বিষয়টিও স্পষ্ট হয়েছে। যার ফলে কমিশনের সুপারিশমালায় কিছু গোষ্ঠীগত চিন্তার প্রতিফলন ঘটেছে। যা বাংলাদেশের আপামর নারী সমাজের বিদ্যমান বাস্তবতার সম্পূর্ণ পরিপন্থী।
এমতাবস্থায় তরুণ আলেম প্রজন্ম-২৪ কমিশনের সুপারিশের ব্যাপারে তীব্র আপত্তি ও উদ্বেগ প্রকাশ করছে।
অতএব, বিদ্যমান বাস্তবতায় গঠিত নারী অধিকার কমিশন বাতিল করে নতুনভাবে একটি অন্তর্ভুক্তিমূলক কমিশন গঠনের মাধ্যমে সকল মত ও পথের নারীদের ধর্মীয় ও মৌলিক অধিকার নিশ্চিত হয় এমন একটি সার্বজনীন নারী নীতিমালা প্রনয়নের জোর দাবি জানাচ্ছে তরুণ আলেম প্রজন্ম-২৪।