দলিল টেম্পারিং এর অপরাধে মোবাইল কোর্টে ১৫ দিনের সাজা

- Update Time : ০৩:০৯:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
- / ৭৪ Time View
সোনাইমুড়ী (নোয়াখালী) উপজেলা সংবাদদাতাঃ নোয়াখালীর সোনাইমুড়ীতে দলিলে তথ্য পরিবর্তনের অভিযোগে একজনকে আটক করে ১৫ দিনের সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দ্বীন আল জান্নাত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের জেল দিয়েছেন শোয়েব সারওয়ার (৩৫) নামে এক যুবককে।
আটককৃত – শোয়েব সারওয়ার উপজেলার পালপাড়া গ্রামের গোলাম সারওয়ারের ছেলে।
এ ঘটনায় এসিল্যান্ড দ্বীন আল জান্নাত বলেন, দলিল টেম্পারিং করা বড় ধরনের অপরাধ। বাংলাদেশ দন্ড বিধি ১৮৬০ এর ১৮৬ ধারা মোতাবেক সরকারি কাজে বাঁধা প্রদানের অপরাধে এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম সাজা দেয়া হয়েছে।
সোনাইমুড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম বলেন আসামীকে ভ্রাম্যমাণ আদালতে সাজার পরে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
Become our partner and turn referrals into revenue—join now! https://shorturl.fm/khaxH