১২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

নোয়াখালীতে জেড ইসলাম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু,আধুনিক শিক্ষা, শৃঙ্খলা ও ধর্মীয় মূল্যবোধে গড়ে উঠছে আলোকিত প্রজন্ম

Reporter Name
  • Update Time : ০২:৩৮:২৪ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • / ২৬ Time View
মোহাম্মদ  হানিফ , নোয়াখালী প্রতিনিধি :  উৎসবমুখর পরিবেশে, বেলুন ও ফুলের সাজে রঙিন হয়ে উঠেছিল চৌমুহনীর মিয়ারপোল এলাকা। হাসিখুশি মুখ, শিক্ষার্থীদের উচ্ছ্বাস আর অতিথিদের উপস্থিতিতে বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো জেড ইসলাম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ।
আধুনিক শিক্ষা ও নৈতিক মূল্যবোধ একই ছায়াতলে’ স্লোগান নিয়ে শুরু হওয়া এই শিক্ষা প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌমুহনী পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা ভূমি কর্মকর্তা, স্কুলের পরিচালক পর্ষদ, শিক্ষক অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর অতিথিদের ফুল ও ব্যাজ দিয়ে বরণ করে নেয় শিক্ষার্থীরা। ক্যাম্পাসজুড়ে ছিল আনন্দঘন পরিবেশ, রঙিন বেলুন, ব্যানার ও শিশুদের হাসির কলরব। উদ্বোধনী শেষে অতিথিরা নবনির্মিত ক্যাম্পাস পরিদর্শন করেন এবং শিক্ষার পরিবেশের প্রশংসা করেন।
প্রতিষ্ঠানটির পরিচালক জানান, আমরা চাই শিক্ষার্থীরা শুধু বইয়ের জ্ঞানেই নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধেও বেড়ে উঠুক। এজন্যই আমাদের স্কুলে থাকবে মানসম্মত পাঠদান, শৃঙ্খলাপূর্ণ পরিবেশ, ক্যাডেট কোচিং ও অভিভাবকবান্ধব কার্যক্রম।
জেড ইসলাম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে রয়েছে প্লে থেকে নবম শ্রেণি পর্যন্ত পাঠদান, নিজস্ব পরিবহন, আবাসিক-অনাবাসিক ও ডে-কেয়ার সুবিধা। জাতীয় কারিকুলামের অধীনে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় পড়াশোনার সুযোগও থাকবে।
বক্তারা বলেন, আধুনিক শিক্ষা, প্রযুক্তি ও নৈতিকতার সমন্বয়ে জেড ইসলাম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ নতুন প্রজন্মকে গড়ে তুলবে আন্তর্জাতিক মানের আলোকিত মানুষ হিসেবে।
উদ্বোধনী দিনের শেষে শিক্ষার্থী ও অতিথিদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়, যা আনন্দঘন পরিবেশকে আরও মধুর করে তোলে।
Tag :

Please Share This Post in Your Social Media

Your email address will not be published. Required fields are marked *

thedailysarkar@gmail.com

About Author Information

নোয়াখালীতে জেড ইসলাম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু,আধুনিক শিক্ষা, শৃঙ্খলা ও ধর্মীয় মূল্যবোধে গড়ে উঠছে আলোকিত প্রজন্ম

Update Time : ০২:৩৮:২৪ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
মোহাম্মদ  হানিফ , নোয়াখালী প্রতিনিধি :  উৎসবমুখর পরিবেশে, বেলুন ও ফুলের সাজে রঙিন হয়ে উঠেছিল চৌমুহনীর মিয়ারপোল এলাকা। হাসিখুশি মুখ, শিক্ষার্থীদের উচ্ছ্বাস আর অতিথিদের উপস্থিতিতে বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো জেড ইসলাম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ।
আধুনিক শিক্ষা ও নৈতিক মূল্যবোধ একই ছায়াতলে’ স্লোগান নিয়ে শুরু হওয়া এই শিক্ষা প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌমুহনী পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা ভূমি কর্মকর্তা, স্কুলের পরিচালক পর্ষদ, শিক্ষক অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর অতিথিদের ফুল ও ব্যাজ দিয়ে বরণ করে নেয় শিক্ষার্থীরা। ক্যাম্পাসজুড়ে ছিল আনন্দঘন পরিবেশ, রঙিন বেলুন, ব্যানার ও শিশুদের হাসির কলরব। উদ্বোধনী শেষে অতিথিরা নবনির্মিত ক্যাম্পাস পরিদর্শন করেন এবং শিক্ষার পরিবেশের প্রশংসা করেন।
প্রতিষ্ঠানটির পরিচালক জানান, আমরা চাই শিক্ষার্থীরা শুধু বইয়ের জ্ঞানেই নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধেও বেড়ে উঠুক। এজন্যই আমাদের স্কুলে থাকবে মানসম্মত পাঠদান, শৃঙ্খলাপূর্ণ পরিবেশ, ক্যাডেট কোচিং ও অভিভাবকবান্ধব কার্যক্রম।
জেড ইসলাম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে রয়েছে প্লে থেকে নবম শ্রেণি পর্যন্ত পাঠদান, নিজস্ব পরিবহন, আবাসিক-অনাবাসিক ও ডে-কেয়ার সুবিধা। জাতীয় কারিকুলামের অধীনে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় পড়াশোনার সুযোগও থাকবে।
বক্তারা বলেন, আধুনিক শিক্ষা, প্রযুক্তি ও নৈতিকতার সমন্বয়ে জেড ইসলাম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ নতুন প্রজন্মকে গড়ে তুলবে আন্তর্জাতিক মানের আলোকিত মানুষ হিসেবে।
উদ্বোধনী দিনের শেষে শিক্ষার্থী ও অতিথিদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়, যা আনন্দঘন পরিবেশকে আরও মধুর করে তোলে।