০৩:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোয়াখালী ১ এ মাওলানা সাইফুল্লাহর গণমিছিল ও পথসভায় জনতার ঢল
Reporter Name
- Update Time : ০২:১৬:২৫ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
- / ১০২ Time View

মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টার :
নোয়াখালী–১ (সোনাইমুড়ী–চাটখিল) আসনে নির্বাচনী মাঠে ক্রমেই চাঙ্গা হয়ে উঠছে রাজনৈতিক পরিবেশ। শনিবার (২৯ নভেম্বর) বিকেলে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মাওলানা সাইফুল্লাহর নেতৃত্বে অনুষ্ঠিত এক বিশাল গণমিছিল ও পথসভায় অংশ নেন দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। সোনাইমুড়ী হামিদিয়া কামিল মাদ্রাসা চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসা চত্বরে এসে পথসভায় রূপ নেয়।
পথসভায় প্রধান বক্তা হিসেবে মাওলানা সাইফুল্লাহ বলেন, জামায়াতে ইসলামী জান্নাতের টিকেট বিক্রি করে না। আমরা জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে চাই। সকল শ্রমজীবী, পেশাজীবী, দরিদ্র ও অসহায় মানুষের জন্য শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি আমাদের প্রধান লক্ষ্য।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে চাটখিল সোনাইমুড়ী অঞ্চলের বেকার যুবকদের জন্য আধুনিক কম্পিউটার ট্রেনিং সেন্টারসহ বাস্তবমুখী কর্মসংস্থান প্রকল্প চালু করা হবে। বিশেষ করে তরুণ সমাজকে দক্ষ করে গড়ে তুলতে আইটি-ভিত্তিক প্রশিক্ষণ, ফ্রিল্যান্সিং ও বিভিন্ন টেকনিক্যাল স্কিল ডেভেলপমেন্ট কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে।
মাওলানা সাইফুল্লাহ প্রতিশ্রুতি দেন, দাঁড়িপাল্লা প্রতীকে বিজয়ী হলে সড়ক-মহাসড়কে সকল প্রকার চাঁদাবাজি দমন করা হবে এবং নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা হবে। পাশাপাশি মহিলাদের জন্য হস্ত ও কুটির শিল্প সম্প্রসারণ, উদ্যোক্তা তৈরির উদ্যোগ এবং ঘরে বসে আয় বৃদ্ধির সুযোগ তৈরি করা হবে। তিনি সোনাইমুড়ীতে বৃহৎ শিল্প প্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ গ্রহণের কথাও জানান, যা এলাকার অর্থনৈতিক কাঠামোকে আরও শক্তিশালী করবে।
এ ছাড়া চাটখিল সোনাইমুড়ী মহাসড়ককে চার লেনে উন্নীত করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, এই অঞ্চলকে অপরিণত যোগাযোগব্যবস্থার মধ্যে আর রাখতে চাই না। উন্নত সড়কই উন্নয়নের পূর্বশর্ত, আর আমরা সেই উন্নয়নেই বিশ্বাস করি।
তিনি আরও উল্লেখ করেন যে, মসজিদভিত্তিক মক্তব চালুর পাশাপাশি অমুসলিম ধর্মীয় প্রতিষ্ঠানসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের যথাযথ সম্মান ও বেতন-ভাতা নিশ্চিত করা হবে যা সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ ধরে রাখায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গণমিছিল ও পথসভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী সোনাইমুড়ী উপজেলা আমীর ও চাষীরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হানিফ মোল্লা। তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান প্রজন্মের সামনে কর্মসংস্থান একটি বড় চ্যালেঞ্জ। জামায়াতে ইসলামী বরাবরই জনগণের স্বার্থে কাজ করেছে এবং আগামীতেও সে ধারাবাহিকতা বজায় থাকবে।
সভায় আরও বক্তব্য দেন পৌরসভা আমীর আব্দুল মতিন, উপজেলা নায়েবে আমীর রহিম উল্লাহ বিএসসি, উপজেলা সেক্রেটারি আব্দুল্লাহ বাকের এবং সাবেক ভাইস চেয়ারম্যান সাহাব উদ্দিন। তারা সবাই মাওলানা সাইফুল্লাহর পক্ষে জনগণের সমর্থন কামনা করেন এবং পরিবর্তনের রাজনীতিতে অংশগ্রহণের আহ্বান জানান।
এদিনের গণমিছিল ও পথসভা ঘিরে এলাকা জুড়ে ছিল উৎসাহ-উদ্দীপনা। পুরো কর্মসূচির মধ্যেই ছিল শান্তিপূর্ণ পরিবেশ ও শৃঙ্খলিত উপস্থিতি, যা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বাড়তি প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে বলে মনে করছেন সাধারণ মানুষ।
Tag :






















