০৪:১১ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

জাতীয় ও আন্তর্জাতিক অর্জনের স্বীকৃতি পেলেন বাইউস্ট শিক্ষার্থীরা

সংবাদ বিজ্ঞপ্তি
  • Update Time : ০৬:৩৯:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • / ১১১ Time View

 

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট)-এর বাছাইকৃত শিক্ষার্থীদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করা হয়েছে। রবিবার (১৩ জুলাই) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্লাজা এরিয়ায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাইউস্টের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর হোসেন, বিএসপি, পিএসসি। তিনি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন জানান।

 

ফল ২০২৪ সেশনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যেসব শিক্ষার্থী কৃতিত্ব অর্জন করেছেন, তাদেরকে উৎসাহিত ও স্বীকৃতি জানানোর লক্ষ্যে এ আয়োজন করা হয়। শিক্ষার্থীদের কো-কারিকুলার ও এক্সট্রা-কারিকুলার কার্যক্রমে সম্পৃক্ততা বাড়াতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই উদ্যোগ গ্রহণ করে।

 

অনুষ্ঠানে সিএসই বিভাগের শিক্ষার্থী মো. রাশেদিন খান সৃজন, মো. কাউসার আহমেদ, ইরফানুল ইসলাম সাহিল, মোহাম্মদ ইকতিয়াপ মাহমুদ সিয়াম ও মো. তানজির হোসেন। ইইই বিভাগের শিক্ষার্থী কাজী রাশেক-উর রহমান, ফারহান তানভীর, মেহেদী হাসান, স্বাধীন দেব, প্রিতম পোদ্দার জয় ও তালহা বিন আহমেদ। সিই বিভাগের আসিক এলাহি জোনায়েদ, আপন মিত্র ও নূর হাসান প্রিয়াম। আইন বিভাগের শিক্ষার্থী ইসলামুল হক জিসান, আরিফ বিল্লাহ মুহাম্মদ শাহেদ আনোয়ার ও তাহমিদুর রহমান-কে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন ইভেন্টে কৃতিত্বপূর্ণ স্থান অর্জন করায় পুরস্কৃত করা হয়।

 

এছাড়াও উক্ত অনুষ্ঠানে শর্ট ভিডিও কম্পিটিশন ২০২৪-এ বিজয়ী ইইই বিভাগের নিঝার উদ্দিন মজুমদার, যৌথভাবে ২য় স্থান অধিকারী সিএসই বিভাগের ইশতিয়াক আহমেদ নাফিস ও ব্যবসায় প্রশাসন বিভাগের জান্নাতুল ফেরদৌস রেশমি, যৌথভাবে ৩য় স্থান অধিকারী ইংরেজি বিভাগের অনোয় সাহা ও আইনবিভাগের ফাহিম আবরারকে পুরস্কার প্রদান করা হয়।

 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাইউস্টের সম্মানিত উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর হোসেন, বিএসপি, পিএসসি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন- “তোমাদের নিয়ে আমরা গর্বিত। তোমাদের প্রতিটি অর্জন আমরা উদ্‌যাপন করতে চাই। এখন থেকে প্রতি সেমিস্টারে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যারা কৃতিত্ব দেখাবে, তাদেরকেই সম্মান জানিয়ে পুরস্কৃত করা হবে।”

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্নেল মোহাম্মদ ইফতেখারুল হক, পিএসসি (অব.), রেজিস্ট্রার লে. কর্নেল খন্দকার মাহমুদ হোসেন, এসপিপি, পিএসসি (অব.), পরীক্ষা নিয়ন্ত্রক লে. কর্নেল শাব্বির আহমেদ সিদ্দিকী (অব.), অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ এবং শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

One thought on “জাতীয় ও আন্তর্জাতিক অর্জনের স্বীকৃতি পেলেন বাইউস্ট শিক্ষার্থীরা

Your email address will not be published. Required fields are marked *

thedailysarkar@gmail.com

About Author Information

জাতীয় ও আন্তর্জাতিক অর্জনের স্বীকৃতি পেলেন বাইউস্ট শিক্ষার্থীরা

Update Time : ০৬:৩৯:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

 

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট)-এর বাছাইকৃত শিক্ষার্থীদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করা হয়েছে। রবিবার (১৩ জুলাই) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্লাজা এরিয়ায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাইউস্টের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর হোসেন, বিএসপি, পিএসসি। তিনি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন জানান।

 

ফল ২০২৪ সেশনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যেসব শিক্ষার্থী কৃতিত্ব অর্জন করেছেন, তাদেরকে উৎসাহিত ও স্বীকৃতি জানানোর লক্ষ্যে এ আয়োজন করা হয়। শিক্ষার্থীদের কো-কারিকুলার ও এক্সট্রা-কারিকুলার কার্যক্রমে সম্পৃক্ততা বাড়াতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই উদ্যোগ গ্রহণ করে।

 

অনুষ্ঠানে সিএসই বিভাগের শিক্ষার্থী মো. রাশেদিন খান সৃজন, মো. কাউসার আহমেদ, ইরফানুল ইসলাম সাহিল, মোহাম্মদ ইকতিয়াপ মাহমুদ সিয়াম ও মো. তানজির হোসেন। ইইই বিভাগের শিক্ষার্থী কাজী রাশেক-উর রহমান, ফারহান তানভীর, মেহেদী হাসান, স্বাধীন দেব, প্রিতম পোদ্দার জয় ও তালহা বিন আহমেদ। সিই বিভাগের আসিক এলাহি জোনায়েদ, আপন মিত্র ও নূর হাসান প্রিয়াম। আইন বিভাগের শিক্ষার্থী ইসলামুল হক জিসান, আরিফ বিল্লাহ মুহাম্মদ শাহেদ আনোয়ার ও তাহমিদুর রহমান-কে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন ইভেন্টে কৃতিত্বপূর্ণ স্থান অর্জন করায় পুরস্কৃত করা হয়।

 

এছাড়াও উক্ত অনুষ্ঠানে শর্ট ভিডিও কম্পিটিশন ২০২৪-এ বিজয়ী ইইই বিভাগের নিঝার উদ্দিন মজুমদার, যৌথভাবে ২য় স্থান অধিকারী সিএসই বিভাগের ইশতিয়াক আহমেদ নাফিস ও ব্যবসায় প্রশাসন বিভাগের জান্নাতুল ফেরদৌস রেশমি, যৌথভাবে ৩য় স্থান অধিকারী ইংরেজি বিভাগের অনোয় সাহা ও আইনবিভাগের ফাহিম আবরারকে পুরস্কার প্রদান করা হয়।

 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাইউস্টের সম্মানিত উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর হোসেন, বিএসপি, পিএসসি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন- “তোমাদের নিয়ে আমরা গর্বিত। তোমাদের প্রতিটি অর্জন আমরা উদ্‌যাপন করতে চাই। এখন থেকে প্রতি সেমিস্টারে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যারা কৃতিত্ব দেখাবে, তাদেরকেই সম্মান জানিয়ে পুরস্কৃত করা হবে।”

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্নেল মোহাম্মদ ইফতেখারুল হক, পিএসসি (অব.), রেজিস্ট্রার লে. কর্নেল খন্দকার মাহমুদ হোসেন, এসপিপি, পিএসসি (অব.), পরীক্ষা নিয়ন্ত্রক লে. কর্নেল শাব্বির আহমেদ সিদ্দিকী (অব.), অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ এবং শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।