ইমাম মাওঃ রফিকুল ইসলামের বিদায় ও সম্বর্ধনা
শিবগঞ্জে গাজীপুর ঈদগাহের ইমাম মাওঃ রফিকুল ইসলামের বিদায় ও সম্বর্ধনা অনুষ্ঠান দেশের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত

- Update Time : ০২:১৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
- / ১১৮ Time View
sonalishopbd.com
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতাঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার গাজীপুর ঈদগাহের ইমাম মাওঃ মোঃ রফিকুল ইসলামের বিদায় উপলক্ষে গাজীপুর ঈদগাহ কমিটির উদ্যোগে জনাব মাওঃ মোঃ গোলাম রব্বানীর সভাপতি সভাপতিত্বে গাজীপুর ঈদগাহ মাঠে এক বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঈদগাহ পরিচালনা কমিটির সাবেক সভাপতি জনাব মোঃ ফজলুর রহমান, মাওঃ একরামুল হক বিদায়ী ইমাম মাওঃ মোঃ রফিকুল ইসলাম সহ স্থানীয় সম্মানিত ব্যক্তিবর্গ । অনুষ্ঠানে বক্তারা গাজীপুর ঈদগাহ প্রতিষ্ঠা থেকে অদ্যাবধি উন্নয়নের ধারাবাহিক স্মৃতি চারণ করেন। তাঁরা বলেন, গাজীপুর ঈদগাহের ইমাম মাওঃ মোঃ রফিকুল ইসলামের আনুষ্ঠানিক বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান বাংলাদেশ উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। অনুষ্ঠানে মাওঃ রফিকুল ইসলাম কে সম্মাননা ক্রেস্ট ও অন্যান্য উপহার সামগ্রী দেওয়া হয়। একই জায়গায় অন্যান্য বারের ইফতার মাহফিলের আয়োজন করা হয় বলে জানা গেছে।