রাজশাহীতে সাংবাদিকের ওপর সশস্ত্র হামলা ও মোটরসাইকেল ছিনতাই নিরাপত্তাহীনতায় গণমাধ্যম কর্মীরা
- Update Time : ০১:০৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
- / ১৯৭ Time View

স্টাফ রিপোর্টার :
: মো: আতিকুর রহমান,
রাজশাহীতে ক্রমবর্ধমান ছিনতাই, হামলা ও অপরাধের শিকার হচ্ছেন গণমাধ্যম কর্মীরা। এরই ধারাবাহিকতায় এবার সশস্ত্র হামলা ও ছিনতাইয়ের শিকার হয়েছেন দৈনিক চৌকস পত্রিকার সাংবাদিক। ঘটনার পর আহত অবস্থায় তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
ভুক্তভোগী সাংবাদিকের নাম মোঃ রাজিব (৪৪)। তিনি মৃত আমজাদ আলীর পুত্র। তার বাড়ি রাজশাহীর মোহনপুর থানাধীন বসন্ত কেদার (বকপাড়া) এলাকায়।
এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ ডিসেম্বর ২০২৫ দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে রাজশাহী কলেজ শহীদ মিনারে মহান বিজয় দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ শেষে নিজ বাসায় ফিরছিলেন সাংবাদিক রাজিব। সে সময় তিনি তার Hero HF Deluxe 13S (১০০ সিসি) লাল রঙের, রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল যোগে রাজশাহী শহর থেকে মোহনপুরের উদ্দেশ্যে রওনা হন।

পথিমধ্যে আমচত্বর মোড় অতিক্রম করার পর তিনি লক্ষ্য করেন, একটি পালসার মোটরসাইকেলে করে তিনজন অজ্ঞাতনামা ব্যক্তি তাকে অনুসরণ করছে। তারা একাধিকবার রাজশাহী বিমানবন্দর ও নওহাটা ব্রিজ এলাকায় তাকে অতিক্রম করে সন্দেহজনকভাবে চলাচল করে।
পরবর্তীতে রাত আনুমানিক ৩টার দিকে, পবা থানাধীন হাসেন জুট মিলের সামনে পাকা রাস্তায় পৌঁছালে ওই তিনজন ব্যক্তি তার গতিরোধ করে। এ সময় তাদের মুখ ছিল মানকি টুপি ও মাথায় মাফলার দিয়ে ঢাকা। বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর। তাদের একজনের মুখে ছিল লম্বা দাড়ি।
হঠাৎ করে একজন দুর্বৃত্ত মোটরসাইকেল থেকে নেমে রামদা দিয়ে কোপ দিলে সাংবাদিক রাজিব মোটরসাইকেলসহ রাস্তায় পড়ে যান। প্রাণভয়ে তিনি হাসেন জুট মিলের কাঁটাতারের বেড়া টপকে ভেতরে প্রবেশ করলে দুর্বৃত্তরা “ধর ধর” বলে চিৎকার করতে থাকে। একপর্যায়ে তারা তার মোটরসাইকেলটি ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়।

ছিনতাইকৃত মোটরসাইকেলটির আনুমানিক মূল্য ১ লাখ ৩৫ হাজার টাকা। ইঞ্জিন নম্বর: A00504, চ্যাসিস নম্বর: C00327।
ঘটনার প্রত্যক্ষ ও পরোক্ষ সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে— মোঃ আলামিন (৩০), মোঃ আতিকুর রহমান (৩৩), মোঃ মাসুদ রানা (৪০) সহ আরও অনেকে।
পরিবারের সঙ্গে পরামর্শ করে পরে পবা থানায় অজ্ঞাতনামা তিনজনের বিরুদ্ধে এজাহার দায়ের করেন ভুক্তভোগী সাংবাদিক।
এ ঘটনায় সাংবাদিক মহলসহ সচেতন নাগরিকরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, রাজশাহী অঞ্চলে সাংবাদিকদের ওপর হামলা, হুমকি ও নির্যাতনের ঘটনা আশঙ্কাজনক হারে বাড়লেও কার্যকর প্রতিরোধ ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা চোখে পড়ছে না।
তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার, মোটরসাইকেল উদ্ধার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।























