০৩:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আদর্শ মানুষ গঠনে শিক্ষক-অভিভাবক যৌথ ভূমিকার গুরুত্ব: সোনাইমুড়ীর প্রফেসী স্কুলে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
Reporter Name
- Update Time : ০৩:০৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
- / ৫৫ Time View

মোহাম্মদ হানিফ নিজস্ব প্রতিনিধি
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়ায় প্রফেসী গ্রামার স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে স্কুল ক্যাম্পাসে আয়োজন করা এ অনুষ্ঠানে শিক্ষার্থী অভিভাবকদের উৎসবমুখর অংশগ্রহণে পরিবেশ ছিল প্রাণবন্ত।
সহকারী শিক্ষক মো. দ্বীন ইসলাম ও রাশেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সোনাইমুড়ী উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মো. মোহতাছিম বিল্লাহ। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন শিক্ষা মানেই আচরণের ইতিবাচক পরিবর্তন। ডিগ্রি নিলেই শিক্ষিত হওয়া যায় না, আচার আচরণে পরিবর্তন আনা এবং বিনয়ী হওয়াই প্রকৃত শিক্ষার পরিচয়। এসময় তিনি নৈতিকতা ও ব্যক্তিত্ব গঠনে শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসী গ্রামার স্কুলের প্রধান শিক্ষক চন্দ্রোদয় মজুমদার। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে অধ্যবসায়, শৃঙ্খলা ও নিয়মিত পড়াশোনার ওপর গুরুত্ব আরোপ করেন এবং অভিভাবকদের ভূমিকা নিয়ে পরামর্শ দেন।
বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসী গ্রামার স্কুলের উপদেষ্টা কামরুল হাসান জিটু বলেন, এই প্রতিষ্ঠানের পরিচালনায় রয়েছেন কয়েকজন আমেরিকান প্রবাসী। তাদের স্বপ্ন এখানে গড়ে উঠবে নীতি, আদর্শ ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত সোনার মানুষ। আমাদের লক্ষ্য ব্যবসা নয়, একটি মডেল স্কুল সৃষ্টি।
ইউএসএ প্রবাসী সমাজসেবক ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার আহসান হাবীবের সৌজন্যে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোনাপুর আলী আকবর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শহিদুল ইসলাম, ব্রজেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফারুক, সমাজসেবক আব্দুল মান্নান, চিকিৎসক ও একটিভিস্ট ডা. আরিফ মাহমুদ, রাজনীতিবিদ ও সমাজসেবক এইচ এম ইসমাইল হোসেন মিয়াজী, সমাজসেবী মাসুম উদ্দিন, ব্যবসায়ী শাহাদাত হোসেন, সোনাইমুড়ী কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি আলমগীর হোসেন, আমিশাপাড়া মডেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও জীবন আলো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান রাশেদ, সোনাইমুড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম মুন্সী প্রমুখ।
বিশেষ অতিথিরা বলেন শিক্ষার্থীকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকের যৌথ ভূমিকা অপরিহার্য। সন্তানদের আচরণ, চলাফেরা ও ডিজিটাল ডিভাইস ব্যবহারে অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তারা। এছাড়া শুধু সনদ নয়, বরং সমাজ ও দেশের কাজে লাগতে পারে এমন মানুষ তৈরির গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে কয়েকশো শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন। পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং অতিথিদের সম্মাননা প্রদান করা হয়।
Tag :






















