দেশ-বিদেশের মুসলমানসহ সকলকে ঈদ উল আযহার শুভেচ্ছা বাংলাদেশ নেজামে ইসলাম পাটির

- Update Time : ০২:৫৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
- / ৩২৮ Time View
বাংলাদেশ নেজামে ইসলাম পাটির সভাপতি মাওলানা ওবায়দুল হক বলেছেন ,প্রতিবছর গতানুগতিকভাবে ঈদ উল আযহা ত্যাগ মহিমায় পশু কুরবানীর মাধ্যমে পালিত হলেও রাষ্ট্রধম ইসলামের দেশ হিসেবে রাষ্ট্রিয়ভাবে কুরবানীর মাধ্যমে ঈদ উল আযহা পালন করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার (৫জুন,২০২৫ইং) ঈদ উল আযহা উপলক্ষ্যে দেশ-বিদেশের মুসলমানসহ সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন।
পাটির সভাপতি বলেছেন, ঈদ উল আযহা বা কুরবানীর ঈদে ধনী ব্যাক্তিরা পশু কুরবানী দিযে সমাজে দরিদ্রদের মাংস বিতরণের মাধ্যমে সারাদেশের ধনী-গরীব সবাই মাংশ খাওয়ার ইসলামী রীতি প্রচলিত আছে যা অন্য কোন পন্থায় বাস্তবায়ন করা সম্ভব নয়। দেশের গরীবরা সারাবছর মাংস ক্রয় করার সামথ্য না থাকলেও কুরবানীর মতো মাংস পাওয়াসহ বিভিন্ন ইসলামী নিয়ম-কানুন দেশে-বিদেশে কাজে লাগালে দারিদ্র বিমোচন, দূর্নীতি,মাদকমুক্ত সমাজ,দেশ গড়া সম্ভব ।
মাওলানা ওবায়দুল হক বলেন, বিশ্বে ধনী ব্যাক্তিরা বিভিন্ন প্রতিষ্ঠান,সংগঠন ও এনজিওর মাধ্যমে দারিদ্র বিমোচনে কাজ করে থাকলেও কোন উল্লেখযোগ্য সাফল্য পায়নি। একমাত্র ইসলামী বিভিন্ন নিয়ম-কানুনের মাধ্যমে ধনী-দরিদ্র ব্যবধান দুর করা সমাজ হতে সকল অন্যায়-দূর্নীতি ,মাদক দুর করা সম্ভব হবে। দেশ-বিদেশের মুসলমানদের ইসলামের শান্তির বার্তা সকলের কাছে ছড়িয়ে দিতে হবে যাতে সমাজ-দেশ-বিদেশ পরিচালনায় ইসলামকে অগ্রাধিকার দেয়া হয়।
কুরবানী (মাংস, চামড়ার টাকা )দরিদ্র মানুষের দারিদ্র বিমোচনে সহযোগিতা করে কিন্তু পশু কেনা-বেচা , পরিবহনে চাদাবাজিতে পশুর দাম বৃদ্ধি পায় , চামড়ার দাম অবিশ্বাস্যভাবে কম হওয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতি দুর করতে হবে। কুরবানীর চামড়ার ব্যাপারে ব্যাপক পরিকল্পনা করে চামড়ার দাম বৃদ্ধি করতে হবে।
ঈদ উল আযহা বা জ্বিলহ্বাজ মাসে হজ্বে আসা-যাওয়ার বিভিন্ন সমস্যা সমাধান করতে হবে। হজ্বের যাতায়াত জাহাজে ও প্রতিযোগিতামুলক মূল্যে সকল বিমান ভাড়া উন্মুক্ত করা ,স্বল্প মেয়াদের (৭-১০দিনে হজ্বের) ব্যবস্থা করতে পারলে খরচ অনেকাংশে কমানো সম্ভব হবে। বতমান অন্তবর্তীকালীন সরকারকে ইসলামী কার্যক্রম করাও সহযোগিতা করতে ইতিবাচক মনোভাব থাকতে হবে।
বাংলাদেশ নেজামে ইসলাম পাটির পক্ষ হতে ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়ে কুরবানীর মাংশ সকল দ্ররিদ্রদের মাঝে পেীছানোতে সরকারী-বেসরকারীভাবে ব্যবস্থা করা যাতে কেউ কোনভাবে কুরবানীর মাংশ হতে বাদ না পড়ে সে ব্যাপারে সকলকে সহযোগিতা করার আহবান জানিয়েছেন।(সংবাদ বিজ্ঞপ্তি )
ফেসবুক: https:// www.facebook.com/BangladeshNezameislamparty
ইউটিউব:www.youtube.com/@bangladeshnezameislamparty