১০:১৬ অপরাহ্ন, রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবদুল কাদির মোল্লা
নরসিংদী জেলাসহ দেশের গর্ব বিশিষ্ট দানবীর আবদুল কাদির মোল্লা

বিশেষ প্রতিনিধি
- Update Time : ০৬:০৭:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
- / ৩৬৮ Time View
এক কথায় আব্দুল কাদির মোল্লা: এক আলোকিত নাম
একজন দানবীর ও শিক্ষা অনুরাগী – একজন সত্যিকারের দানবীর শুধু সম্পদ বিলিয়ে দেন না, তিনি সমাজের অগ্রগতির জন্য স্বপ্ন দেখেন এবং তা বাস্তবায়নের জন্য নিরলস পরিশ্রম করেন। আমাদের সমাজে এমন অনেক মহৎ হৃদয়ের মানুষ আছেন, যাঁরা শিক্ষা বিস্তারে নিরবিচারে অবদান রেখে চলেছেন।
বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ দানবীর ও শিক্ষা অনুরাগী আব্দুল কাদির মোল্লা শুধু একজন সফল ব্যক্তি নন, তিনি একজন স্বপ্নদ্রষ্টা, যিনি সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য একটি আশার আলো হয়ে উঠেছেন। নরসিংদী জেলা সহ সারাদেশজুড়ে তাঁর অবদান অগণিত।
তিনি সারাদেশে শত শত মসজিদ, মাদ্রাসা, স্কুল ও কলেজ নির্মাণ করেছেন, যার প্রতিটিই নান্দনিক স্থাপত্য ও মানসম্মত শিক্ষার প্রতীক। এসব প্রতিষ্ঠান শুধু ইট-পাথরের বিল্ডিং নয়, বরং জ্ঞানের আলো ছড়ানোর একেকটি কেন্দ্রবিন্দু। তাঁর উদ্যোগে হাজারো দরিদ্র, অসহায় মানুষ পেয়েছেন সহায়তা, শিক্ষার্থীরা পেয়েছে বৃত্তি ও সুযোগ।
আব্দুল কাদির মোল্লা বিশ্বাস করেন—শিক্ষাই পারে জাতিকে পরিবর্তন করতে, মানবতা ছড়িয়ে দিতে পারে সমগ্র সমাজে। তাঁর নিরবিচারে দান, সমাজসেবামূলক কাজ ও উন্নয়নমূলক চিন্তাধারা তাঁকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।
এমন একজন মহৎপ্রাণ ব্যক্তিকে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই, যিনি নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়িয়ে সমাজে সত্যিকারের পরিবর্তন ঘটাচ্ছেন।
“আমার এলাকার একটি বিষয় “
দুই ভাই আব্দুল্লাহ ও নাইম তাদের বাবা মারা যায় এক রাজনৈতিক মিটিংয়ে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায়। তার মা মারা যায় ক্যান্সার আক্রান্ত হয়ে। তার একমাত্র ফুফু ভিক্ষা করে তাদের সংসার চালাচ্ছেন। আমি ও যুগান্তর স্বজন সমাবেশের বন্ধুগন যখন আবদার করলাম বিটা আছে ঘর নাই এমন দুটি বাবা ,মা হারা বাচ্চার বিষয়ে আপনার কিছু করার থাকলে করবেন। তিনি এক মাসের মধ্যে ওদের থাকার জন্য একটি পাকা ঘর করে দিলেন । এমন হাজারো নিদর্শন আছে সারা বাংলাদেশে। এক কথায় আব্দুল কাদির মোল্লা: এক আলোকিত নাম।
Tag :