০৭:০২ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

পঞ্চগড়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস যথাযোগ‍্য মর্যাদা ও শ্রদ্ধার সাথে পালিত

মোখলেছুর রহমান চৌধুরী
  • Update Time : ১২:০৪:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
  • / ২৮৯ Time View

ফেসবুক: https://www.facebook.com/BangladeshNezameislamparty

ইউটিউব:www.youtube.com/@bangladeshnezameislamparty

পঞ্চগড় জেলা প্রতিনিধি,মোখলেছুর রহমান চৌধুরী: পঞ্চগড় জেলার পাঁচটি উপজেলার ৪৩টি ইউনিয়ের সকল দপ্তরের শ্রমীকের ন‍্যায় সদর উপজেলার বিশাল ঐতিহ্যবাহী টুনির হাট লোড আনলোড কুলি শ্রমীক ইউনিয়ন রেজি নং(রাজ)২৬৫৬ প্রধান কার্যালয় টুনির হাট পঞ্চগড়।
ও পঞ্চগড় জেলা ট্রাক,ট্রাংকলড়ী,কাভার্ড ভ‍্যান,ট্রাক্টর পরিবহন শ্রমীক ইউনিয়ন রেজি নং (রাজ)২৬৪ এর অন্তভূক্ত টুনির হাট শ্রম কল‍্যান উপকমিটির সকল শ্রমীকদের আয়োজনে মহান আন্তজার্তিক মে দিবস (২০২৫)যথাযোগ‍্য শ্রদ্ধা ও মর্যাদার সাথে পালিত হয়।আজ ১লা মে (বৃহঃপতিবার) সকাল ৮ আট ঘটিকায় টুনির হাটে অবস্থিত পাশাপাশি দুই শ্রমীক অফিসের সকল শ্রমীকরা শ্রমীকের মাথার ঘাম পায়ে ফেলার পারিশ্রমীক সহ সরকারি ভাবে তাদের ন‍্যায‍্য অধিকারের দাবিতে সকলেই ঐক্য বদ্ধ হয়ে একই সময়ে ব‍্যানার হাতে নিয়ে রেলী যাত্রাশোভা,ঢাক,ঢোল বাজিয়ে যে যার মতো করে বিভিন্ন সড়ক প্রদক্ষিক করে নিজ নিজ শ্রমীক ইউনিয়ন কার্যালয়ে এসে শেষ হয়।এ সময় বক্তব‍্যে বক্তব‍্য রাখেন

 

জেলা কেন্দ্রীয় অফিস ভ‍্যান,রিক্সা,শ্রমীক ইউনিয়নের সভাপতি ভূমিজ উদ্দিন ভূমি,সাধারন সম্পাদক বকুল ইসলাম এবং সদর উপজেলার টুনির হাটের লোড,আনলোড,শ্রমীক ইউনিয়ন সভাপতি মোঃনজরুল ইসলাম,সহ সভাপতি মোঃসুমন আলী,সাধারন সম্পাদক মোঃজনি ও ট্রাক,ট্রাংকলড়ী,ক‍্যাভার্ড ভ‍্যান,ট্রাক্টর পরিবহন শ্রমীক ইউনিয়নের সভাপতি মোঃনাজির হোসেন,সাধারন সম্পাদক মোঃছিদ্দিকুর রহমান, তারা সকলেই শ্রমীকদের ন‍্যায‍্য অধিকারের দাবীও পঞ্চগড় জেলার সকল শ্রমীকদের বিপদ মুহুত্বে নিরাপত্তা ও ন‍্যায‍্য পারিশ্রমীক সহ সরকারি সকল সূযোগ-সুবিধার পাশাপাশি কল‍্যান ট্রাস্ট গঠনের জন‍্য সরকারের নিকট মিডিয়ার মাধ‍্যমে প্রানের দাবী জানান।

 

যাতে করে শ্রমীকরা কোন দূর্ঘটনার স্বীকার হলে হইলে যেন কল‍্যান ফান্ট হতে তাৎক্ষণিক ভাবে ভিকটিম ও তার পরিবার সার্বিক সহযোগিতা নিতে পারে শতভাগ এটাই প্রত‍্যাশা।

পরিশেষে জেলার সকল শ্রমীকদের প্রানের দাবী চাওয়া,পাওয়া ও আকাঙ্ক্ষা পঞ্চগড় জেলার একমাএ ভরসাঁ সম্মানীত জেলা প্রশাসক মোঃসাবেত আলী মহোদ্বয়ের মাধ‍্যমে সরাসরি সরকারের কার্যকারী দপ্তরে শ্রমীকদের প্রানের দাবিটুকু সংবিধান অনুযায়ী আবেদন করলে অত্র জেলার সকল শ্রমীকদের ভাগ‍্য উন্নয়ন নিশ্চিত হবে শতভাগ বলে মন্তব‍্য করেন শ্রমীকরা। পরিশেষে শ্রমীকদের সকল দাবী পূরনের জন‍্য প্রার্থনা করেন সমগ্র পঞ্চগড় বাসী।

Tag :

Please Share This Post in Your Social Media

Your email address will not be published. Required fields are marked *

thedailysarkar@gmail.com

About Author Information

পঞ্চগড়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস যথাযোগ‍্য মর্যাদা ও শ্রদ্ধার সাথে পালিত

Update Time : ১২:০৪:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫

ফেসবুক: https://www.facebook.com/BangladeshNezameislamparty

ইউটিউব:www.youtube.com/@bangladeshnezameislamparty

পঞ্চগড় জেলা প্রতিনিধি,মোখলেছুর রহমান চৌধুরী: পঞ্চগড় জেলার পাঁচটি উপজেলার ৪৩টি ইউনিয়ের সকল দপ্তরের শ্রমীকের ন‍্যায় সদর উপজেলার বিশাল ঐতিহ্যবাহী টুনির হাট লোড আনলোড কুলি শ্রমীক ইউনিয়ন রেজি নং(রাজ)২৬৫৬ প্রধান কার্যালয় টুনির হাট পঞ্চগড়।
ও পঞ্চগড় জেলা ট্রাক,ট্রাংকলড়ী,কাভার্ড ভ‍্যান,ট্রাক্টর পরিবহন শ্রমীক ইউনিয়ন রেজি নং (রাজ)২৬৪ এর অন্তভূক্ত টুনির হাট শ্রম কল‍্যান উপকমিটির সকল শ্রমীকদের আয়োজনে মহান আন্তজার্তিক মে দিবস (২০২৫)যথাযোগ‍্য শ্রদ্ধা ও মর্যাদার সাথে পালিত হয়।আজ ১লা মে (বৃহঃপতিবার) সকাল ৮ আট ঘটিকায় টুনির হাটে অবস্থিত পাশাপাশি দুই শ্রমীক অফিসের সকল শ্রমীকরা শ্রমীকের মাথার ঘাম পায়ে ফেলার পারিশ্রমীক সহ সরকারি ভাবে তাদের ন‍্যায‍্য অধিকারের দাবিতে সকলেই ঐক্য বদ্ধ হয়ে একই সময়ে ব‍্যানার হাতে নিয়ে রেলী যাত্রাশোভা,ঢাক,ঢোল বাজিয়ে যে যার মতো করে বিভিন্ন সড়ক প্রদক্ষিক করে নিজ নিজ শ্রমীক ইউনিয়ন কার্যালয়ে এসে শেষ হয়।এ সময় বক্তব‍্যে বক্তব‍্য রাখেন

 

জেলা কেন্দ্রীয় অফিস ভ‍্যান,রিক্সা,শ্রমীক ইউনিয়নের সভাপতি ভূমিজ উদ্দিন ভূমি,সাধারন সম্পাদক বকুল ইসলাম এবং সদর উপজেলার টুনির হাটের লোড,আনলোড,শ্রমীক ইউনিয়ন সভাপতি মোঃনজরুল ইসলাম,সহ সভাপতি মোঃসুমন আলী,সাধারন সম্পাদক মোঃজনি ও ট্রাক,ট্রাংকলড়ী,ক‍্যাভার্ড ভ‍্যান,ট্রাক্টর পরিবহন শ্রমীক ইউনিয়নের সভাপতি মোঃনাজির হোসেন,সাধারন সম্পাদক মোঃছিদ্দিকুর রহমান, তারা সকলেই শ্রমীকদের ন‍্যায‍্য অধিকারের দাবীও পঞ্চগড় জেলার সকল শ্রমীকদের বিপদ মুহুত্বে নিরাপত্তা ও ন‍্যায‍্য পারিশ্রমীক সহ সরকারি সকল সূযোগ-সুবিধার পাশাপাশি কল‍্যান ট্রাস্ট গঠনের জন‍্য সরকারের নিকট মিডিয়ার মাধ‍্যমে প্রানের দাবী জানান।

 

যাতে করে শ্রমীকরা কোন দূর্ঘটনার স্বীকার হলে হইলে যেন কল‍্যান ফান্ট হতে তাৎক্ষণিক ভাবে ভিকটিম ও তার পরিবার সার্বিক সহযোগিতা নিতে পারে শতভাগ এটাই প্রত‍্যাশা।

পরিশেষে জেলার সকল শ্রমীকদের প্রানের দাবী চাওয়া,পাওয়া ও আকাঙ্ক্ষা পঞ্চগড় জেলার একমাএ ভরসাঁ সম্মানীত জেলা প্রশাসক মোঃসাবেত আলী মহোদ্বয়ের মাধ‍্যমে সরাসরি সরকারের কার্যকারী দপ্তরে শ্রমীকদের প্রানের দাবিটুকু সংবিধান অনুযায়ী আবেদন করলে অত্র জেলার সকল শ্রমীকদের ভাগ‍্য উন্নয়ন নিশ্চিত হবে শতভাগ বলে মন্তব‍্য করেন শ্রমীকরা। পরিশেষে শ্রমীকদের সকল দাবী পূরনের জন‍্য প্রার্থনা করেন সমগ্র পঞ্চগড় বাসী।