জানখালী উলুবাড়িয়া হামিদিয়া দাখিল মাদ্রাসা এবং জানখালী সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রাজু আহমেদ

- Update Time : ০৩:১৮:২০ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
- / ২২৫ Time View
Sonali Shop – online shop in Bangladesh (sonalishopbd.com)
জানখালী উলুবাড়িয়া হামিদিয়া দাখিল মাদ্রাসা এবং জানখালী সম্মিলিত মাধ্যমিক
বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে রাজু আহমেদ বিবেচিত।
পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার দুটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান—
জানখালী উলুবাড়িয়া হামিদিয়া দাখিল মাদ্রাসা ও জানখালী সম্মিলিত মাধ্যমিক
বিদ্যালয়—এর পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে বিশিষ্ট শিক্ষাবিদ রাজু
আহমেদ বিবেচিত হয়েছেন।
রাজু আহমেদ একজন পেশাদার শিক্ষক এবং সরকারি কর্মচারী। তিনি স্নাতক ও
স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের পাঠদান করেন এবং দীর্ঘদিন ধরে
শিক্ষাক্ষেত্রে দক্ষতা, নৈতিক শিক্ষা ও সমাজ উন্নয়নে অবদান রেখে আসছেন।
শিক্ষার প্রসারে তাঁর চিন্তাভাবনা ও উদ্যোগ শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে
ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
নতুন দায়িত্ব গ্রহণে প্রতিশ্রুতি
নতুন দায়িত্ব পাওয়ার পর রাজু আহমেদ বলেন, "শিক্ষা একটি জাতির সবচেয়ে
গুরুত্বপূর্ণ সম্পদ। আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে এই দায়িত্ব
পালনের চেষ্টা করব। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা,
শিক্ষাপ্রতিষ্ঠান দুটির অবকাঠামো ও শিক্ষার পরিবেশ উন্নয়ন করা এবং
শিক্ষকদের কল্যাণে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য।''
তিনি আরও বলেন, "শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের সমন্বিত
প্রচেষ্টায় আমরা এই প্রতিষ্ঠানগুলোকে একটি আদর্শ শিক্ষাঙ্গনে পরিণত
করতে পারব। এজন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।"
শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয়দের প্রতিক্রিয়া
প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকগণ রাজু আহমেদের সভাপতিত্বকে স্বাগত
জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেছেন যে, তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠান দুটি
শিক্ষার গুণগত মান আরও উন্নত করবে এবং শিক্ষার্থীরা আধুনিক শিক্ষার
সুযোগ লাভ করবে।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও মনে করেন যে, শিক্ষাক্ষেত্রে রাজু আহমেদের
অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ প্রতিষ্ঠান দুটি এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে এবং
শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।(প্রেস বিজ্ঞপ্তি )