মাওলানা আবদুল লতিফ নেজামী (রহ:)
রাষ্ট্রিয় ধম ইসলামও সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ হিসেবে বাংলাদেশের রাষ্ট্রিয় বাজেট ঘোষণা করতে হবে— বাংলাদেশ নেজামে ইসলাম পাটি

- Update Time : ১০:২৩:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
- / ৩০৭ Time View
বাংলাদেশ নেজামে ইসলাম পাটির সভাপতি মাওলানা ওবায়দুল হক বলেছেন ,
বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রিয় ধম ইসলাম থাকলেও রাষ্ট্রিয় ধম ইসলাম ও
বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ বা বিরানব্বই শতাংশ মুসলমানের দেশ হিসেবে
বাংলাদেশ পরিচালিত ও রাষ্ট্রিয় বাজেট করা হয়না। বতমান অন্তবর্তী সরকারকে
বাংলাদেশের রাষ্ট্রিয় ধম ইসলাম ও বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ বা বিরানব্বই
শতাংশ মুসলমানকে বিবেচনা করে বাংলাদেশের রাষ্ট্রিয় বাজেট ঘোষণা করতে হবে।
শুক্রবার (৩০ মে,২০২৫ইং) আসন্ন বাজেট ঘোষণা বিষয়ে এক সংবাদ বিবৃতিতে তিনি
এ কথা বলেন।
পাটির সভাপতি বলেছেন, দেশের উন্নয়নে কাজ করা রাজনৈতিক দল ও এনজিওর মধ্যে
পাথক্য হলো রাজনৈতিক দল দেশের সংখ্যাগরিষ্ঠ জণগণের দাবী-দাওয়া , উন্নয়ন,ও
সমস্যা সমাধানে কাজ করে ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্ঠা করে থাকে। আর
এনজিওদের কাজ হলো দাতা সংস্থা ইচ্ছা ও নির্দেশানুসারে দেশের উন্নয়ন বা
কাযক্রম পরিচালনা করা । অত্যন্ত দু:খজনক দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের
বিবেচনা করে বাংলাদেশের রাষ্ট্রিয় বাজেট করা বা বাংলাদেশকে পরিচালিত
হওয়ার ব্যাপারে এনজিও ও রাজনৈতিক দলগুলোকে তাদের কাযক্রম করতে দেখা
যায়না।
বাংলাদেশ নেজামে ইসলাম পাটির পক্ষ হতে রাষ্ট্রধর্ম ইসলামের দেশ হিসেবে
বাজেট প্রণয়ন করা ,মানুষের মেীলিক চাহিদা (অন্ন, বস্ত্র,বাসস্থান,শিক্ষা,
চিকি’সা)পূরণ করা ,চাল ,ডাল ,তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের তালিকা করে
জণগণের ক্রয়ক্ষমতা বিবেচনা করে প্রয়োজনে ভতুকি প্রদান করা যাকাতভিত্তিক
অথনীতি চালু করাসহ মসজিদ-মাদরাসায় বিদ্যুৎবিল মওকুফ করা ,দূনীতি , অপচয়,
কমাতে হবে , দারিদ্র দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক নিরাপত্তা
বলয় গড়ে তুলতে হবে, বেকার ভাতা চালু করা, ক্ষুদ্র ব্যবসায়ীদের সূদমুক্ত
ঋণ দেয়া ,রাজনৈতিক দলের কাযক্রমে বরাদ্দ চালু করা , কৃষি খাতে ভতূকির
ব্যবস্থা করা,রোহিঙ্গা সমস্যা সমাধান করা , ধর্মের উপর কটুক্তি করার
ব্যাপারে কঠোর আইন এবং আইনের শাসন ব্যবস্থা শক্তিশালী করা ,বিদেশী কর্মরত
নাগরিকদের ভোট দেওয়ার ব্যবস্থা করাসহ তাদের সমস্যা সমাধান করা , মাদরাসা
শিক্ষা বিশেষ করে কওমী সেক্টরে সরকারী অনুদানের জন্য বিশেষ বরাদ্দ রাখা
,স্থানীয় সরকারকে শক্তিশালী করে রাজধানী কেন্দ্রীক কার্যক্রম সীমিত করা ,
সংসদকে কার্যকর করাসহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করা ,
মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে সংবাদপত্র শিল্পের সুযোগ-সুবিধা
বৃদ্ধি করা ,মধ্যস্বত্বভোগী ও বাজার সিন্ডিকেটের দেীরাত্ব কমিয়ে
মধ্যবিত্তদের ক্রয়ক্ষমতা বিবেচনা করে দ্রব্যমূল্যের দাম কমানোর প্রস্তাব
করা হয়েছিল।(সংবাদ বিজ্ঞপ্তি)
ফেসবুক: https:// www.facebook.com/BangladeshNez
https://shorturl.fm/uyMvT