রায়পুরায় ব্যবসা করতে গিয়ে প্রতারিত হলেন সোহেল \ প্রতারক গ্রেপ্তার

- Update Time : ০১:৩২:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
- / ১৫২ Time View
স্টাফরির্পোটার : আপনিব্যবসাকরবেন,দেখে শোনেব্যবসাকরেন। কাউকেবিশ্বাসকরে কোনব্যবসাকরতে গেলেন- সে লোকটিআপনাকেঠকাবেনাএমন কোনগ্যারন্টি নেই। ঐ লোকটিরমাধ্যমে আপনিহতেপারেনপ্রতারিত। সস্প্রতিএমনএকটিঘটনা ঘটেছে রাযপুরা পৌরএলাকাররাজনগরগ্রামের মোরহমতউল্লাহ সোহেলের সাথে। শেষ পর্যন্তসরলবিশ্বাসেব্যবসাকরতেগিয়েতিনিহয়েছেননিঃশ্ব। পরিবারপরিজননিয়েতিনিএখননিরুপায়। টাকাউদ্বারেতারব্যবসায়ীপার্টনারেরবিরদ্ধে করতেহয়েছে থানায়মামলা।
ফেসবুক: https://www.facebook.com/BangladeshNezameislamparty
ইউটিউব:www.youtube.com/@bangladeshnezameislamparty
মামলারএজাহার সূত্রে জানাযায়, সোহেলঢাকার মোহাম্মদপুরএলাকায় পোলট্রি ব্যবসাকরেআছসিলেন। ভালইকাটছিলোসংসারজীবন। হঠাৎ দেখাহয়আবুলকালামনামে এক ব্যক্তির সাথে।তারওবাড়ীরায়পুরাউপজেলারপলাশতলীইউনিয়নেরসাহাপুরএলাকায়। কালামগার্মেন্টস ব্যবসাকরতোসাভারইপিজেডএলাকায়।গার্মেন্টস থেকে নারীপুরুষেরকাপড়কিনেপাইকারিবিক্রি করতোবিভিন্নএলাকায়।একইএলাকায় দুজনেরবাড়ীহওয়ারতাদের সম্পর্ক হয়খুবইগভীর।এইসুযোগেকালাম সোহেলকেপ্রস্তাবকরেনতার সাথে ব্যবসায়জরিতহতে। প্রথমদিকদিয়ে সোহেলরাজিনাহলেও এক পর্যায়েকালামের সাথে ব্যবসায়করতেরাজিহন।পরে স্বাক্ষীরসামনে স্ট্যাম্পকরেকালামকেটাকা দেন ব্যবসায় জরিত ও হন। টাকা প্রদানের পর পরইযাঘটলো সোহেলের সাথে–।কালাম যোগাযোগবন্ধকরে দেন সোহেলের সাথে। খোজাখোজিরপরেএকদিন দেখাহয়কালামের সাথে। ঐ সময়টাকাউদ্ধারচাপ দেন সোহেলকালামকে।এচাপে সোহেলকে দুটি চেক সইকরে দেন কালাম। পরেরদিন চেক নিয়েব্যাংকেগিয়ে দেখেন,কালামেরএকাউন্ট সেইপরিমানটাকা নেই। ফলে চেক হয়ডিজঅর্নার। এ দিকেব্যাংক থেকে টাকাউত্তোলনকরতেনাপরেপাগলপ্রায়হয়েযান সোহেল। পরেটাকাউদ্ধারেপুনরায়টাকাপাওয়ারজন্য চাপ দেন কালামকেতিনি।তখনই বেকেবসেনকালাম,শেষ পর্যন্ত কালাম সোহেল কে হুমকী দুমকীএমনকিপ্রাননাশেরহুমকী প্রদানকরাহয়। নিরুপায়হয়ে সোহেলা থানায়টাকাউদ্ধারে থানায়করেনমামলা।
এ ব্যাপারে সোহেলবলেনসরলবিশ্বাসেকালামকেটাকাদিয়েআজ সে নিস্ব।এবংআবুকালামআশুলিয়া থানার” প্রচারসম্পাদকছিলেনআওয়ামীলীগের “। এইমুহূর্তে টাকাউদ্ধারেরজন্য পথে পথে ঘুরছেন।
এ বিষয়েরায়পুরা থানারওসি মো: আদিলমাহমুদ বলেন, কালামেরবিরুদ্ধে থানায়প্রতারনা ও প্রাণনাশেরহুমকিরমামলাহলে,তাকে গ্রেপ্তারকরেআদালতে প্রেরনকরাহয়েছে।আবুলকালাম জেলহাজতে থাকায়তার বক্তব্য নেওয়াযায়নি।