রাজশাহীতে খেজুরের রস ছাড়াই ভেজাল গুড় তৈরির পাঁচ কারখানার সন্ধান
- Update Time : ০৮:৩৯:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
- / ৭৯ Time View

রাজশাহী প্রতিনিধি: মোঃ আতিকুর রহমান :
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার শাহাপুর এলাকায় খেজুরের রস ছাড়া কেমিক্যাল ও চিনি মিশিয়ে ভেজাল গুড় তৈরির পাঁচটি কারখানার সন্ধান পেয়েছে র্যাব ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার সকালে যৌথভাবে পরিচালিত অভিযানে এসব কারখানা থেকে বিপুল পরিমাণ রাসায়নিক মিশ্রিত গুড়, চিনি, রং, চুন ও হাইড্রোজ জব্দ করা হয়।
অভিযানসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় ভেজাল গুড় তৈরির অভিযোগ পাওয়া যাচ্ছিল। গোপন প্রতিবেদনের ভিত্তিতে অভিযান চালিয়ে দেখা যায়, কোনো প্রকার খেজুর বা আখের রস ছাড়া বিভিন্ন ক্ষতিকর উপাদান মিশিয়ে ‘খেজুরের গুড়’ নামে বাজারজাত করা হচ্ছিল। পরীক্ষায় পাওয়া যায়, এসব গুড়ে চিনির পরিমাণ অত্যধিক এবং রসের অস্তিত্ব নেই।
অভিযান চলাকালে একটি কারখানার মালিক আসাদুল হক পালিয়ে গেলে তার স্ত্রী দাবি করেন তারা “চিনি গুড়” তৈরি করছেন। তবে বাজারে তা খেজুরের গুড় হিসেবেই বিক্রি হচ্ছিল।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ইব্রাহিম হোসেন জানান, জনস্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তায় ঝুঁকি সৃষ্টি করায় পাঁচ কারখানা মালিককে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভেজাল দমনে ভবিষ্যতে আরও অভিযান চালানো হবে বলেও তিনি উল্লেখ করেন।
র্যাব–৫ এর উপ-অধিনায়ক মেজর মুস্তাফিজুর রহমান বলেন, ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করে দীর্ঘদিন ধরে খেজুরগুড়ের নামে প্রতারণা করা হচ্ছিল। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।
এ ঘটনায় ভোক্তাদের সতর্ক থাকার পাশাপাশি সন্দেহজনক পণ্যের ক্ষেত্রে নিকটস্থ ভোক্তা অধিকার কার্যালয়ে অভিযোগ জানানোর আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।




















