০৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাহে রমযানে রাজনীতি ,রাজনীতিবিদ, রাজনৈতিক দলের গণতান্ত্রিক চর্চা ও আইনের শাসনের মাধ্যমে বাংলাদেশকে পরিচালিত করার জন্য আল্লাহর কাছে দোয়া করার আহবান বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির

Reporter Name
- Update Time : ০৪:৩৪:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
- / ১৪২ Time View
মাহে রমযানে রাজনীতি ,রাজনীতিবিদ, রাজনৈতিক দলের গণতান্ত্রিক চর্চা ও আইনের শাসনের মাধ্যমে বাংলাদেশকে পরিচালিত করার জন্য আল্লাহর কাছে দোয়া করার আহবান জানিয়েছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা ওবায়দুল হক ।
শুক্রবার (১৪ মার্চ ২০২৫ইং) সাপ্তাহিক আলোচনা দিবস (প্রতি বৃহস্পতিবার) উপলক্ষ্যে বিবৃতিতে তিনি এ আহবান জানান।তিনি বলেন, ২০২৪ সালে হাজারের বেশী নাগরিকের প্রাণের বিনিময়ে সরকার পরিবর্তন করা হয়েছে । প্রতিবার নির্বাচিত সরকার গঠন গণতান্ত্রিকভাবে নির্বাচনের মাধ্যমে যাতে করা যায় সেজন্য মাহে রমযানে আল্লাহর কাছে দোয়া করতে হবে। সৃষ্টিকর্তা আল্লাহ ভীতি ও নির্দেশনাকে কাজে লাগিয়ে দেশের নাগরিকদের সুনাগরিকে পরিণত করতে হবে। দোয়া কবুলের রমযান মাসে বিরানব্বই শতাংশ মুসলমানের বাংলাদেশে স্বাধীনতা , অস্তিত্ব ও দেশের উন্নতি,গণতান্ত্রিক চর্চা ও আইনের শাসনে কোন বিভেদ না ঘটিয়ে দলমত নিবিশেষে ঐক্যবদ্ধ হতে হবে ।
মাওলানা ওবায়দুল হক বলেন, মাগুরায় বোন আছিয়া ধষর্ণে মৃতে্তে মাগফেরাত কামনা করে বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে সমাজে অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। আইন সবার জন্য সমান , অপরাধ করলেই সবা্ইকে বিচারের মুখোমুখি হতে হবে এই শ্লোগানে একমত হয়ে বোন আছিয়ার প্রতি সহমর্মিতা দেখাতে হবে। অন্যথায় আছিয়া হত্যার বিচার চাওয়া হবে হাস্যকর ও লজ্জাজনক বিষয়। ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে লাখ লাখ মানুষের মৃত্যেুর মধ্য দিয়ে বাংলাদেশের সুচনা হলেও আইনের শাসন বা আইন সবার জন্য সমান করা যায়নি বরং যার হাতে অর্থ বা সরকারী ক্ষমতা তাকে বিচারের মুখোমুখী করা কঠিন । ২০২৪ সালে কয়েক হাজার মানুষের আত্মত্যাগ হলেও অর্থের বা সরকারী ক্ষমতার অপব্যবহার করার কোন পরিবর্তন করা সম্ভব হয়নি।
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সাবেক সভাপতি মাওলানা আবদুল লতিফ নেজামী (রহ:) ১৭ই রমযান( বদর দিবসে)) ৫ম মৃত্যুবাষিূকী উপলক্ষ্যে সভাপতি বলেন, মাওলানা আবদুল লতিফ নেজামী (রহ:)ছিলেন সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বাংলাদেশকে মুসলিম দেশ হিসেবে বিশ্বে প্রতিাষ্ঠত করার সংগ্রামে তৎপর। ১৯৪৭ সালে মুসলিম দেশ হিসেবে এ ভুখন্ডের তৈরী হওয়া মানচিত্রের , মুসলিম দেশ হিসেবে বাংলাদেশ পরিচালিত হওয়াসহ রাষ্ট্রিয় বাজেটে মসজিদ-মাদরাসা ইসলামী প্রতিষ্ঠনগুলো পরিচলিত হওয়াসহ ইসলামী রাজনীতিসহ জাতীয় রাজনীতিতে সৎ,পরিচ্ছন্ন,অনুসরনীয় রাজনীতিবিদ হিসেবে দায়িত্ব পালন করে গেছেন।

রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য ইসির সোমবার(১০ মার্চ) গণবিজ্ঞপ্তি জারি করার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা ওবায়দুল হক বলেন, বিগত দিনে অধিকাংশ রাজনৈতিক দল কোর্টের মাধ্যমে নিবন্ধন পেয়েছে। ১৯৭১সালে মুক্তিযুদ্ধসহ সকল ধরনের আন্দোলনে সমানভাবে সকল রাজনৈতিকদলগুলো অংশগ্রহণ করলেও নির্বাচনে অংশগ্রহণ করতে গেলে নানরকম শর্তাবলি দিয়ে সংসদে জণগণের কথা বলার সুযোগ থেকে বঞ্জিত করা হচ্ছে ।নিবন্ধিত দলে মহিলাদের অংশগ্রহণসহ বিভিন্নভাবে শর্ত পূরণ করা হয়নি। আদালতে না গিয়ে রাজনৈতিক দলগুলোকে নিরপেক্ষ ভাবে ইসির পক্ষে নিবন্ধন নেয়া সম্ভব কিনা এটা ঠিক করতে হবে অন্যথায় নিবন্ধন পদ্ধতি বাতিল করা উচিত।
সাপ্তাহিক আলোচনা দিবসে(প্রতি বৃহস্পতিবার) , শুক্রবার (১৪ মার্চ) প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘের মহাসচিবের কক্সবাজারের উখিয়ায় প্রায় এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার মাহফিলে অংশ নেওয়ায় সফলতা কামনা, গত তিন মাসে ব্যাংকগুলোতে প্রায় পাঁচ হাজার কোটিপতি হিসাবধারীর সংখ্যা বেড়েছে , আসন্ন ঈদের ছুটিতে ট্রেনের টিকেটে নৈরাজ্য বন্ধ করা, দেশের পর্নোগ্রাফির ওয়েবসাইট বন্ধ করায় সন্তোষ প্রকাশ, রমজান সহ সবসময় নিত্যপণ্যের দাম ক্রেতার নাগালের মধ্যে রাখার আহবান জানানো হয়।(বিজ্ঞপ্তি)

Tag :
I was reading through some of your content on this website and I believe this website is rattling informative ! Continue putting up.
I’m impressed, I need to say. Really not often do I encounter a blog that’s each educative and entertaining, and let me inform you, you have got hit the nail on the head. Your concept is outstanding; the problem is something that not sufficient persons are talking intelligently about. I am very joyful that I stumbled throughout this in my search for something relating to this.
I got what you mean ,saved to fav, very decent website .