মাটিকাটা ইউনিয়নে নির্বাচন কেন্দ্র কমিটি গঠন ও প্রচারণা জোরদার—শরীফ উদ্দিনের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত
- Update Time : ০২:০০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
- / ৮৮ Time View

স্টাফ রিপোর্টার: মো: আতিকুর রহমান :আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-১ (তানোর–গোদাগাড়ী) আসনের ৬নং মাটিকাটা ইউনিয়নের ২নং, ৪নং, ১নং ও ৮নং ওয়ার্ডের নির্বাচন কেন্দ্র পরিচালনা কমিটি গঠন এবং এলাকায় নির্বাচনি প্রচারণা সক্রিয় করতে আলোচনা সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর ২০২৫) দুপুরে মাটিকাটা ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রভিত্তিক নেতাকর্মীদের উপস্থিতিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় কেন্দ্র পরিচালনা কমিটির কাঠামো, ভোটারদের সঙ্গে যোগাযোগ কৌশল, মাঠ পর্যায়ের প্রচারণার পরিকল্পনা এবং নির্বাচনি দিন করণীয় বিষয়ে বিস্তৃত আলোচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক প্রধানমন্ত্রীর সামরিক সচিব এবং রাজশাহী-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন।
তিনি বলেন,
“জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রতিটি কেন্দ্রে সুসংগঠিত কমিটি গঠন ও শক্তিশালী মনিটরিং ব্যবস্থা নির্বাচনে সাফল্যের মূল চাবিকাঠি।” তিনি আরও আহ্বান জানান, নেতাকর্মীরা যেন ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন এবং বিএনপির ইশতেহার ও পরিবর্তনের বার্তা তুলে ধরেন।
সভায় আরও উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা বিএনপি, গোদাগাড়ী পৌর বিএনপি ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সংগঠনকে আরও গতিশীল ও ঐক্যবদ্ধ করে মাঠে নামার বিকল্প নেই।
উঠান বৈঠকে স্থানীয় জনগণ ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। তারা কেন্দ্রভিত্তিক দলের প্রস্তুতি, নিরাপত্তা পরিস্থিতি, ভোটার সচেতনতা এবং নির্বাচন সংশ্লিষ্ট সমস্যাবলী নিয়ে মতামত প্রদান করেন।
সভায় শেষে নির্বাচন কেন্দ্র পরিচালনা কমিটির সদস্যদের নাম চূড়ান্ত করার প্রক্রিয়া শুরু হয় এবং দ্রুততম সময়ের মধ্যে কমিটি গঠন করে মাঠে কাজ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয় ।




















