বাঁশখালীতে রিপু আক্তার হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
- Update Time : ০৩:৫৮:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
- / ৬০ Time View
চট্টগ্রাম অফিস , চট্টগ্রাম জেলা : বাঁশখালী উপজেলার কাথরিয়া এলাকায় রিপু আক্তার হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মোক্তার হোসেন (৪০)–কে গ্রেপ্তার করেছে র্যাব। তিনি উত্তর জলদীর মৃত আজম উল্লাহর ছেলে। গতকাল রবিবার (২৩ নভেম্বর) বিকেলে পৌরসভার উত্তর জলদী কাজী মসজিদ এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, বাঁশখালী পৌরসভার লস্করপাড়া এলাকার নুর মোহাম্মদ প্রকাশ মিয়ার স্ত্রী রিপু আক্তার। রিপু আক্তার এবং মামলার আসামিরা নিকটাত্মীয়। আসামিদের সঙ্গে রিপু আক্তারের বাপের বাড়ির লোকজনের সম্পত্তির বিরোধ ও মামলা চলছে। ঘটনার দুইদিন পূর্বে রিপু আক্তার বাবার বাড়িতে বেড়াতে যায়। গত ২৩ অক্টোবর বাড়ির উঠানে হাঁটার সময় আসামিরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। রিপু প্রতিবাদ করায় তাকে লাঠি, লোহার রড ও ইট দিয়ে পিটিয়ে আহত করে। রিপুর আর্তচিৎকারে আসামিরা পালিয়ে যাওয়ার পর মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার স্বামী নুর মোহাম্মদ প্রকাশ মিয়া বাদী হয়ে বাঁশখালী থানায় হত্যা মামলা দায়ের করেন।
আটক আসামি মোক্তারকে বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।




















