পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পঞ্চগড় জেলা কারাগারে বন্দিদের সাথে ঈদ উৎযাপন করলেন জেলা প্রশাসক

- Update Time : ০৩:২০:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
- / ১৮২ Time View
পঞ্চগড় প্রতিনিধি:পবিত্র ঈদের নামাজের ব্যাবস্থা সহ বিশেষ উন্নত মানের খাবারের ব্যাবস্থা করেছেন পঞ্চগড়ে এই প্রথম তিনি।ঈদের আনন্দ যেন কারাবন্দি জীবনের গন্ডি পেরিয়ে সবার মাঝে ছড়িয়ে পড়ে,সেই লক্ষেই এই মহতী উদ্যোগ গ্রহন করেন পঞ্চগড় জেলা প্রশাসক মোঃ সাবেত আলী এ উদ্যেগে কারাগারের ১৭২ জন বন্দিদের মাঝে ঈদের দিন সকালের খাবার পায়েস,সোমাই ও দুপুরের খাবার বিরিয়ানি,মুরগির রোস্ট,গরুর মাংস,রাতে খিচুড়ী,খাসির মাংস সালাদ ও ডিম সহ নানান খাবারের আয়োজন করা হয়েছে।এছাড়াও বন্দিদের মানষিক স্বস্তি এবং বিনোদনের জন্য বিশেষ ব্যাবস্থা করা হয়েছে।বিশেষত ঈদের মতো উৎসবের দিনগুলোতে বন্দিরা তাদের পরিবার ও সমাজ থেকে বিচ্ছিন্ন থাকায় তাদের মানষিক আস্থা সংকট পূর্ন হয়ে উঠতে পারে।তাই এই পরিস্থিতি বিবেচনায় পঞ্চগড় জেলা কারাগারের এ উদ্দ্যেগ তাদের মধ্যে নতুন করে আনন্দ এবং উৎসাহের সঞ্চার হয়েছে।এসময় পঞ্চগড় জেলার সম্মানিত জেলা প্রশাসক মোঃসাবেত আলী মহোদ্বয় সহ উপস্থিত ছিলেন পঞ্চগড় জেল সূপার মোঃবজলুর রসীদ,সদর থানার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃজাকির হোসেন সহ অনেকেই।তারা সবাই বন্দিদের মাঝে খাবার বিতরন করেন।এবং বন্দিদের সঙ্গে কথা বলেন তাদের খোঁজ খবর নেন।তাদের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে বন্দিরা সবাই আনন্দিত হয়।
ঈদে এমন খাবার পেয়ে বন্দিরা অত্যান্ত আনন্দিত হয়েছেন তাদের চোখে মুখে খুশির ঝিলিক এবং মানষিক প্রশান্তী স্পষ্ট ফুটে উঠেছে।বন্দিদের এ উল্লাসে কারাগাড়ের ভিতরে থেকেও ঈদ উৎযাপন করতে পারব।ঈদে এমন খাবার পেয়ে আমরা অনেক প্রান ভরে আনন্দিত হয়েছি।জানান কারা বন্দিরা।জেলা প্রশাসক মোঃসাবেত আলী বলেন,এমন একটি উদ্যেগ সত্যিই প্রশংসনীয় বন্দিদের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে এই প্রয়াস তাদের জীবনে নতুন আশার আলো জ্বালাবে।জেল সুপার মোঃ বজলুর রসিদ বলেন, বন্দিদের প্রতি আমাদের ও দ্বায়িত্ব যথাযথ রয়েছে।তারা মানুষ এবং আমরা চাই তাদের মধ্যে সামাজিক মূল্যবোধ তৈরী হোক।এই উদ্যোগে তারই একটি অংশ।
কারা মহাপরিদর্শক ও কারা উপ মহাপরিদর্শক মহোদ্বয়ের সার্বিক দিক নির্দেশনা অনূযায়ী আমরা কাজ করছি।সুশিল সমাজ মনে করে কারা কতৃপক্ষের এই মহতী উদ্যোগের মাধ্যমে কারাগারের মানবিক পরিবেশ আরও উজ্জল হয়েছে।এটি বন্দিদের মাঝে সামাজিক মূল্যবোধ আরো উজ্জল করবে।এবং তাদের মানষিক ভাবে প্রফুল্ল রাখবে।এছাড়াও উদ্যোগটি অন্য কারাগার গুলোর জন্য একটি অনূপ্রেরনা হয়ে থাকবে। এমন উদ্দ্যোগ শুধু বন্দিদের জন্য আনন্দের বার্তা বয়ে আনেনা,বরং সমাজের প্রতি মানবিক দায়িত্ব পালনের একটি উজ্জল উদাহরন তৈরী করে।পঞ্চগড় জেলা কারাগারের এই কার্যক্রম নিঃসন্দেহে দেশের কারা ব্যাবস্থার উন্নয়নে একটি মাইল ফলক হয়ে চিরদিন থাকবে বলে কামনা করেন সমগ্র পঞ্চগড় বাসী।
F*ckin’ amazing things here. I’m very glad to see your post. Thanks a lot and i am looking forward to contact you. Will you kindly drop me a e-mail?