পঞ্চগড়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষে প্রেস ব্রিফিং সিভিল সার্জন কার্যালয় হলরুমে

- Update Time : ০৩:৩৮:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
- / ১১৪ Time View
পঞ্চগড় জেলা প্রতিনিধি,মোখলেছুর রহমান চৌধূরী: ১৫ই মার্চ ২০২৫ খ্রিঃ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষে আজ বৃহঃপতিবার বিকাল 2(দুই)ঘটিকায় সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে সম্মানীত সিভিল সার্জন, জেলা সাংবাদিকদের কে নিয়ে জেলা,উপজেলা,পৌরসভা ভিত্তিক লক্ষ্য মাত্রা,কেন্দ্র সংখ্যা ও স্বেচ্ছাসেবকের সংখ্যা প্রসঙ্গে আলোচনা প্রদান করেন।জাতীয় পুষ্টিসেবা ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান স্বাস্থ্য অফিদপ্তর,স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয় এর নির্দেশনায় সমগ্র দেশের ন্যায় পঞ্চগড়ে একই সময়ে চালু হতে যাচ্ছে।ভিটামিন ‘এ’ক্যাম্পেইন শিশু মৃত্যুর ঝঁকি কমান।শিশুর বয়স ৬ মাস পূর্ণহলে মায়ের দুধের পাশাপাশি পরিমান মত ঘরে তৈরী সুষম খাবার খাওয়ান।জন্মের পর পরই নবজাতক কে শালদুধ সহ মায়ের দুধ খাওয়ানো শুরু করেন।জন্মের পর ৬মাস(১৮০দিন)শুধুমাত্র মায়ের দুধ খাওয়ান।পানি,মধু,চিনি বা মিসরির পানি ইত্যাদী খাওয়ানো যাবে না।শিশুর বয়স ৬ মাস পূর্ন হলে মায়ের দুধের পাশাপাশি পরিমান মত ঘরে তৈরী করে সুষম খাবার খাওয়ান।ছয় ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে একটি নীল রঙ্গের ভিটামিন ভিটামিন ‘এ’ক্যাপসুল খাওয়ান। ১২ থেকে-৫৯ মাস বয়সী শিশুকে একটি লাল রঙ্গের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান।মা ও শিশুর পুষ্টি নিশ্চিতকরনে গর্ভবর্তীও প্রসূতি মায়েদের স্বাভাবিকের চেয়ে বেশি পরিমানে ভিটামিন ‘এ’ সমৃদ্ধ প্রাণিজ খাবার(মাছ,মাংস,ডিম,দুধ,কলিজা) ও উদ্ভিজ খাবার (হলুদ ফলমূল ও রঙিন শাক-সব্জি)খেতে দিন।জেরোফথ্যালমিয়া(রাতকানা ও বিটট্স স্পট),দীর্ঘমেয়াদী ডায়রিয়া,হাম ও মারাত্মক অপুষ্টিত আক্রান্ত শিশুকে চিকিৎসকের পরামর্শ অনূযায়ী ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান।পঞ্চগড় জেলার পাঁচটি উপজেলা,৩৯ টি ইউনিয়ন সহ শিশুর বয়স, শিশুর সংখ্যা,কেন্দ্র সংখ্যা ।
(১)পঞ্চগড় সদর উপজেলা (6-11 মাস বয়সী শিশুর সংখ্যা=4500)জন।12-59মাস বয়সী শিশুর সংখ্যা=3200 জন।কেন্দ্র সংখ্যা=240,প্রতি কেন্দ্রে দুইজন হিসেবে স্বেচ্ছাসেবক=480 জন।(2)আটোয়ারী উপজেলা(6-11 মাস বয়সী শিশুর সংখ্যা=1850)জন।12-59 মাস বয়সী শিশুর সংখ্যা=16422জন।কেন্দ্র সংখ্যা-145,প্রতি কেন্দ্রে দুইজন হিসেবে স্বেচ্ছাসেবক =290 জন।(3)বোদা উপজেলা (6-11 মাস বয়সী শিশুর সংখ্যা=4400 )এবং 12-59 মাস বয়সী শিশুর সংখ্যা-3500,কেন্দ্র সংখ্যা-482।(4)দেবীগঞ্জ উপজেলা (6-11 মাস বয়সী শিশুর সংখ্যা=4400 জন।এবং 12-59 মাস বয়সী শিশুর সংখ্যা =32500 জন।কেন্দ্র সংখ্যা-241,প্রতি কেন্দ্রে দুইজন হিসেবে স্বেচ্ছাসেবক =482 (5)তেতুলিয়া উপজেলা (6-11 মাস বয়সী শিশুর সংখ্যা=2500 )এবং 12-59 মাস বয়সী শিশুর সংখ্যা-19800,কেন্দ্র সংখ্যা-169,প্রতি কেন্দ্রে দুইজন হিসেবে স্বেচ্ছাসেবক=338,(6)পঞ্চগড় পৌরসভা(6-11 বয়সী শিশুর সংখ্যা-780)এবং 12-59 মাস বয়সী শিশুর সংখ্যা-7000,কেন্দ্র সংখ্যা-40,প্রতিকেন্দ্রে দুইজন হিসেবে স্বেচ্ছাসেবক =80 জন।সমগ্র জেলার মোট=6-11 মাস বয়সী শিশুর সংখ্যা=18430 জন।12-59 মাস বয়সী শিশুর সংখ্যা=142722জন।কেন্দ্রের সংখ্যা=1076 টি।প্রতি কেন্দ্রে দুইজন হিসেবে স্বেচ্ছাসেবক হিসেবে মোট=2152 জন।আগামী 15 ই মার্চ2025 খ্রিঃ জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন পালন সাফল্য মন্ডিত হওয়ার জন্য কামনা করেন সমগ্র পঞ্চগড় বাসী।
It?¦s truly a great and useful piece of info. I am satisfied that you simply shared this helpful info with us. Please stay us up to date like this. Thank you for sharing.