পঞ্চগড়ের দেবীগঞ্জে লাইসেন্স বিহিন ২টি ইট ভাটা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হলো

- Update Time : ০৩:১৭:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
- / ১২৯ Time View
মোখলেছুর রহমান চৌধুরী, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স না থাকায় দুটি ইটভাটা গুড়িয়ে দিয়ে ইট প্রস্তত কার্যক্রম বন্দ করে দিয়েছে প্রশাসন।উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।পঞ্চগড় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউছুব আলীকে সাথে নিয়ে ভ্র্যাম্যমান আদালত পরিচালনা করেন।পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স না থাকায় দন্ডপাল ইউনিয়নের মেসার্স এম এস ব্রিকস্ ও মেসার্স কে এস বি ব্রিকসের ইটভাটা এস্কেভেটর দিয়ে ভেঙ্গে ফেলা হয়।অত্র অভিযান পরিচালনার সময় ছিলেন ফায়ার সার্ভিস দেবীগঞ্জের একটি ইউনিট।তারা পানি দিয়ে ইটভাটা দুটির চুলার আগুন নিভিয়ে দেয়।একই সাথে পল্লী বিদ্যূতের সহায়তায় ইটভাটা দুটির বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়।লাইসেন্স না হওয়া পর্যন্ত ইটভাটা দুটির সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দেন ভ্রাম্যমান আদালত।অভিযানে দেবীগঞ্জ থানার পুলিশ,পল্লী বিদ্যুতের সদস্যগন ও গ্রাম পুলিশের একটি দল অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন,দেবীগঞ্জের দীর্ঘদিন থেকে বেশ কিছু ইটভাটা লাইসেন্স ছাড়াই ইট তৈরী করছিল।দুটি ইটভাটাই বন্ধ করে দেওয়া হলো।প্রয়োজনে সবগুলো ইটভাটাই বন্ধ করে দেওয়া হবে।পঞ্চগড় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউছুব আলী বলেন,ইট প্রস্তত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রন আইন 2013 (সংশোধিত 2019)এর 04 চার (ধারা)লংঘন করে জেলা প্রশাসকের লাইসেন্স গ্রহন ব্যাতিত ইট প্রস্তত করার অপরাধে ইট ভাটা দুটি বন্ধ করা হয়।সকল অবৈধ ইটভাটার বিরুদ্ধে এধরনের অভিযান চলমান থাকবে।উল্লেখ্য,মেসার্স এম এস ব্রিকস্ এর 2017 ও মেসার্স কেএসবি ব্রিকস্ এর 2013 সাল পর্যন্ত লাইসেন্স নবায়ন ছিল