১২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

নোয়াখালীতে আরমান হোসেন বিজয়কে কুপিয়ে হত্যা

নোয়াখালী প্রতিনিধি
  • Update Time : ০৬:২৫:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • / ৭৪ Time View
মোহাম্মদ হানিফ নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জে এক হৃদয়বিদারক ঘটনায় অকালে ঝরে গেল আরও একটি তরতাজা প্রাণ। মাত্র ১৮ বছর বয়সী আরমান হোসেন বিজয়কে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাতে জনবহুল সড়কের পাশে ফেলে রাখা হয় তাঁর রক্তাক্ত নিথর দেহ। পরিবারের দাবি, পূর্বশত্রুতার নৃশংস পরিণতি এটি, তবে এলাকায় আধিপত্য বিস্তারের দ্বন্দ্ব ঘিরেও সন্দেহের তীর রয়েছে। এই হত্যাকাণ্ডে শোকে পাথর বিজয়ের স্বজনরা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ইসমাইল মেম্বারের বাড়ির সামনে নতুন ব্রিজের কাছে এই বর্বরোচিত হামলা চালানো হয়। মজিব সড়ক থেকে ব্রিজের দিকে আসার পথে অজ্ঞাতনামা ঘাতকরা তাঁকে ঘিরে ধরে। এরপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বিজয়কে উদ্ধার করে দ্রুত ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বিজয়ের স্বজনদের বুকফাটা আহাজারি এখন এলাকার বাতাস ভারী করছে। তাঁরা কান্নাজড়িত কণ্ঠে জানিয়েছেন, এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড, যার মূল কারণ দীর্ঘদিনের শত্রুতা। তাঁরা দাবি করেন, ঘটনার সময় বিজয়ের সঙ্গে থাকা দুই বন্ধু এই হামলার কারণ ও জড়িতদের পরিচয় জানে। স্বজনরা ঘটনার মূল হোতাদের দ্রুত আইনের আওতায় আনার আকুল আবেদন জানিয়েছেন।
এই নৃশংস হত্যাকাণ্ড স্থানীয় তরুণদের মধ্যে ক্রমবর্দ্ধমান সহিংসতার ভয়াবহতা আবারও সামনে এনেছে। পুরো এলাকা গভীর শোকের পাশাপাশি এক অজানা আতঙ্কে ভুগছে। সকলের দাবি, এই হত্যাকাণ্ডের পেছনে কারা রয়েছে, তা দ্রুত উন্মোচিত হোক এবং অপরাধীরা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়।
বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কুতুব উদ্দিন লিয়ন প্রাথমিক তদন্তের ভিত্তিতে জানিয়েছেন, এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা বা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই ঘটনা ঘটতে পারে। শনিবার (৪ অক্টোবর) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ার পরই মামলা রুজু করে পরবর্তী কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Tag :

Please Share This Post in Your Social Media

Your email address will not be published. Required fields are marked *

thedailysarkar@gmail.com

About Author Information

নোয়াখালীতে আরমান হোসেন বিজয়কে কুপিয়ে হত্যা

Update Time : ০৬:২৫:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
মোহাম্মদ হানিফ নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জে এক হৃদয়বিদারক ঘটনায় অকালে ঝরে গেল আরও একটি তরতাজা প্রাণ। মাত্র ১৮ বছর বয়সী আরমান হোসেন বিজয়কে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাতে জনবহুল সড়কের পাশে ফেলে রাখা হয় তাঁর রক্তাক্ত নিথর দেহ। পরিবারের দাবি, পূর্বশত্রুতার নৃশংস পরিণতি এটি, তবে এলাকায় আধিপত্য বিস্তারের দ্বন্দ্ব ঘিরেও সন্দেহের তীর রয়েছে। এই হত্যাকাণ্ডে শোকে পাথর বিজয়ের স্বজনরা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ইসমাইল মেম্বারের বাড়ির সামনে নতুন ব্রিজের কাছে এই বর্বরোচিত হামলা চালানো হয়। মজিব সড়ক থেকে ব্রিজের দিকে আসার পথে অজ্ঞাতনামা ঘাতকরা তাঁকে ঘিরে ধরে। এরপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বিজয়কে উদ্ধার করে দ্রুত ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বিজয়ের স্বজনদের বুকফাটা আহাজারি এখন এলাকার বাতাস ভারী করছে। তাঁরা কান্নাজড়িত কণ্ঠে জানিয়েছেন, এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড, যার মূল কারণ দীর্ঘদিনের শত্রুতা। তাঁরা দাবি করেন, ঘটনার সময় বিজয়ের সঙ্গে থাকা দুই বন্ধু এই হামলার কারণ ও জড়িতদের পরিচয় জানে। স্বজনরা ঘটনার মূল হোতাদের দ্রুত আইনের আওতায় আনার আকুল আবেদন জানিয়েছেন।
এই নৃশংস হত্যাকাণ্ড স্থানীয় তরুণদের মধ্যে ক্রমবর্দ্ধমান সহিংসতার ভয়াবহতা আবারও সামনে এনেছে। পুরো এলাকা গভীর শোকের পাশাপাশি এক অজানা আতঙ্কে ভুগছে। সকলের দাবি, এই হত্যাকাণ্ডের পেছনে কারা রয়েছে, তা দ্রুত উন্মোচিত হোক এবং অপরাধীরা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়।
বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কুতুব উদ্দিন লিয়ন প্রাথমিক তদন্তের ভিত্তিতে জানিয়েছেন, এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা বা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই ঘটনা ঘটতে পারে। শনিবার (৪ অক্টোবর) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ার পরই মামলা রুজু করে পরবর্তী কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।