০৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাচোলে পৌর জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মোঃ নজরুল ইসলাম,নাচোল উপজেলা ( চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:
- Update Time : ০৩:৩৪:৫২ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫
- / ১৫৫ Time View
https://youtu.be/XWWbZdSNPBw
মোঃ নজরুল ইসলাম,নাচোল উপজেলা ( চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: নাচোলে জামায়াতে ইসলামীর আনন্দঘন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পুনর্মিলনীতে পৌর এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত জামায়াত কর্মী সমর্থকরা এসে মিলনমেলায় অংশগ্রহণ করে। বুধবার বিকেল ৪ টায় পৌর এলাকার বেগম মহসিন ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে জামায়াতের পৌর শাখার উদ্যোগে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ইয়াহ্ইয়া খালেদ।
নাচোল পৌর জামায়াতের আমির মনিরুল ইসলামের সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সঞ্চালনা করেন, পৌর জামায়াতের সহ-সেক্রেটারী ইসমাইল হোসেন।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জামায়াতের উপজেলা আমির প্রভাষক ইয়াকুব আলী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোঃ আব্দুল মোহাইমিন। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট সিরাজুল ইসলাম, পৌর জামায়াতের সেক্রেটারী অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক, খলিলুর রহমান, । পুনর্মিলনীতে বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ গ্রহণ করেন।
এ সময় জামায়াতে ইসলামী নেতারা বলেন, ঈদ কেবল আনন্দের উৎসবই নয়, বরং এটি পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যের প্রতীক। এই ধরণের পুনর্মিলনী অনুষ্ঠান পারস্পরিক ভ্রাতৃত্ববোধ বাড়িয়ে তোলে এবং সমাজে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়।
Tag :
Emirgan su kaçağı tespiti Levent’teki ofisime su kaçağı tespiti için gelen ekip çok profesyoneldi. Hızlıca çözüme kavuşturdu. https://ablaze.media//author/kacak/
I’m really loving the theme/design of your weblog. Do you ever run into any internet browser compatibility problems? A few of my blog audience have complained about my site not working correctly in Explorer but looks great in Firefox. Do you have any advice to help fix this issue?