০৪:২৭ অপরাহ্ন, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

নওগাঁ শহরে ঘোষপাড়া মোড়ে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : ০৯:১৬:২২ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • / ১২৬ Time View

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ শহরের ঘোষপাড়া মোড়ে শুক্রবার ১৮/০৪/২০২৫ ইং তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “ঐক্যবদ্ধ মানবিক বাংলাদেশ” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন নওগাঁ জেলা বিএনপির সদস্য ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব মাসুদ হাসান তুহিন। সভাপতিত্ব করেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (অব.) ব্যবস্থাপক আলহাজ্ব মো. ইসমাইল হোসেন।

সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সরদার সাইফুল ইসলাম সাজু। প্রধান আলোচক মাসুদ হাসান তুহিন ভাই বলেন, “৫৪ বছর আগে আমরা পেয়েছিলাম একটি মানচিত্র, একটি স্বাধীন পতাকা, একটি জাতীয় সংগীত। অথচ আজও আমরা সেই স্বাধীনতার পূর্ণ স্বাদ পাইনি। রাজনৈতিক ও সামাজিকভাবে মানুষ আজও বঞ্চিত। আমরা যারা জনগণের প্রতিনিধি হওয়ার কথা, অনেক সময় তারাই পরিণত হই নির্যাতক ও লুটপাটকারীতে।

এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।” তিনি আরও বলেন, “বাংলাদেশ হবে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার জন্য একটি মানবিক রাষ্ট্র। কেউ যেন জনগণকে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”পুলিশ বাহিনী প্রভাব মুক্ত ভাবে কাজ করবে। সভায় বক্তারা বলেন, বর্তমানে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে একটি মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। অনুষ্ঠানটি আয়োজন করেন নওগাঁ দক্ষিণাঞ্চলের এলাকাবাসী।

Tag :

Please Share This Post in Your Social Media

Your email address will not be published. Required fields are marked *

thedailysarkar@gmail.com

About Author Information

নওগাঁ শহরে ঘোষপাড়া মোড়ে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

Update Time : ০৯:১৬:২২ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ শহরের ঘোষপাড়া মোড়ে শুক্রবার ১৮/০৪/২০২৫ ইং তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “ঐক্যবদ্ধ মানবিক বাংলাদেশ” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন নওগাঁ জেলা বিএনপির সদস্য ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব মাসুদ হাসান তুহিন। সভাপতিত্ব করেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (অব.) ব্যবস্থাপক আলহাজ্ব মো. ইসমাইল হোসেন।

সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সরদার সাইফুল ইসলাম সাজু। প্রধান আলোচক মাসুদ হাসান তুহিন ভাই বলেন, “৫৪ বছর আগে আমরা পেয়েছিলাম একটি মানচিত্র, একটি স্বাধীন পতাকা, একটি জাতীয় সংগীত। অথচ আজও আমরা সেই স্বাধীনতার পূর্ণ স্বাদ পাইনি। রাজনৈতিক ও সামাজিকভাবে মানুষ আজও বঞ্চিত। আমরা যারা জনগণের প্রতিনিধি হওয়ার কথা, অনেক সময় তারাই পরিণত হই নির্যাতক ও লুটপাটকারীতে।

এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।” তিনি আরও বলেন, “বাংলাদেশ হবে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার জন্য একটি মানবিক রাষ্ট্র। কেউ যেন জনগণকে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”পুলিশ বাহিনী প্রভাব মুক্ত ভাবে কাজ করবে। সভায় বক্তারা বলেন, বর্তমানে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে একটি মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। অনুষ্ঠানটি আয়োজন করেন নওগাঁ দক্ষিণাঞ্চলের এলাকাবাসী।