১০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও হরিপুরে পতিত জমিতে খিরা চাষ
বিশেষ প্রতিনিধি
- Update Time : ১২:৩৩:০৩ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
- / ৭৩ Time View

জহুরুল ইসলাম (জীবন) হরিপুর / ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুরে জহরুল ইসলাম নামে এক প্রান্তিক কৃষক তার ২৮ শতাংশ পতিত জমিতে শীতকালীন অগ্রিম সবজি হিসেবে দেশি খিরার আবাদ করেছেন। ক্ষেতে খিরার গাছ খুব দ্রুত বড় হতে শুরু করেছে। কৃষক বুকভরা আশা নিয়ে ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে।হরিপুর উপজেলার ৬নং ভাতুরিয়া ইউনিয়নে টেংরিয়া গ্রামের খিরা চাষি জহরুল ইসলাম বলেন, আমি একজন প্রান্তিক কৃষক আমার এই ২৮ শতক জমি পতিত পরে ছিল। আশপাশের জমিতে সবাই ধান চাষ করেছে। আমার জমিটা একটু উঁচু তাই আমি ধানের বিকল্প হিসেবে শীতকালীন অগ্রিম সবজি দেশি খিরার চাষ করেছি। খিরার ক্ষেতর গাছ ভালো ভাবেই বেড়ে উঠা শুরু করেছে। এখন ক্ষেতে নিরানি ও পরিচর্যা চলছে। কয়েক দিন পরেই ক্ষেতে মাচা দিয়ে সম্পূর্ণ করছি । এখন পর্যন্ত আমার খরচ হয়েছে ১৭ হাজার টাকা আরো ২ থেকে ৩ হাজার টাকা খরচ হতে পারে। প্রাকৃতিক কোনো দুর্যোগ না হলে এই ক্ষেত থেকে আমি ৫০ থেকে ৭০ হাজার টাকার খিরা বিক্রিয়ের আশা করছি।
Tag :
























