১০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছেলে হত্যার বিচার চেয়ে বাবার আহাজারি
Reporter Name
- Update Time : ০৩:৫০:১৭ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
- / ৬৫ Time View

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ছেলে হত্যার বিচার চেয়ে (৫৫) বয়সী বাবার আহাজারি। ছেলে হত্যার এক বছর ৪মাস অতিবাহিত হলেও তদন্তে নেই অগ্রগতি। এখনো জানা যায়নি মৃত্যুর আসল কারণ। ১২/০৬/২০২৪ তারিখে সকালে কিস্তি আদায়ের জন্য বের হয়ে আর অফিসে ফেরেনি রাজু। নিখোঁজ হওয়ার পরদিন বিকাল আনুমানিক ৫টার দিকে তুলশী গঙ্গা নদীর পাড়ের ৫কিঃমিঃ পশ্চিমে তার লাশ পাওয়া যায়। তবে পরিবারের দাবি তাকে ডেকে নিয়ে হত্যা করে তুলসী গঙ্গা নদে ফেলে দেওয়া হয়েছিলো। এ নিয়ে সে সময় ক্ষেতলাল থানায় একটি অপমৃত্যু মামলা নং-১৩/২৪ রুজু করা হয়। কয়েকদিন পরে রাজুর কর্মরত এনজিও এস কে এস জামালপুর শাখার ম্যানেজার আব্দুল মালেক (৩৫), ক্যাশিয়ার মিজানুর রহমান(৩৩) ও তার স্ত্রী মমতাজ(২৪) কে আসামি করে জেলা জয়পুরহাট বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যাকাণ্ড দায়ের করেন রাজুর বাবা সাগর আলী। এই বিষয়ে বুধবার(১১ সেপ্টেম্বর ২০২৫)হরিপুর উপজেলার পাহাড়গাও গ্রামের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন তিনি। তিনি আরো বলেন, এক বছর ৪ মাস পার হয়ে গেলেও এই হত্যা মামলার কোনো আসামি গ্রেপ্তার হয়নি এখনো। রাজুর বাবা সাগর আলী বলেন, সন্তান হত্যার বিচারের জন্য আজ রাস্তায় নামতে হয়েছে আমাকে।



বাবা হিসেবে এটা আমার জন্য দুর্ভাগ্য। তিনি আরো বলেন, রাজুর স্ত্রী মমতাজ বেগমের অনৈতিক সম্পর্ক থাকার কারনে তারা পরিকল্পিতভাবে হত্যা করেছে আমার ছেলেকে। এ ঘটনার এক বছর ৪ মাস হয়ে গেল তবুও কোনো আসামি গ্রেপ্তার হলো না। দ্রুত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি। উল্লেখ্য যে, গত বছরের ৬জুন ২০২৪ নিখোঁজ হওয়ার এক দিন পর এনজিও কর্মী রাজুর মরদেহ তুলশী গঙ্গা নদে ভেসে ওঠে। রাজুর লাশের নাকে রক্ত, গলা , দুই হাতের বাহু ও কোমরের দুপাশে পেটে ছেলা দাগ, মলদ্বারে মল থাকায় পরিকল্পিত হত্যাকাণ্ড ভেবে পরিবারের পক্ষ থেকে জেলা জয়পুরহাট বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যা মামলা দায়ের করা হয় বলে জানান সাগর আলী।
Tag :




























