গোদাগাড়ী রিসিকুল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নির্বাচন পরিচালনা কমিটি গঠন,উৎসাহ–উদ্দীপনায় মুখর এলাকা, ভক্তদের অঙ্গীকার—“প্রধান অতিথি এলাকা মাদকমুক্ত করবেন”**
- Update Time : ১২:৩২:৪১ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
- / ৩৭ Time View

রাজশাহী প্রতিনিধি: মো: আতিকুর রহমান:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রিসিকুল ইউনিয়নে নির্বাচন পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ–উদ্দীপনার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত ইউনিয়নের একাধিক ওয়ার্ডে পৃথক পৃথক সভা অনুষ্ঠিত হয়। প্রতিটি সভা ছিল জনসমাগমে ভরপুর, যেন নির্বাচনের আগাম বার্তা পৌঁছে গেছে সর্বত্র।
সভাগুলোর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা ও স্থানীয়ভাবে বিশিষ্ট ব্যক্তিত্ব মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন। তাঁর আগমনকে কেন্দ্র করে প্রতিটি ওয়ার্ডে ছিল আনন্দঘন পরিবেশ, সমর্থকদের শ্লোগান আর ভক্তদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি।
ওয়ার্ডসভায় বক্তব্য দিতে গিয়ে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন বলেন,
“নির্বাচন একটি গৌরবের প্রক্রিয়া। জনগণ যাতে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারে, তার জন্য শক্তিশালী নির্বাচনী কমিটি অত্যন্ত জরুরি। দায়িত্বশীল নেতাকর্মীরা মাঠে থাকলে কোনো অপতৎপরতা চালানো সম্ভব হবে না।”
তিনি আরও যোগ করেন,
“আমাদের লক্ষ্য হবে উন্নয়ন, সুশাসন এবং সংঘাতমুক্ত নির্বাচন। রিসিকুল ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে প্রতিষ্ঠা করতে সবার সহযোগিতা দরকার।”
সভায় উপস্থিত ভক্ত ও সমর্থকরা প্রধান অতিথির বক্তব্যের পর এক অভিন্ন কণ্ঠে বলেন,
“স্যার সামনে থাকলে আমরা রিসিকুল ইউনিয়নকে পুরোপুরি মাদকমুক্ত করতে পারবো। যুব সমাজকে ধ্বংস করে দেওয়া মাদক নির্মূলে স্যারই পারবেন কঠোর পদক্ষেপ নিতে। আমরা তাঁকে সর্বাত্মক সহযোগিতা করবো।”
একজন স্থানীয় যুবক বলেন,
“আমরা চাই এলাকার ছেলে–মেয়েরা সুস্থ পরিবেশে বড় হোক। এজন্য মাদককে রোধ করা জরুরি। স্যার আছেন বলে আমরা আশ্বস্ত।”
সভাগুলোতে নির্বাচন পরিচালনা কমিটির গঠন ছাড়াও কেন্দ্রভিত্তিক দায়িত্ব বণ্টন, ভোটার তালিকা যাচাই, ভোটারদের সঙ্গে যোগাযোগ পরিকল্পনা, শৃঙ্খলা রক্ষার কৌশল এবং ভোটগ্রহণ日の পূর্বপ্রস্তুতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
নেতৃবৃন্দ বলেন,
“প্রতিটি কেন্দ্রেই দায়িত্বশীল লোক নিয়োগ দেওয়া হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনিয়ম যেন না ঘটে, সে বিষয়ে আমরা সতর্ক।”
এদিকে পুরো রিসিকুল ইউনিয়নে নির্বাচনকে ঘিরে একটি উচ্ছ্বাসপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে। গ্রাম–পাড়া–মহল্লায় চলছে বিভিন্ন আলোচনার ঝড়, নেতাকর্মীরা ব্যস্ত হয়ে পড়েছেন ভোটারদের সঙ্গে যোগাযোগে, আর জনগণও আগ্রহ নিয়ে অংশ নিচ্ছেন সভা–সমাবেশে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, তরুণ সমাজসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন। অনেকেই আশা প্রকাশ করেন যে, শক্তিশালী হাতে পরিচালিত নির্বাচনী কমিটি স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করবে।




















