গোদাগাড়ীতে নতুন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুস সাদাত রত্নকে স্বাগত
- Update Time : ০৩:০১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
- / ১০৭ Time View

মো. আতিকুর রহমান:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় প্রশাসনিক পরিবর্তন এসেছে। বর্তমান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল আহমেদ স্যার বদলি হওয়ায় তাঁর স্থলাভিষিক্ত হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন নতুন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুস সাদাত রত্ন।
বদলি হওয়া ইউএনও ফয়সাল আহমেদ স্যার দায়িত্ব পালনকালে সেবামূলক কাজ, স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থাপনা এবং সাধারণ মানুষের সাথে নিবিড় যোগাযোগের মাধ্যমে উপজেলা প্রশাসনে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর বিদায়ে স্থানীয় প্রশাসন ও সচেতন মহলে এক ধরনের শূন্যতা তৈরি হলেও নতুন ইউএনওর আগমনে আবারো প্রশাসনে নতুন উদ্যম যুক্ত হবে বলে আশা করছেন সবাই।
নতুন ইউএনও মোঃ নাজমুস সাদাত রত্নকে গোদাগাড়ী উপজেলায় স্বাগত জানিয়ে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা আশা প্রকাশ করেছেন—তিনি স্বচ্ছতা, জবাবদিহিতা এবং উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জনগণের সেবায় অগ্রণী ভূমিকা রাখবেন।
গোদাগাড়ীবাসী বিশ্বাস করে, নতুন ইউএনওর দক্ষতা ও সততা উপজেলার সার্বিক উন্নয়নকে আরও বেগবান করবে। খুব শিগগিরই তিনি তাঁর দপ্তরের দায়িত্বভার গ্রহণ করবেন বলে জানা গেছে।




















